Ajker Patrika

বেয়ারস্টো-মঈনের শতরানের জুটিতে রেকর্ড গড়ে জিতল ইংল্যান্ড

আপডেট : ২৮ জুলাই ২০২২, ১১: ৩২
বেয়ারস্টো-মঈনের শতরানের জুটিতে রেকর্ড গড়ে জিতল ইংল্যান্ড

জনি বেয়ারস্টোর বিধ্বংসী ব্যাটিংয়ে দুর্দান্ত জয় পেয়েছে ইংল্যান্ড। ব্রিস্টলে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রানের বন্যায় দক্ষিণ আফ্রিকাকে ৪১ রানে হারিয়েছে ইংলিশরা। 

বেয়ারস্টো ও মঈন আলীর শতরানের জুটির সুবাদে ৬ উইকেটে ২৩৪ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে এটি তাদের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর আর ঘরের মাটিতে সর্বোচ্চ। সাম্প্রতিক সময়ে টেস্টে দুর্দান্ত ফর্মে থাকা বেয়ারস্টো চারবার জীবন পেয়ে এবার টি-টোয়েন্টিতেও বইয়ে দিলেন ঝড়। ৫৩ বলে ৮ ছয় ও ৩ চারে খেললেন ৯০ রানের ইনিংস। 

দলকে বড় পুঁজি এনে দেওয়ার পথে চতুর্থ উইকেটে মঈনের সঙ্গে ৩৭ বলে করেন ১০৬ রানের জুটি। তার আগে মাত্র ৭ বলে ২ চার ও ২ ছয়ে ২২ রানের ইনিংস খেলে ঝড়ের আভাস দেন অধিনায়ক জস বাটলার। মালান ২৩ বলে করেন ৪৩ রান। ১৩ ওভারে ১২০ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল ইংল্যান্ড। সেখান থেকে বেয়ারস্টো-মঈন মিলে প্রোটিয়া বোলারদের তছনছ করে শেষ পাঁচ ওভারে—১৪, ১৪, ২০, ৩৩ ও ১৭ মিলিয়ে নেন ৯৮ রান। 

তার মধ্যে মঈন গড়েছেন ইংল্যান্ডের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড। ছক্কা মেরে মাত্র ১৬ বলে অর্ধশতকে পা রাখেন তিনি। ১৮ বলে ৬ ছয়ে ৫২ রানের ইনিংস উপহার দেন এই অলরাউন্ডার। পুরো ম্যাচে ২০টি ছক্কা হাঁকিয়েছে  ইংলিশরা, যা তাদের টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ। 

লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারের মধ্যে ওপেনার কুইন্টন ডি কক ও রিলে রুশোকে হারায় দক্ষিণ আফ্রিকা। তবে ইংল্যান্ডের এই লক্ষ্যকেও হুমকির মুখে ফেলে দিয়েছিল সফরকারীরা। ২১ বছর বয়সী ত্রিস্তান স্টাবস খেলেন খুনে ইনিংস। তাঁর ২৮ বলে ৭২ রানের সুবাদে জয়ের স্বপ্নও দেখতে শুরু করেছিল প্রোটিয়ারা। 

শেষ ১২ বলে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ৫১ রান। তবে রিচার্ড গ্লিসনের করা ১৯তম ওভারের প্রথম বলে লং-অফে ক্যাচ তুলে দেন স্টাবস। তার আগের ওভারে ক্রিস জর্ডান মাত্র ৩ রান দেওয়ায় চাপে পড়ে যায় প্রোটিয়ারা। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা থামে ৮ উইকেটে ১৯৩ রানে। 

তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি হবে বৃহস্পতিবার, কার্ডিফে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এস আলম-নাভানার বিলাসবহুল বাস চুক্তি: ঝুঁকিতে ইসলামী ব্যাংকের ৮০ কোটি

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

আজকের রাশিফল: নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন, পুরোনো প্রেমের স্মৃতি তাজা হবে

তেহরানের সঙ্গে বৈঠক বাতিল, ইরানি আন্দোলনকারীদের জন্য ‘সাহায্য’ পাঠাচ্ছেন ট্রাম্প

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত