
২০১৩ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর আর কোনো বৈশ্বিক শিরোপা জেতা হয়নি ভারতের। বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১০ বছরের অপেক্ষা ফুরোনোর মিশনে নামছে ভারত। ১ লাখ ৩২ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে ২০২৩ বিশ্বকাপের ফাইনালে টস হেরে ব্যাটিং পেয়েছে ভারত।
সেমিফাইনাল ম্যাচের একাদশ নিয়েই আজ হেক্সা মিশনের লক্ষ্যে নামছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। অধিনায়ক কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড—এই তিন পেসার আছেন একাদশে। টপ অর্ডারে আছেন ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ—এই তিন মারকুটে ব্যাটার। মিডল অর্ডার ও লোয়ার মিডল অর্ডারে আছেন স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল ও জস ইংলিশ, যেখানে ইংলিশের হাতে থাকবে উইকেটরক্ষকের গ্লাভস।
ভারতের অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, টস জিতলে তিনি প্রথমে ব্যাটিংই নিতেন। অপরিবর্তিত একাদশ নিয়েই আজ খেলতে নামছে ভারত। স্পিন আক্রমণে থাকছেন রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব, যার মধ্যে জাদেজা স্পিন বোলিং অলরাউন্ডার। পেস আক্রমণে থাকছেন মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরা। রোহিত, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদবের মতো তারকাখচিত ব্যাটাররা তো আছেনই।
ভারতের একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা।
অস্ট্রেলিয়ার একাদশ:
প্যাট কামিন্স (অধিনায়ক), ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মিচেল মার্শ, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জস ইংলিশ (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।

২০১৩ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর আর কোনো বৈশ্বিক শিরোপা জেতা হয়নি ভারতের। বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১০ বছরের অপেক্ষা ফুরোনোর মিশনে নামছে ভারত। ১ লাখ ৩২ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে ২০২৩ বিশ্বকাপের ফাইনালে টস হেরে ব্যাটিং পেয়েছে ভারত।
সেমিফাইনাল ম্যাচের একাদশ নিয়েই আজ হেক্সা মিশনের লক্ষ্যে নামছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। অধিনায়ক কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড—এই তিন পেসার আছেন একাদশে। টপ অর্ডারে আছেন ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ—এই তিন মারকুটে ব্যাটার। মিডল অর্ডার ও লোয়ার মিডল অর্ডারে আছেন স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল ও জস ইংলিশ, যেখানে ইংলিশের হাতে থাকবে উইকেটরক্ষকের গ্লাভস।
ভারতের অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, টস জিতলে তিনি প্রথমে ব্যাটিংই নিতেন। অপরিবর্তিত একাদশ নিয়েই আজ খেলতে নামছে ভারত। স্পিন আক্রমণে থাকছেন রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব, যার মধ্যে জাদেজা স্পিন বোলিং অলরাউন্ডার। পেস আক্রমণে থাকছেন মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরা। রোহিত, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদবের মতো তারকাখচিত ব্যাটাররা তো আছেনই।
ভারতের একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা।
অস্ট্রেলিয়ার একাদশ:
প্যাট কামিন্স (অধিনায়ক), ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মিচেল মার্শ, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জস ইংলিশ (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
১ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৩ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
৩ ঘণ্টা আগে