ক্রীড়া ডেস্ক

ব্রিসবেন টেস্টে প্রথম দিন দাপট বৃষ্টির। খেলা হয়েছে শুধু ১৩.২ ওভার। অস্ট্রেলিয়ার সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ২৮ রান। দুই ওপেনার উসমান খাজা ও নাথান ম্যাকসুয়েনি কোনো বিপর্যয় ছাড়াই দিন পার করে দিয়েছেন। খাজা ১৯ ও ম্যাকসুয়েনি ৩ রান থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবেন।
সিরিজের তৃতীয় টেস্টে টস জিতে অস্ট্রেলিয়াকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ব্রিসবেনের আকাশ সকাল থেকেই ছিল মেঘডম্বর। আবহাওয়া ও উইকেটে ঘাসের ছোঁয়া—কাজে লাগতে আগে বোলিং নেয় ভারত। কিন্তু বৃষ্টির কারণে সব পরিকল্পনাই ভেসে যায়। ৫.৩ ওভার খেলা হতেই প্রথম দফায় বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। অস্ট্রেলিয়ার ওপেনারদের তেমন পরীক্ষায় ফেলতে পারেননি জাসপ্রিত বুমরা-মোহাম্মদ সিরাজরা।
কিছুক্ষণ পর বৃষ্টি থামলে আবারও খেলা শুরু হয়। দ্বিতীয় ধাপে ৭.৫ ওভার খেলা হলে আবারও বৃষ্টি নামে। অর্থাৎ সব মিলিয়ে ১৩.২ ওভার খেলা হয়েছে। প্রথম ধাপে বৃষ্টির পর খেলা হতে পারল কিছুক্ষণ। তবে দ্বিতীয় ধাপে আর খেলার সুযোগই হলো না। কয়েক ঘণ্টা অপেক্ষার পরও আর খেলা শুরু করতে না পারায় স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটের সময় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিশিয়ালরা।
অস্ট্রেলিয়া ও ভারত দুই দলই একাদশে পরিবর্তন এনেছে। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন স্কট বোল্যান্ড। ভারত এনেছে দুটি পরিবর্তন। পেসার হার্শিত রানার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন আকাশ দীপ। রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় ফিরেছেন রবীন্দ্র জাদেজা।

ব্রিসবেন টেস্টে প্রথম দিন দাপট বৃষ্টির। খেলা হয়েছে শুধু ১৩.২ ওভার। অস্ট্রেলিয়ার সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ২৮ রান। দুই ওপেনার উসমান খাজা ও নাথান ম্যাকসুয়েনি কোনো বিপর্যয় ছাড়াই দিন পার করে দিয়েছেন। খাজা ১৯ ও ম্যাকসুয়েনি ৩ রান থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবেন।
সিরিজের তৃতীয় টেস্টে টস জিতে অস্ট্রেলিয়াকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ব্রিসবেনের আকাশ সকাল থেকেই ছিল মেঘডম্বর। আবহাওয়া ও উইকেটে ঘাসের ছোঁয়া—কাজে লাগতে আগে বোলিং নেয় ভারত। কিন্তু বৃষ্টির কারণে সব পরিকল্পনাই ভেসে যায়। ৫.৩ ওভার খেলা হতেই প্রথম দফায় বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। অস্ট্রেলিয়ার ওপেনারদের তেমন পরীক্ষায় ফেলতে পারেননি জাসপ্রিত বুমরা-মোহাম্মদ সিরাজরা।
কিছুক্ষণ পর বৃষ্টি থামলে আবারও খেলা শুরু হয়। দ্বিতীয় ধাপে ৭.৫ ওভার খেলা হলে আবারও বৃষ্টি নামে। অর্থাৎ সব মিলিয়ে ১৩.২ ওভার খেলা হয়েছে। প্রথম ধাপে বৃষ্টির পর খেলা হতে পারল কিছুক্ষণ। তবে দ্বিতীয় ধাপে আর খেলার সুযোগই হলো না। কয়েক ঘণ্টা অপেক্ষার পরও আর খেলা শুরু করতে না পারায় স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটের সময় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিশিয়ালরা।
অস্ট্রেলিয়া ও ভারত দুই দলই একাদশে পরিবর্তন এনেছে। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন স্কট বোল্যান্ড। ভারত এনেছে দুটি পরিবর্তন। পেসার হার্শিত রানার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন আকাশ দীপ। রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় ফিরেছেন রবীন্দ্র জাদেজা।

ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
২ ঘণ্টা আগে
টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
৩ ঘণ্টা আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
৪ ঘণ্টা আগে