ক্রীড়া ডেস্ক

ভারত-পাকিস্তান যুদ্ধটা শুধু দুই দেশের মধ্যেই চলছে না। যুদ্ধের মারপ্যাঁচে দুই দেশের ক্রিকেটও অনেক বেশি প্রভাবিত হচ্ছে। আইপিএল, পিএসএল দুটি টুর্নামেন্ট শেষভাগে এসে স্থগিত হয়েছে। আরব আমিরাতে হওয়ার সম্ভাবনা থাকলেও পিএসএলের বাকি অংশ আর হচ্ছেই না।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কিছুক্ষণ আগে নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে এক বিবৃতি দিয়েছে। টুর্নামেন্টের বাকি ৮ ম্যাচ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বলে পিসিবি জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় লাইন অব কন্ট্রোলে (ভারত-পাকিস্তান সীমান্ত এলাকায়) ৭৮ ড্রোন ও অনেক মিসাইল ভারত থেকে ছোড়া হয়েছে বলে পিসিবির বিবৃতিতে বলা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে আলোচনা করেই পিসিবি এমন সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় তাদের সেনাবাহিনী যেভাবে কাজ করছে, সেটার ভূয়সী প্রশংসা করেছে পিসিবি। বোর্ড ও দেশের ক্রিকেটাররা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছেন বলে বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে।
পিএসএলের স্থগিত হওয়া অংশ দুবাইয়ে হবে বলে পাকিস্তানের জিও সুপার সংবাদ প্রকাশ করেছিল আজ। পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, পিএসএলকে হ্যাঁ বলতেই আইপিএলের বাকি অংশ আয়োজনের যে প্রস্তাব ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) দিয়েছিল তাতে সাড়া দেয়নি আমিরাত। এবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে ভিন্ন খবর। তাদের দাবি, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রস্তাব নাকচ করে দিচ্ছে আমিরাত।
পাকিস্তানের জন্য ধাক্কা—এই শিরোনামে আজ সন্ধ্যায় এনডিটিভি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সূত্রের বরাতে সেখানে বলা হয়েছে, ‘বিসিসিআইয়ের সঙ্গে গত কয়েক বছরে আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) সম্পর্ক অনেক শক্তিশালী হয়েছে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছে আমিরাত। যেটা মূলত ভারতে হওয়ার কথা ছিল। এছাড়াও আইপিএল ও ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির সময় ভারতের ম্যাচ আয়োজন করেছে।’
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সদর দপ্তরও দুবাইয়ে। বিসিসিআইয়ের সাবেক সচিব জয় শাহ এখন ক্রিকেটের অভিভাবক সংস্থার প্রধান। এনডিটিভির প্রতিবেদন থেকে বোঝা গেল, স্থগিত পিএসএলের বাকি অংশ আমিরাতে না হওয়ার সম্ভাবনা বেশি। সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে,‘সংযুক্ত আরব আমিরাতে দক্ষিণ এশিয়ার অনেক বৈচিত্র্যময় লোক থাকেন। তাঁরা ক্রিকেট পছন্দ করেন। এমন সংঘাতপূর্ণ পরিস্থিতিতে পিএসএলের মতো টুর্নামেন্ট আয়োজন করলে সম্প্রীতি নষ্ট হতে পারে। তাতে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এমনকি দ্বন্দ্ব লেগে যেতে পারে।’ এনডিটিভির প্রতিবেদন প্রকাশের কয়েক ঘণ্টা পরই পিসিবি স্থগিত করল পিএসএলের বাকি অংশ।
সূচি অনুযায়ী, বাংলাদেশ আগামী এক মাসে সাতটি টি-টোয়েন্টি খেলবে। যার মধ্যে ১৭ ও ১৯ মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। আর ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত হওয়ার কথা বাংলাদেশ-পাকিস্তান সিরিজের পাঁচ টি-টোয়েন্টি। এই সিরিজ নির্ধারিত সময়ে হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
এবারের আইপিএলে কোনো বাংলাদেশি ক্রিকেটার না থাকলেও পিএসএলে নেওয়া হয়েছিল তিন বাংলাদেশি ক্রিকেটারকে। যাঁদের মধ্যে করাচি কিংস লিটন দাসকে নিলেও চোটে পড়ায় তিনি ছিটকে গিয়েছিলেন টুর্নামেন্ট থেকে। অন্য দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেনের আজ রাতেই পাকিস্তান থেকে দুবাই যাওয়ার কথা। লাহোর কালান্দার্সের হয়ে রিশাদ খেলেন পাঁচ ম্যাচ। আর নাহিদ রানাকে পেশোয়ার জালমি নিলেও কোনো ম্যাচ খেলা হয়নি তাঁর।
আইপিএল মাঝপথে স্থগিত হওয়ার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০২১ আইপিএল করোনা অতিমারির কারণে চার বছর আগে মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল। ২০২১-এর মে মাসে একাধিকবার জৈব সুরক্ষা বলয় ভাঙা, ক্রিকেটার ও স্টাফদের মধ্যে কোভিড ছড়িয়ে পড়ায় স্থগিত করা হয়েছিল আইপিএল। দ্বিতীয় দফায় এবার টুর্নামেন্ট থেমে গেল যুদ্ধের মতো অনাকাঙ্ক্ষিত এক ঘটনায়।
আইপিএল এর আগেও ভারতের বাইরে কয়েকবার আয়োজিত হয়েছিল। ২০০৯ সালে সাধারণ নির্বাচনের কারণে পুরো আইপিএল হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। এরপর ২০১৪ আইপিএলের প্রথম অংশ আরব আমিরাতে আয়োজন করার পর বাকি অংশ হয়েছিল ভারতে। সেবার লোকসভা নির্বাচনের কারণে পুরো টুর্নামেন্ট ভারতে আয়োজন করা সম্ভব হয়নি।
আরও পড়ুন:

ভারত-পাকিস্তান যুদ্ধটা শুধু দুই দেশের মধ্যেই চলছে না। যুদ্ধের মারপ্যাঁচে দুই দেশের ক্রিকেটও অনেক বেশি প্রভাবিত হচ্ছে। আইপিএল, পিএসএল দুটি টুর্নামেন্ট শেষভাগে এসে স্থগিত হয়েছে। আরব আমিরাতে হওয়ার সম্ভাবনা থাকলেও পিএসএলের বাকি অংশ আর হচ্ছেই না।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কিছুক্ষণ আগে নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে এক বিবৃতি দিয়েছে। টুর্নামেন্টের বাকি ৮ ম্যাচ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বলে পিসিবি জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় লাইন অব কন্ট্রোলে (ভারত-পাকিস্তান সীমান্ত এলাকায়) ৭৮ ড্রোন ও অনেক মিসাইল ভারত থেকে ছোড়া হয়েছে বলে পিসিবির বিবৃতিতে বলা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে আলোচনা করেই পিসিবি এমন সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় তাদের সেনাবাহিনী যেভাবে কাজ করছে, সেটার ভূয়সী প্রশংসা করেছে পিসিবি। বোর্ড ও দেশের ক্রিকেটাররা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছেন বলে বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে।
পিএসএলের স্থগিত হওয়া অংশ দুবাইয়ে হবে বলে পাকিস্তানের জিও সুপার সংবাদ প্রকাশ করেছিল আজ। পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, পিএসএলকে হ্যাঁ বলতেই আইপিএলের বাকি অংশ আয়োজনের যে প্রস্তাব ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) দিয়েছিল তাতে সাড়া দেয়নি আমিরাত। এবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে ভিন্ন খবর। তাদের দাবি, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রস্তাব নাকচ করে দিচ্ছে আমিরাত।
পাকিস্তানের জন্য ধাক্কা—এই শিরোনামে আজ সন্ধ্যায় এনডিটিভি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সূত্রের বরাতে সেখানে বলা হয়েছে, ‘বিসিসিআইয়ের সঙ্গে গত কয়েক বছরে আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) সম্পর্ক অনেক শক্তিশালী হয়েছে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছে আমিরাত। যেটা মূলত ভারতে হওয়ার কথা ছিল। এছাড়াও আইপিএল ও ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির সময় ভারতের ম্যাচ আয়োজন করেছে।’
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সদর দপ্তরও দুবাইয়ে। বিসিসিআইয়ের সাবেক সচিব জয় শাহ এখন ক্রিকেটের অভিভাবক সংস্থার প্রধান। এনডিটিভির প্রতিবেদন থেকে বোঝা গেল, স্থগিত পিএসএলের বাকি অংশ আমিরাতে না হওয়ার সম্ভাবনা বেশি। সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে,‘সংযুক্ত আরব আমিরাতে দক্ষিণ এশিয়ার অনেক বৈচিত্র্যময় লোক থাকেন। তাঁরা ক্রিকেট পছন্দ করেন। এমন সংঘাতপূর্ণ পরিস্থিতিতে পিএসএলের মতো টুর্নামেন্ট আয়োজন করলে সম্প্রীতি নষ্ট হতে পারে। তাতে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এমনকি দ্বন্দ্ব লেগে যেতে পারে।’ এনডিটিভির প্রতিবেদন প্রকাশের কয়েক ঘণ্টা পরই পিসিবি স্থগিত করল পিএসএলের বাকি অংশ।
সূচি অনুযায়ী, বাংলাদেশ আগামী এক মাসে সাতটি টি-টোয়েন্টি খেলবে। যার মধ্যে ১৭ ও ১৯ মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। আর ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত হওয়ার কথা বাংলাদেশ-পাকিস্তান সিরিজের পাঁচ টি-টোয়েন্টি। এই সিরিজ নির্ধারিত সময়ে হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
এবারের আইপিএলে কোনো বাংলাদেশি ক্রিকেটার না থাকলেও পিএসএলে নেওয়া হয়েছিল তিন বাংলাদেশি ক্রিকেটারকে। যাঁদের মধ্যে করাচি কিংস লিটন দাসকে নিলেও চোটে পড়ায় তিনি ছিটকে গিয়েছিলেন টুর্নামেন্ট থেকে। অন্য দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেনের আজ রাতেই পাকিস্তান থেকে দুবাই যাওয়ার কথা। লাহোর কালান্দার্সের হয়ে রিশাদ খেলেন পাঁচ ম্যাচ। আর নাহিদ রানাকে পেশোয়ার জালমি নিলেও কোনো ম্যাচ খেলা হয়নি তাঁর।
আইপিএল মাঝপথে স্থগিত হওয়ার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০২১ আইপিএল করোনা অতিমারির কারণে চার বছর আগে মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল। ২০২১-এর মে মাসে একাধিকবার জৈব সুরক্ষা বলয় ভাঙা, ক্রিকেটার ও স্টাফদের মধ্যে কোভিড ছড়িয়ে পড়ায় স্থগিত করা হয়েছিল আইপিএল। দ্বিতীয় দফায় এবার টুর্নামেন্ট থেমে গেল যুদ্ধের মতো অনাকাঙ্ক্ষিত এক ঘটনায়।
আইপিএল এর আগেও ভারতের বাইরে কয়েকবার আয়োজিত হয়েছিল। ২০০৯ সালে সাধারণ নির্বাচনের কারণে পুরো আইপিএল হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। এরপর ২০১৪ আইপিএলের প্রথম অংশ আরব আমিরাতে আয়োজন করার পর বাকি অংশ হয়েছিল ভারতে। সেবার লোকসভা নির্বাচনের কারণে পুরো টুর্নামেন্ট ভারতে আয়োজন করা সম্ভব হয়নি।
আরও পড়ুন:

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের মূল ফটক দিয়ে ঢুকলেই চোখে পড়বে ঝালমুড়ি-ভেলপুরির অস্থায়ী দোকান। সেসব খাবার আবার সানন্দে খাচ্ছে নারী ফুটবলাররা। হোক সেটা ম্যাচের আগে কিংবা পরে।
১৬ মিনিট আগে
চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখেও ট্রফি এসেছিল ঢাকায়। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে সঙ্গে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
৪২ মিনিট আগে
রিয়াল মাদ্রিদে কেন টিকতে পারলেন না জাভি আলোনসো। রিয়ালের ‘ঘরের ছেলে’ জাবি আলোনসো কোচ হিসেবে যদি টিকতে না পারেন, তাহলে বাইরে থেকে আসা কোচ কীভাবে কাজ করবেন বার্নাব্যুতে!
১ ঘণ্টা আগে
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১৩ ঘণ্টা আগে