
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সাদা বলের দায়িত্ব ছাড়তে পারেন বর্তমানে ভারতকে তিন সংস্করণে নেতৃত্ব দেওয়া বিরাট কোহলি। গতকাল ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এমন একটি খবর প্রকাশ করেছিল। পরে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে খবরটি সত্য নয়, স্রেফ গুজব ছড়ানো হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে কাল বলা হয়েছিল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্স দলের হয়ে রোহিত শর্মার অধিনায়কত্বের রেকর্ড ভালো। গত আইপিএলেই মুম্বাইয়ের আইপিএল শিরোপা জয়ের পর থেকে শোনা যাচ্ছিল সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্বের দায়িত্ব যেতে পারে রোহিত শর্মার কাঁধে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই এই দাবি বাস্তবে রূপ নিতে পারে। খবরটি মুহূর্তেই কাল ভাইরাল হয়েছিল। বিসিসিআই দ্রুতই বিষয়টি পরিষ্কার করেছে। তাদের দাবি, পুরো খবরটাই ভিত্তিহীন। কোহলির নেতৃত্ব ছাড়া নিয়ে কোনো রকম আলোচনা হয়নি।
বিরাটের পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হবে জানিয়ে সূত্রটি বলেছিল, ‘বিরাটের পক্ষ থেকেই ঘোষণাটা আসেবে। সে এখন ব্যাটিংয়ে আরও মনোযোগী হতে চায়। আগের অবস্থানে ফিরে যেতে চায় সে।’ অধিনায়কত্ব প্রসঙ্গে বিরাটের পক্ষ থেকে কোনো মন্তব্য আসার আগেই পুরো খবরটাকে গুজব বলে উড়িয়ে দিল বিসিসিআই।
ভারতীয় বোর্ডের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে সাদা বলের ক্রিকেটে কোহলি দায়িত্ব ছেড়ে দিচ্ছেন বলে যে খবর প্রকাশিত হয়েছে, সেটি একেবারেই ভিত্তিহীন। এমন কিছুই ঘটছে না। বিরাট কোহলিই তিন সংস্করণে ভারতের অধিনায়ক থাকছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সাদা বলের দায়িত্ব ছাড়তে পারেন বর্তমানে ভারতকে তিন সংস্করণে নেতৃত্ব দেওয়া বিরাট কোহলি। গতকাল ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এমন একটি খবর প্রকাশ করেছিল। পরে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে খবরটি সত্য নয়, স্রেফ গুজব ছড়ানো হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে কাল বলা হয়েছিল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্স দলের হয়ে রোহিত শর্মার অধিনায়কত্বের রেকর্ড ভালো। গত আইপিএলেই মুম্বাইয়ের আইপিএল শিরোপা জয়ের পর থেকে শোনা যাচ্ছিল সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্বের দায়িত্ব যেতে পারে রোহিত শর্মার কাঁধে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই এই দাবি বাস্তবে রূপ নিতে পারে। খবরটি মুহূর্তেই কাল ভাইরাল হয়েছিল। বিসিসিআই দ্রুতই বিষয়টি পরিষ্কার করেছে। তাদের দাবি, পুরো খবরটাই ভিত্তিহীন। কোহলির নেতৃত্ব ছাড়া নিয়ে কোনো রকম আলোচনা হয়নি।
বিরাটের পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হবে জানিয়ে সূত্রটি বলেছিল, ‘বিরাটের পক্ষ থেকেই ঘোষণাটা আসেবে। সে এখন ব্যাটিংয়ে আরও মনোযোগী হতে চায়। আগের অবস্থানে ফিরে যেতে চায় সে।’ অধিনায়কত্ব প্রসঙ্গে বিরাটের পক্ষ থেকে কোনো মন্তব্য আসার আগেই পুরো খবরটাকে গুজব বলে উড়িয়ে দিল বিসিসিআই।
ভারতীয় বোর্ডের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে সাদা বলের ক্রিকেটে কোহলি দায়িত্ব ছেড়ে দিচ্ছেন বলে যে খবর প্রকাশিত হয়েছে, সেটি একেবারেই ভিত্তিহীন। এমন কিছুই ঘটছে না। বিরাট কোহলিই তিন সংস্করণে ভারতের অধিনায়ক থাকছেন।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১২ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১২ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৩ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৪ ঘণ্টা আগে