
২০২৪ আইপিএলটা দারুণ কাটিয়েছেন মোস্তাফিজুর রহমান। আইপিএল ক্যারিয়ারে উইকেটের ফিফটি, সেরা বোলিং—সবই এবার করেছেন চেন্নাই সুপার কিংসের জার্সিতে। এবারের আইপিএলে পুরোটা খেলার সুযোগ না পেলেও সেরা দশে জায়গা করে নিয়েছেন তিনি।
চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে ২২ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে শুরু হয় ২০২৪ আইপিএল। সেই ম্যাচে ২৯ রানে নেন ৪ উইকেট। ফাফ ডু প্লেসি, বিরাট কোহলি, রজত পাতিদার, ক্যামেরন গ্রিন—বেঙ্গালুরুর সেরা চার ব্যাটারকে ফিরিয়েছেন মোস্তাফিজ। চিদম্বরমে গত রাতে সানরাইজার্স হায়দরাবাদ-কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দিয়ে আইপিএল শেষ হওয়ার পরও দেখা গেছে, প্রথম ম্যাচের বোলিংটা আছে সেরা বোলিংয়ের ৭ নম্বরে। এক ম্যাচে ৫ উইকেট নেওয়ার ঘটনা এবার ঘটেছে তিনবার। রাজস্থান রয়্যালসের সন্দীপ শর্মা, মুম্বাই ইন্ডিয়ানসের জসপ্রীত বুমরা, লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের যশ ঠাকুর—এই তিন বোলার নিয়েছেন ৫ উইকেট। চারে আছেন সানরাইজার্স হায়দরাবাদের টি নটরাজন। পরের তিন বোলারই চেন্নাইয়ের। পাঁচ ও ছয়ে আছেন তুষার দেশপাণ্ডে ও মাতিসা পাতিরানা।
লিগ পর্বে ১৪ ম্যাচ খেলে পয়েন্টের মারপ্যাঁচে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয় চেন্নাইকে। চেন্নাইয়ের ১৪ ম্যাচের মধ্যে খেলার সুযোগ পেয়েছেন ৯ ম্যাচ।
কারণ ১ মে পর্যন্ত আইপিএল খেলার অনুমতিপত্র বিসিবির থেকে পেয়েছিলেন মোস্তাফিজ। টুর্নামেন্ট চলার মাঝে ২ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে ভিসা প্রক্রিয়ার জন্য মোস্তাফিজকে ঢাকায় আসতে হয়েছিল। ৭ এপ্রিল ফিরেছিলেন আইপিএল খেলতে। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ৫ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে তাঁর খেলা হয়নি।
মোস্তাফিজ এবারের আইপিএলে ৯ ম্যাচ খেলে ৯.২৬ ইকোনমিতে নেন ১৪ উইকেট। আইপিএল ছাড়ার পরও বাংলাদেশের বাহাতি পেসারকে নিয়ে সামাজিক মাধ্যমে প্রায়ই পোস্ট দিতে দেখা গেছে চেন্নাইকে। বাংলাদেশের বাঁহাতি পেসারের আইপিএল ক্যারিয়ারে উইকেট এখন ৬১। আইপিএলে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৬৩ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান।
২০২৪ আইপিএলে এক ম্যাচে সেরা দশ বোলিং
দল উইকেট রান খরচ প্রতিপক্ষ
সন্দীপ শর্মা রাজস্থান ৫ ১৮ মুম্বাই
জসপ্রীত বুমরা মুম্বাই ৫ ২১ বেঙ্গালুরু
যশ ঠাকুর লক্ষ্ণৌ ৫ ৩০ গুজরাট
সন্দীপ শর্মা হায়দারাবদ ৪ ১৯ দিল্লি
তুষার দেশপান্ডে চেন্নাই ৪ ২৭ হায়দরাবাদ
মাতিশা পাতিরানা চেন্নাই ৪ ২৮ মুম্বাই
মোস্তাফিজুর রহমান চেন্নাই ৪ ২৯ বেঙ্গালুরু
আর্শদীপ সিং পাঞ্জাব ৪ ২৯ হায়দরাবাদ
সাই কিশোর গুজরাট ৪ ৩৩ পাঞ্জাব
মিচেল স্টার্ক কলকাতা ৪ ৩৩ মুম্বাই
আরও পড়ুন:

২০২৪ আইপিএলটা দারুণ কাটিয়েছেন মোস্তাফিজুর রহমান। আইপিএল ক্যারিয়ারে উইকেটের ফিফটি, সেরা বোলিং—সবই এবার করেছেন চেন্নাই সুপার কিংসের জার্সিতে। এবারের আইপিএলে পুরোটা খেলার সুযোগ না পেলেও সেরা দশে জায়গা করে নিয়েছেন তিনি।
চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে ২২ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে শুরু হয় ২০২৪ আইপিএল। সেই ম্যাচে ২৯ রানে নেন ৪ উইকেট। ফাফ ডু প্লেসি, বিরাট কোহলি, রজত পাতিদার, ক্যামেরন গ্রিন—বেঙ্গালুরুর সেরা চার ব্যাটারকে ফিরিয়েছেন মোস্তাফিজ। চিদম্বরমে গত রাতে সানরাইজার্স হায়দরাবাদ-কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দিয়ে আইপিএল শেষ হওয়ার পরও দেখা গেছে, প্রথম ম্যাচের বোলিংটা আছে সেরা বোলিংয়ের ৭ নম্বরে। এক ম্যাচে ৫ উইকেট নেওয়ার ঘটনা এবার ঘটেছে তিনবার। রাজস্থান রয়্যালসের সন্দীপ শর্মা, মুম্বাই ইন্ডিয়ানসের জসপ্রীত বুমরা, লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের যশ ঠাকুর—এই তিন বোলার নিয়েছেন ৫ উইকেট। চারে আছেন সানরাইজার্স হায়দরাবাদের টি নটরাজন। পরের তিন বোলারই চেন্নাইয়ের। পাঁচ ও ছয়ে আছেন তুষার দেশপাণ্ডে ও মাতিসা পাতিরানা।
লিগ পর্বে ১৪ ম্যাচ খেলে পয়েন্টের মারপ্যাঁচে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয় চেন্নাইকে। চেন্নাইয়ের ১৪ ম্যাচের মধ্যে খেলার সুযোগ পেয়েছেন ৯ ম্যাচ।
কারণ ১ মে পর্যন্ত আইপিএল খেলার অনুমতিপত্র বিসিবির থেকে পেয়েছিলেন মোস্তাফিজ। টুর্নামেন্ট চলার মাঝে ২ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে ভিসা প্রক্রিয়ার জন্য মোস্তাফিজকে ঢাকায় আসতে হয়েছিল। ৭ এপ্রিল ফিরেছিলেন আইপিএল খেলতে। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ৫ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে তাঁর খেলা হয়নি।
মোস্তাফিজ এবারের আইপিএলে ৯ ম্যাচ খেলে ৯.২৬ ইকোনমিতে নেন ১৪ উইকেট। আইপিএল ছাড়ার পরও বাংলাদেশের বাহাতি পেসারকে নিয়ে সামাজিক মাধ্যমে প্রায়ই পোস্ট দিতে দেখা গেছে চেন্নাইকে। বাংলাদেশের বাঁহাতি পেসারের আইপিএল ক্যারিয়ারে উইকেট এখন ৬১। আইপিএলে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৬৩ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান।
২০২৪ আইপিএলে এক ম্যাচে সেরা দশ বোলিং
দল উইকেট রান খরচ প্রতিপক্ষ
সন্দীপ শর্মা রাজস্থান ৫ ১৮ মুম্বাই
জসপ্রীত বুমরা মুম্বাই ৫ ২১ বেঙ্গালুরু
যশ ঠাকুর লক্ষ্ণৌ ৫ ৩০ গুজরাট
সন্দীপ শর্মা হায়দারাবদ ৪ ১৯ দিল্লি
তুষার দেশপান্ডে চেন্নাই ৪ ২৭ হায়দরাবাদ
মাতিশা পাতিরানা চেন্নাই ৪ ২৮ মুম্বাই
মোস্তাফিজুর রহমান চেন্নাই ৪ ২৯ বেঙ্গালুরু
আর্শদীপ সিং পাঞ্জাব ৪ ২৯ হায়দরাবাদ
সাই কিশোর গুজরাট ৪ ৩৩ পাঞ্জাব
মিচেল স্টার্ক কলকাতা ৪ ৩৩ মুম্বাই
আরও পড়ুন:

বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে এসে পৌঁছেছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিশ্বকাপের সোনালী ট্রফি।
১৫ মিনিট আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পুরুষদের খেলা শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা ও ভুটান। একই দিন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। খেলা দেখা যাবে স্পোর্টজওয়ার্কজ ইউটিউব চ্যানেলে।
৪২ মিনিট আগে
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের মূল ফটক দিয়ে ঢুকলেই চোখে পড়বে ঝালমুড়ি-ভেলপুরির অস্থায়ী দোকান। সেসব খাবার আবার সানন্দে খাচ্ছে নারী ফুটবলাররা। হোক সেটা ম্যাচের আগে কিংবা পরে।
১ ঘণ্টা আগে
চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখেও ট্রফি এসেছিল ঢাকায়। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে সঙ্গে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
২ ঘণ্টা আগে