
মাঠে আগ্রাসী মনোভাবের জন্য বিরাট কোহলির শুভাকাঙ্ক্ষীর অভাব নেই। তবে সেটা মাঝে মাঝে মাত্রা ছাড়িয়ে যায় কি না, তা নিয়েও প্রশ্ন ওঠে। লর্ডস টেস্টের পর আবার আলোচনায় কোহলির আগ্রাসী মনোভাব। লর্ডস টেস্টে ভারত অধিনায়কের আগ্রাসী মনোভাব নিয়ে মুখ খুলেছেন নিক কম্পটন। সাবেক এই ইংলিশ ক্রিকেটারের মতে, মাঠে কোহলির মুখের ভাষা সবচেয়ে খারাপ।
২০১২ সালে ভারতের বিপক্ষে অভিষেক হয়েছিল কম্পটনের। তবে ক্যারিয়ার খুব বেশি লম্বা হয়নি। ২০১৬ সালে শেষ টেস্ট খেলেছিলেন। চার বছরের ক্যারিয়ারে মোট ১৬টি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন এই ইংলিশ ব্যাটসম্যান। নিজের অতীত অভিজ্ঞতা থেকে লর্ডস টেস্টে কোহলির আচরণে হতাশা ঝরেছে কম্পটনের কণ্ঠে।
লর্ডস টেস্টে ইংলিশ ক্রিকেটারদের সঙ্গে বার কয়েক তর্কে জড়াতে দেখা যায় কোহলিকে। এর মধ্যে জশ বাটলার আর জিমি অ্যান্ডারসনের সঙ্গে কোহলির তর্কে জড়ানো নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে। পঞ্চম দিনে ইংলিশদের ব্যাটিং বিপর্যয়ের মুখে উইকেটে আসেন বাটলার। জসপ্রীত বুমরা-শামিদের সামনে উইকেটে থিতু হতে পারছিলেন না এই ইংলিশ উইকেটকিপার–ব্যাটসম্যান। পেছন থেকে বাটলারের উদ্দেশে কোহলিকে বলতে শোনা যায়, ‘চিন্তা কোরো না, এটা সাদা বলের ক্রিকেট না।’
এরপর বাটলারের ক্যাচ মিস করে বসেন কোহলি। এবার কোহলি তর্কে জড়িয়ে পড়েন অ্যান্ডারসনের সঙ্গে। কোহলির এমন মনোভাবে নিজের পূর্ব অভিজ্ঞতা কম্পটন লেখেন, ‘কোহলির মুখের ভাষা সব থেকে খারাপ মনে হয়। ২০১২ সালে আমার প্রতি যে তীক্ষ্ণ বাক্য ছোড়া হয়েছে, তা ভুলব না। এ ঘটনা এটাই প্রমাণ করে—রুট, টেন্ডুলকার, উইলিয়ামসনরা কতটা মাটির মানুষ।’

মাঠে আগ্রাসী মনোভাবের জন্য বিরাট কোহলির শুভাকাঙ্ক্ষীর অভাব নেই। তবে সেটা মাঝে মাঝে মাত্রা ছাড়িয়ে যায় কি না, তা নিয়েও প্রশ্ন ওঠে। লর্ডস টেস্টের পর আবার আলোচনায় কোহলির আগ্রাসী মনোভাব। লর্ডস টেস্টে ভারত অধিনায়কের আগ্রাসী মনোভাব নিয়ে মুখ খুলেছেন নিক কম্পটন। সাবেক এই ইংলিশ ক্রিকেটারের মতে, মাঠে কোহলির মুখের ভাষা সবচেয়ে খারাপ।
২০১২ সালে ভারতের বিপক্ষে অভিষেক হয়েছিল কম্পটনের। তবে ক্যারিয়ার খুব বেশি লম্বা হয়নি। ২০১৬ সালে শেষ টেস্ট খেলেছিলেন। চার বছরের ক্যারিয়ারে মোট ১৬টি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন এই ইংলিশ ব্যাটসম্যান। নিজের অতীত অভিজ্ঞতা থেকে লর্ডস টেস্টে কোহলির আচরণে হতাশা ঝরেছে কম্পটনের কণ্ঠে।
লর্ডস টেস্টে ইংলিশ ক্রিকেটারদের সঙ্গে বার কয়েক তর্কে জড়াতে দেখা যায় কোহলিকে। এর মধ্যে জশ বাটলার আর জিমি অ্যান্ডারসনের সঙ্গে কোহলির তর্কে জড়ানো নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে। পঞ্চম দিনে ইংলিশদের ব্যাটিং বিপর্যয়ের মুখে উইকেটে আসেন বাটলার। জসপ্রীত বুমরা-শামিদের সামনে উইকেটে থিতু হতে পারছিলেন না এই ইংলিশ উইকেটকিপার–ব্যাটসম্যান। পেছন থেকে বাটলারের উদ্দেশে কোহলিকে বলতে শোনা যায়, ‘চিন্তা কোরো না, এটা সাদা বলের ক্রিকেট না।’
এরপর বাটলারের ক্যাচ মিস করে বসেন কোহলি। এবার কোহলি তর্কে জড়িয়ে পড়েন অ্যান্ডারসনের সঙ্গে। কোহলির এমন মনোভাবে নিজের পূর্ব অভিজ্ঞতা কম্পটন লেখেন, ‘কোহলির মুখের ভাষা সব থেকে খারাপ মনে হয়। ২০১২ সালে আমার প্রতি যে তীক্ষ্ণ বাক্য ছোড়া হয়েছে, তা ভুলব না। এ ঘটনা এটাই প্রমাণ করে—রুট, টেন্ডুলকার, উইলিয়ামসনরা কতটা মাটির মানুষ।’

দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল এক মাস। আইসিসির এই ইভেন্ট সামনে রেখে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। কেউ চূড়ান্ত দল, কেউবা আবার প্রাথমিক দল ঘোষণা করেছে। একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
২৪ মিনিট আগে
নতুন বছরে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত-শ্রীলঙ্কায় হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির ইভেন্ট শেষে বাংলাদেশ সফর করবে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর জুলাই থেকে আগস্ট জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও আয়ারল্য
১ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দিনই মাঠে নামছে রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেনস। বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে হোবার্টের বেলেরিভ ওভালে শুরু হবে হোবার্ট হারিকেনস-পার্থ স্কর্চার্স ম্যাচ। এখন মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে চলছে বিগ ব্যাশের মেলবোর্ন রেনেগেডস-সিডনি সিক্সার্স ম্যাচ।
২ ঘণ্টা আগেনতুন বছরে সবার চোখ থাকবে ফিফা বিশ্বকাপে। তবে এই বৈশ্বিক ফুটবলযজ্ঞের বছরে রয়েছে ছেলেদের ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ । ফুটবলে আছে মেয়েদের এশিয়ান কাপ এবং অনূর্ধ্ব -২০ মেয়েদের এশিয়ান কাপও । ফিফা বিশ্বকাপে বাংলাদেশ দর্শক হলেও এসব বৈশ্বিক টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে