Ajker Patrika

রানখরায়ও কোহলির আয় ২৯৪ কোটি টাকা 

আপডেট : ১৩ মে ২০২২, ১৭: ০৮
রানখরায়ও কোহলির আয় ২৯৪ কোটি টাকা 

কবে শতক পাবেন বিরাট কোহলি?—ভারতীয় ক্রিকেটে এই প্রসঙ্গটাই এখন বেশি চর্চিত বিষয়গুলোর একটি। ভারতের সাবেক অধিনায়ক রানের খরায় ভুগছেন গত এক বছর ধরেই। ব্যাটে রান না থাকলেও অবশ্য বিজ্ঞাপনের আয়ে কোহলিই সেরা। অন্তত তাঁর বাৎসরিক আয়ের হিসাব সেটাই বলে। 

 ২০২২ সালে ২৪ দেশের ১০ খেলার সর্বোচ্চ আয় করা ১০০ খেলোয়াড়ের তালিকা করেছে ক্রীড়া বাণিজ্যবিষয়ক প্রতিষ্ঠান স্পোর্টিকো। সেই তালিকায় একমাত্র ক্রিকেটার হিসেবে স্থান হয়েছে শুধু কোহলির। ২০২২ সালের সর্বোচ্চ আয়ের তালিকায় ভারতীয় ব্যাটসম্যানের অবস্থান ৬১তম। 

স্পোর্টিকোর প্রকাশিত তালিকায় শীর্ষে লেব্রন জেমস। স্পোর্টিকো বলছে, এ বছরের মার্চ পর্যন্ত ১২৬.৯ মিলিয়ন ডলার আয় করেছেন মার্কিন বাস্কেটবল কিংবদন্তি। ১২২ মিলিয়ন ডলারে দুইয়ে পিএসজির আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। তিনে ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ডের আয় ১১৫ মিলিয়ন ডলার। 

যদিও ফোর্বসের তালিকায় হিসাব আবার ভিন্ন। প্রভাবশালী ম্যাগাজিনটির হিসাবমতে, গত বছর ১৩০ মিলিয়ন ডলার আয়ে শীর্ষে মেসি। লেব্রন জেমসের আয় ১২১.২ মিলিয়ন ডলার। রোনালদোর আয় যথারীতি ১১৫ মিলিয়ন ডলার। 

ফোর্বসের তালিকায় ঠাঁই না পেলেও স্পোর্টিকোতে আছে কোহলির নাম। এ বছরের মার্চ পর্যন্ত ৩৩.৯ মিলিয়ন ডলার আয় করেছেন কোহলি, এমনটাই বলছে স্পোর্টিকো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৯৪ কোটি টাকা। 

কোহলির আয়ের ৯০ শতাংশের বেশিই এসেছে এন্ডোর্সমেন্ট বাবদ। সব মিলিয়ে ৩০টি পণ্যের দূতিয়ালি করেন ভারতীয় ব্যাটসম্যান। বিজ্ঞাপন থেকেই কোহলির আয় ২৬১ কোটি টাকা। ব্যাটে রান থাকলেও মাঠের বাইরের স্বচ্ছ ভাবমূর্তির কারণেই বিজ্ঞাপনের মাঠে সমানে শতক হাঁকিয়ে চলেছেন কোহলি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত