ক্রীড়া ডেস্ক

আগামী এক বছর নিজেদের মাঠে টেস্ট নেই ভারতের। আইসিসির ভবিষ্যৎ সূচি পরিকল্পনা অনুযায়ী ২০২৫ সালের অক্টোবর-নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুটি টেস্ট খেলার কথা রয়েছে তাদের। অনেকের মতে, ৩৭ বছর বয়সী রোহিত শর্মা ও ৩৬ বছর বয়সী বিরাট কোহলি শেষ টেস্ট খেলে ফেলেছেন দেশের মাঠে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের কেউ কেউ মনে করছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে মুম্বাই টেস্টই ছিল দেশের মাঠে তাদের শেষ টেস্ট। নিজেদের মাঠে কিউইদের কাছে ধবলধোলাই হওয়ার পর রোহিত-কোহলির শেষের শুরু দেখছেন অনেকে। শেষ ৫ টেস্টের ১০ ইনিংসে দুই অভিজ্ঞ ব্যাটার করেছেন মাত্র একটি করে ফিফটি।
ধবলধোলাইয়ের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষ থেকে দুই নম্বরে নেমে যায় ভারত। ফাইনাল খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। সামনে অস্ট্রেলিয়া সফরে ৫ টেস্টের সিরিজে দারুণ কিছু করতে পারলে ফাইনালে খেলার সুযোগ থাকবে তাদের। রোহিত, কোহলি, রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের ভাগ্য পরীক্ষাও যেন এই টেস্ট সিরিজ।
বিসিসিআইয়ের একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে বলেছে, ‘(নিউজিল্যান্ড) এটি একটি বিশাল বিপর্যয় হয়েছে। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজ কয়েক দিন পরই এবং স্কোয়াডও ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। তাই অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডে আর কোনো কিছু করার থাকবে না।’ অর্থাৎ কোহলি-রোহিতদের নিয়েই খেলতে হবে এই সিরিজ।
অস্ট্রেলিয়া সিরিজে ব্যর্থ হলে চার সিনিয়র ক্রিকেটারকে ইংল্যান্ডের বিপক্ষে পরের টেস্ট সিরিজে দেখা যাবে না বলেছে সূত্রটি, ‘কিন্তু যদি ভারত ইংল্যান্ডে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য যোগ্যতা অর্জন না করে, তাহলে নিশ্চিত হওয়া যায় চারজন সুপার সিনিয়র আসন্ন পাঁচ টেস্টের সিরিজের জন্য যুক্তরাজ্যের সেই ফ্লাইটে থাকবে না। যা হোক না কেন, চারজনই সম্ভবত খেলেছে, একসঙ্গে ঘরের মাঠে তাদের শেষ টেস্ট।’

আগামী এক বছর নিজেদের মাঠে টেস্ট নেই ভারতের। আইসিসির ভবিষ্যৎ সূচি পরিকল্পনা অনুযায়ী ২০২৫ সালের অক্টোবর-নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুটি টেস্ট খেলার কথা রয়েছে তাদের। অনেকের মতে, ৩৭ বছর বয়সী রোহিত শর্মা ও ৩৬ বছর বয়সী বিরাট কোহলি শেষ টেস্ট খেলে ফেলেছেন দেশের মাঠে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের কেউ কেউ মনে করছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে মুম্বাই টেস্টই ছিল দেশের মাঠে তাদের শেষ টেস্ট। নিজেদের মাঠে কিউইদের কাছে ধবলধোলাই হওয়ার পর রোহিত-কোহলির শেষের শুরু দেখছেন অনেকে। শেষ ৫ টেস্টের ১০ ইনিংসে দুই অভিজ্ঞ ব্যাটার করেছেন মাত্র একটি করে ফিফটি।
ধবলধোলাইয়ের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষ থেকে দুই নম্বরে নেমে যায় ভারত। ফাইনাল খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। সামনে অস্ট্রেলিয়া সফরে ৫ টেস্টের সিরিজে দারুণ কিছু করতে পারলে ফাইনালে খেলার সুযোগ থাকবে তাদের। রোহিত, কোহলি, রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের ভাগ্য পরীক্ষাও যেন এই টেস্ট সিরিজ।
বিসিসিআইয়ের একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে বলেছে, ‘(নিউজিল্যান্ড) এটি একটি বিশাল বিপর্যয় হয়েছে। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজ কয়েক দিন পরই এবং স্কোয়াডও ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। তাই অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডে আর কোনো কিছু করার থাকবে না।’ অর্থাৎ কোহলি-রোহিতদের নিয়েই খেলতে হবে এই সিরিজ।
অস্ট্রেলিয়া সিরিজে ব্যর্থ হলে চার সিনিয়র ক্রিকেটারকে ইংল্যান্ডের বিপক্ষে পরের টেস্ট সিরিজে দেখা যাবে না বলেছে সূত্রটি, ‘কিন্তু যদি ভারত ইংল্যান্ডে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য যোগ্যতা অর্জন না করে, তাহলে নিশ্চিত হওয়া যায় চারজন সুপার সিনিয়র আসন্ন পাঁচ টেস্টের সিরিজের জন্য যুক্তরাজ্যের সেই ফ্লাইটে থাকবে না। যা হোক না কেন, চারজনই সম্ভবত খেলেছে, একসঙ্গে ঘরের মাঠে তাদের শেষ টেস্ট।’

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১১ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১২ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১২ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৪ ঘণ্টা আগে