ক্রীড়া ডেস্ক

আগামী এক বছর নিজেদের মাঠে টেস্ট নেই ভারতের। আইসিসির ভবিষ্যৎ সূচি পরিকল্পনা অনুযায়ী ২০২৫ সালের অক্টোবর-নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুটি টেস্ট খেলার কথা রয়েছে তাদের। অনেকের মতে, ৩৭ বছর বয়সী রোহিত শর্মা ও ৩৬ বছর বয়সী বিরাট কোহলি শেষ টেস্ট খেলে ফেলেছেন দেশের মাঠে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের কেউ কেউ মনে করছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে মুম্বাই টেস্টই ছিল দেশের মাঠে তাদের শেষ টেস্ট। নিজেদের মাঠে কিউইদের কাছে ধবলধোলাই হওয়ার পর রোহিত-কোহলির শেষের শুরু দেখছেন অনেকে। শেষ ৫ টেস্টের ১০ ইনিংসে দুই অভিজ্ঞ ব্যাটার করেছেন মাত্র একটি করে ফিফটি।
ধবলধোলাইয়ের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষ থেকে দুই নম্বরে নেমে যায় ভারত। ফাইনাল খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। সামনে অস্ট্রেলিয়া সফরে ৫ টেস্টের সিরিজে দারুণ কিছু করতে পারলে ফাইনালে খেলার সুযোগ থাকবে তাদের। রোহিত, কোহলি, রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের ভাগ্য পরীক্ষাও যেন এই টেস্ট সিরিজ।
বিসিসিআইয়ের একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে বলেছে, ‘(নিউজিল্যান্ড) এটি একটি বিশাল বিপর্যয় হয়েছে। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজ কয়েক দিন পরই এবং স্কোয়াডও ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। তাই অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডে আর কোনো কিছু করার থাকবে না।’ অর্থাৎ কোহলি-রোহিতদের নিয়েই খেলতে হবে এই সিরিজ।
অস্ট্রেলিয়া সিরিজে ব্যর্থ হলে চার সিনিয়র ক্রিকেটারকে ইংল্যান্ডের বিপক্ষে পরের টেস্ট সিরিজে দেখা যাবে না বলেছে সূত্রটি, ‘কিন্তু যদি ভারত ইংল্যান্ডে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য যোগ্যতা অর্জন না করে, তাহলে নিশ্চিত হওয়া যায় চারজন সুপার সিনিয়র আসন্ন পাঁচ টেস্টের সিরিজের জন্য যুক্তরাজ্যের সেই ফ্লাইটে থাকবে না। যা হোক না কেন, চারজনই সম্ভবত খেলেছে, একসঙ্গে ঘরের মাঠে তাদের শেষ টেস্ট।’

আগামী এক বছর নিজেদের মাঠে টেস্ট নেই ভারতের। আইসিসির ভবিষ্যৎ সূচি পরিকল্পনা অনুযায়ী ২০২৫ সালের অক্টোবর-নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুটি টেস্ট খেলার কথা রয়েছে তাদের। অনেকের মতে, ৩৭ বছর বয়সী রোহিত শর্মা ও ৩৬ বছর বয়সী বিরাট কোহলি শেষ টেস্ট খেলে ফেলেছেন দেশের মাঠে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের কেউ কেউ মনে করছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে মুম্বাই টেস্টই ছিল দেশের মাঠে তাদের শেষ টেস্ট। নিজেদের মাঠে কিউইদের কাছে ধবলধোলাই হওয়ার পর রোহিত-কোহলির শেষের শুরু দেখছেন অনেকে। শেষ ৫ টেস্টের ১০ ইনিংসে দুই অভিজ্ঞ ব্যাটার করেছেন মাত্র একটি করে ফিফটি।
ধবলধোলাইয়ের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষ থেকে দুই নম্বরে নেমে যায় ভারত। ফাইনাল খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। সামনে অস্ট্রেলিয়া সফরে ৫ টেস্টের সিরিজে দারুণ কিছু করতে পারলে ফাইনালে খেলার সুযোগ থাকবে তাদের। রোহিত, কোহলি, রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের ভাগ্য পরীক্ষাও যেন এই টেস্ট সিরিজ।
বিসিসিআইয়ের একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে বলেছে, ‘(নিউজিল্যান্ড) এটি একটি বিশাল বিপর্যয় হয়েছে। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজ কয়েক দিন পরই এবং স্কোয়াডও ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। তাই অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডে আর কোনো কিছু করার থাকবে না।’ অর্থাৎ কোহলি-রোহিতদের নিয়েই খেলতে হবে এই সিরিজ।
অস্ট্রেলিয়া সিরিজে ব্যর্থ হলে চার সিনিয়র ক্রিকেটারকে ইংল্যান্ডের বিপক্ষে পরের টেস্ট সিরিজে দেখা যাবে না বলেছে সূত্রটি, ‘কিন্তু যদি ভারত ইংল্যান্ডে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য যোগ্যতা অর্জন না করে, তাহলে নিশ্চিত হওয়া যায় চারজন সুপার সিনিয়র আসন্ন পাঁচ টেস্টের সিরিজের জন্য যুক্তরাজ্যের সেই ফ্লাইটে থাকবে না। যা হোক না কেন, চারজনই সম্ভবত খেলেছে, একসঙ্গে ঘরের মাঠে তাদের শেষ টেস্ট।’

দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল এক মাস। আইসিসির এই ইভেন্ট সামনে রেখে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। কেউ চূড়ান্ত দল, কেউবা আবার প্রাথমিক দল ঘোষণা করেছে। একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
২২ মিনিট আগে
নতুন বছরে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত-শ্রীলঙ্কায় হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির ইভেন্ট শেষে বাংলাদেশ সফর করবে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর জুলাই থেকে আগস্ট জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও আয়ারল্য
৪৪ মিনিট আগে
নতুন বছরের প্রথম দিনই মাঠে নামছে রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেনস। বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে হোবার্টের বেলেরিভ ওভালে শুরু হবে হোবার্ট হারিকেনস-পার্থ স্কর্চার্স ম্যাচ। এখন মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে চলছে বিগ ব্যাশের মেলবোর্ন রেনেগেডস-সিডনি সিক্সার্স ম্যাচ।
২ ঘণ্টা আগেনতুন বছরে সবার চোখ থাকবে ফিফা বিশ্বকাপে। তবে এই বৈশ্বিক ফুটবলযজ্ঞের বছরে রয়েছে ছেলেদের ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ । ফুটবলে আছে মেয়েদের এশিয়ান কাপ এবং অনূর্ধ্ব -২০ মেয়েদের এশিয়ান কাপও । ফিফা বিশ্বকাপে বাংলাদেশ দর্শক হলেও এসব বৈশ্বিক টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে