আগামী এক বছর নিজেদের মাঠে টেস্ট নেই ভারতের। আইসিসির ভবিষ্যৎ সূচি পরিকল্পনা অনুযায়ী ২০২৫ সালের অক্টোবর-নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুটি টেস্ট খেলার কথা রয়েছে তাদের। অনেকের মতে, ৩৭ বছর বয়সী রোহিত শর্মা ও ৩৬ বছর বয়সী বিরাট কোহলি শেষ টেস্ট খেলে ফেলেছেন দেশের মাঠে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের কেউ কেউ মনে করছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে মুম্বাই টেস্টই ছিল দেশের মাঠে তাদের শেষ টেস্ট। নিজেদের মাঠে কিউইদের কাছে ধবলধোলাই হওয়ার পর রোহিত-কোহলির শেষের শুরু দেখছেন অনেকে। শেষ ৫ টেস্টের ১০ ইনিংসে দুই অভিজ্ঞ ব্যাটার করেছেন মাত্র একটি করে ফিফটি।
ধবলধোলাইয়ের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষ থেকে দুই নম্বরে নেমে যায় ভারত। ফাইনাল খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। সামনে অস্ট্রেলিয়া সফরে ৫ টেস্টের সিরিজে দারুণ কিছু করতে পারলে ফাইনালে খেলার সুযোগ থাকবে তাদের। রোহিত, কোহলি, রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের ভাগ্য পরীক্ষাও যেন এই টেস্ট সিরিজ।
বিসিসিআইয়ের একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে বলেছে, ‘(নিউজিল্যান্ড) এটি একটি বিশাল বিপর্যয় হয়েছে। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজ কয়েক দিন পরই এবং স্কোয়াডও ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। তাই অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডে আর কোনো কিছু করার থাকবে না।’ অর্থাৎ কোহলি-রোহিতদের নিয়েই খেলতে হবে এই সিরিজ।
অস্ট্রেলিয়া সিরিজে ব্যর্থ হলে চার সিনিয়র ক্রিকেটারকে ইংল্যান্ডের বিপক্ষে পরের টেস্ট সিরিজে দেখা যাবে না বলেছে সূত্রটি, ‘কিন্তু যদি ভারত ইংল্যান্ডে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য যোগ্যতা অর্জন না করে, তাহলে নিশ্চিত হওয়া যায় চারজন সুপার সিনিয়র আসন্ন পাঁচ টেস্টের সিরিজের জন্য যুক্তরাজ্যের সেই ফ্লাইটে থাকবে না। যা হোক না কেন, চারজনই সম্ভবত খেলেছে, একসঙ্গে ঘরের মাঠে তাদের শেষ টেস্ট।’

বড় হারে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ। পাকিস্তানের কাছে আজ ৫-১ গোলে হেরেছে সাঈদ খোদারাহমির দল।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
২ ঘণ্টা আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
৩ ঘণ্টা আগে