
আইপিএলের ফাইনাল শেষ করে আজ ভোরে মাসকাটে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। গত রাতে দুবাইয়ে ফাইনালে চেন্নাই সুপার কিংসের কাছে হেরেছে সাকিবের কলকাতা নাইট রাইডার্স। ফাইনাল শেষ করেই সড়কপথে দুবাই থেকে মাসকাটে পৌঁছান সাকিব।
বাণিজ্যিক ফ্লাইটে এলে জৈব সুরক্ষাবলয় রক্ষা করা কঠিন বলেই সাকিবের জন্য এই ব্যবস্থা। সে ক্ষেত্রে তাঁর কোয়ারেন্টিনও লাগছে না। মাসকাটেই আগামীকাল টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। সাকিবকে ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। ওমান ‘এ’ দল আর বিশ্বকাপের দুটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ সাকিবকে ছাড়াই খেলেছে বাংলাদেশ। আইপিএলের কারণে দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি।
আইপিএলের আরব আমিরাত পর্বের প্রথম দিকে একাদশে সুযোগ না পেলেও শেষ দিকে নিয়মিত খেলেছেন সাকিব। কলকাতার ফাইনালে ওঠায়ও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে ফাইনালে জ্বলে উঠতে পারেননি এই বাংলাদেশ অলরাউন্ডার। ব্যাটে-বলে ভুলে যাওয়ার মতো একটা ফাইনাল কাটিয়েছেন সাকিব।
আইপিএলে বাংলাদেশের আরেক প্রতিনিধি মোস্তাফিজুর রহমান অবশ্য আগেই দলের সঙ্গে যোগ দিয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচটা খেলেছেন এই বাঁহাতি পেসার। গত রাতে আবুধাবি থেকে মাসকাটে এসেছে বাংলাদেশ দলও। আগামীকাল ম্যাচের আগে আজ অনুশীলনের কথা রয়েছে। এই অনুশীলনে থাকতে পারেন সাকিবও।
আরব আমিরাত পর্বের আইপিএলে দারুণ খেলা সাকিব যোগ দেওয়ায় নতুন করে উজ্জীবিত হবে বাংলাদেশ দল। কিছুটা সুখবর আছে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়েও। চোট-সতর্কতায় তিনি খেলতে পারেননি তিনটি প্রস্তুতি ম্যাচ। দলীয় সূত্র জানিয়েছে, ধীরে ধীরে সেরে উঠছেন অধিনায়ক। আজ অনুশীলনের পর তাঁর অবস্থা আরও ভালো বোঝা যাবে।

আইপিএলের ফাইনাল শেষ করে আজ ভোরে মাসকাটে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। গত রাতে দুবাইয়ে ফাইনালে চেন্নাই সুপার কিংসের কাছে হেরেছে সাকিবের কলকাতা নাইট রাইডার্স। ফাইনাল শেষ করেই সড়কপথে দুবাই থেকে মাসকাটে পৌঁছান সাকিব।
বাণিজ্যিক ফ্লাইটে এলে জৈব সুরক্ষাবলয় রক্ষা করা কঠিন বলেই সাকিবের জন্য এই ব্যবস্থা। সে ক্ষেত্রে তাঁর কোয়ারেন্টিনও লাগছে না। মাসকাটেই আগামীকাল টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। সাকিবকে ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। ওমান ‘এ’ দল আর বিশ্বকাপের দুটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ সাকিবকে ছাড়াই খেলেছে বাংলাদেশ। আইপিএলের কারণে দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি।
আইপিএলের আরব আমিরাত পর্বের প্রথম দিকে একাদশে সুযোগ না পেলেও শেষ দিকে নিয়মিত খেলেছেন সাকিব। কলকাতার ফাইনালে ওঠায়ও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে ফাইনালে জ্বলে উঠতে পারেননি এই বাংলাদেশ অলরাউন্ডার। ব্যাটে-বলে ভুলে যাওয়ার মতো একটা ফাইনাল কাটিয়েছেন সাকিব।
আইপিএলে বাংলাদেশের আরেক প্রতিনিধি মোস্তাফিজুর রহমান অবশ্য আগেই দলের সঙ্গে যোগ দিয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচটা খেলেছেন এই বাঁহাতি পেসার। গত রাতে আবুধাবি থেকে মাসকাটে এসেছে বাংলাদেশ দলও। আগামীকাল ম্যাচের আগে আজ অনুশীলনের কথা রয়েছে। এই অনুশীলনে থাকতে পারেন সাকিবও।
আরব আমিরাত পর্বের আইপিএলে দারুণ খেলা সাকিব যোগ দেওয়ায় নতুন করে উজ্জীবিত হবে বাংলাদেশ দল। কিছুটা সুখবর আছে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়েও। চোট-সতর্কতায় তিনি খেলতে পারেননি তিনটি প্রস্তুতি ম্যাচ। দলীয় সূত্র জানিয়েছে, ধীরে ধীরে সেরে উঠছেন অধিনায়ক। আজ অনুশীলনের পর তাঁর অবস্থা আরও ভালো বোঝা যাবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ দল। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিকে বিষয়টি পরিষ্কার জানিয়ে দিয়েছে বিসিবি। তবে বিশ্বকাপ তো আর ক্রিকেটারদের নিয়ে সীমাবদ্ধ নয়। ম্যাচ পরিচালনায় থাকেন বিভিন্ন দেশের আম্পায়াররা
১১ ঘণ্টা আগে
টানা জয়ের ধারায় ছিল চট্টগ্রাম রয়্যালস ও রংপুর রাইডার্স। গতকাল দুই দলের এই লড়াইয়ে চট্টগ্রামকে হারিয়ে হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে নুরুল হাসান সোহানের দল। চট্টগ্রামের দেওয়া ১৭০ রানের লক্ষ্য ৭ বল ও ৫ উইকেট হাতে রেখেই জিতে গেছে রংপুর।
১১ ঘণ্টা আগে
নিরাপত্তার অজুহাত দেখিয়ে মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া দেখা বাংলাদেশের সর্বোচ্চ পর্যায় থেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এরই মধ্যে ভারতে বিশ্বকাপের ম্যাচ না খেলার সিদ্ধান্ত জানিয়ে আইসিসিতে চিঠি দিয়েছে। আজ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, মোস্তাফিজের
১৪ ঘণ্টা আগে
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে নেওয়ার পর হঠাৎ কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেওয়ায় তোপের মুখে পড়েছে ভারত। ভক্ত-সমর্থকেরা তো বটেই, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওপর ক্ষুব্ধ অনেক ক্রিকেটারও। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে আইপিএল সম্প্রচার না করার নির্দেশ দেওয়া হয়েছে
১৫ ঘণ্টা আগে