
আইপিএলের ফাইনাল শেষ করে আজ ভোরে মাসকাটে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। গত রাতে দুবাইয়ে ফাইনালে চেন্নাই সুপার কিংসের কাছে হেরেছে সাকিবের কলকাতা নাইট রাইডার্স। ফাইনাল শেষ করেই সড়কপথে দুবাই থেকে মাসকাটে পৌঁছান সাকিব।
বাণিজ্যিক ফ্লাইটে এলে জৈব সুরক্ষাবলয় রক্ষা করা কঠিন বলেই সাকিবের জন্য এই ব্যবস্থা। সে ক্ষেত্রে তাঁর কোয়ারেন্টিনও লাগছে না। মাসকাটেই আগামীকাল টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। সাকিবকে ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। ওমান ‘এ’ দল আর বিশ্বকাপের দুটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ সাকিবকে ছাড়াই খেলেছে বাংলাদেশ। আইপিএলের কারণে দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি।
আইপিএলের আরব আমিরাত পর্বের প্রথম দিকে একাদশে সুযোগ না পেলেও শেষ দিকে নিয়মিত খেলেছেন সাকিব। কলকাতার ফাইনালে ওঠায়ও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে ফাইনালে জ্বলে উঠতে পারেননি এই বাংলাদেশ অলরাউন্ডার। ব্যাটে-বলে ভুলে যাওয়ার মতো একটা ফাইনাল কাটিয়েছেন সাকিব।
আইপিএলে বাংলাদেশের আরেক প্রতিনিধি মোস্তাফিজুর রহমান অবশ্য আগেই দলের সঙ্গে যোগ দিয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচটা খেলেছেন এই বাঁহাতি পেসার। গত রাতে আবুধাবি থেকে মাসকাটে এসেছে বাংলাদেশ দলও। আগামীকাল ম্যাচের আগে আজ অনুশীলনের কথা রয়েছে। এই অনুশীলনে থাকতে পারেন সাকিবও।
আরব আমিরাত পর্বের আইপিএলে দারুণ খেলা সাকিব যোগ দেওয়ায় নতুন করে উজ্জীবিত হবে বাংলাদেশ দল। কিছুটা সুখবর আছে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়েও। চোট-সতর্কতায় তিনি খেলতে পারেননি তিনটি প্রস্তুতি ম্যাচ। দলীয় সূত্র জানিয়েছে, ধীরে ধীরে সেরে উঠছেন অধিনায়ক। আজ অনুশীলনের পর তাঁর অবস্থা আরও ভালো বোঝা যাবে।

আইপিএলের ফাইনাল শেষ করে আজ ভোরে মাসকাটে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। গত রাতে দুবাইয়ে ফাইনালে চেন্নাই সুপার কিংসের কাছে হেরেছে সাকিবের কলকাতা নাইট রাইডার্স। ফাইনাল শেষ করেই সড়কপথে দুবাই থেকে মাসকাটে পৌঁছান সাকিব।
বাণিজ্যিক ফ্লাইটে এলে জৈব সুরক্ষাবলয় রক্ষা করা কঠিন বলেই সাকিবের জন্য এই ব্যবস্থা। সে ক্ষেত্রে তাঁর কোয়ারেন্টিনও লাগছে না। মাসকাটেই আগামীকাল টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। সাকিবকে ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। ওমান ‘এ’ দল আর বিশ্বকাপের দুটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ সাকিবকে ছাড়াই খেলেছে বাংলাদেশ। আইপিএলের কারণে দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি।
আইপিএলের আরব আমিরাত পর্বের প্রথম দিকে একাদশে সুযোগ না পেলেও শেষ দিকে নিয়মিত খেলেছেন সাকিব। কলকাতার ফাইনালে ওঠায়ও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে ফাইনালে জ্বলে উঠতে পারেননি এই বাংলাদেশ অলরাউন্ডার। ব্যাটে-বলে ভুলে যাওয়ার মতো একটা ফাইনাল কাটিয়েছেন সাকিব।
আইপিএলে বাংলাদেশের আরেক প্রতিনিধি মোস্তাফিজুর রহমান অবশ্য আগেই দলের সঙ্গে যোগ দিয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচটা খেলেছেন এই বাঁহাতি পেসার। গত রাতে আবুধাবি থেকে মাসকাটে এসেছে বাংলাদেশ দলও। আগামীকাল ম্যাচের আগে আজ অনুশীলনের কথা রয়েছে। এই অনুশীলনে থাকতে পারেন সাকিবও।
আরব আমিরাত পর্বের আইপিএলে দারুণ খেলা সাকিব যোগ দেওয়ায় নতুন করে উজ্জীবিত হবে বাংলাদেশ দল। কিছুটা সুখবর আছে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়েও। চোট-সতর্কতায় তিনি খেলতে পারেননি তিনটি প্রস্তুতি ম্যাচ। দলীয় সূত্র জানিয়েছে, ধীরে ধীরে সেরে উঠছেন অধিনায়ক। আজ অনুশীলনের পর তাঁর অবস্থা আরও ভালো বোঝা যাবে।

পরিস্থিতি স্বাভাবিক করতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নাকি মোস্তাফিজুর রহমানকে আইপিএলে ফেরানোর প্রস্তাব দিয়েছিল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে। আর বিসিবি সভাপতি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে যে খবর বাংলাদেশ ও ভারতীয় সংবাদমাধ্যমে ছড়িয়েছে, সেটির সত্যতা নেই বলে দাবি বুলবুলের।
৬ ঘণ্টা আগে
ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের প্রেক্ষাপটে আজ আবারও আইসিসির কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির প্রধান নির্বাহী বরাবর চিঠিতে ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলার ব্যাপারে নিজেদের উদ্বেগের জায়গাগুলো বিস্তারিত লিখে পাঠিয়েছে বিসিবি।
৭ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে জয়ের পর গতকাল চট্টগ্রাম রয়্যালসের কাছে হেরে যায় সিলেট টাইটান্স। জয়ের ধারায় ফিরতেও বেশি সময় নিল না মেহেদি হাসান মিরাজের দল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ২০ রানে হারিয়েছে সিলেট।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সুবাদে দেশের ক্রিকেটে পরিচিত মুখ আলিস আল ইসলাম। টি-টোয়েন্টিতে আগেও একাধিকবার নিজেকে প্রমাণ করেছেন এই রহস্য স্পিনার। তাঁর জাতীয় দলের খেলার যোগ্যতা আছে বলে মনে করেন রংপুর রাইডার্সের প্রধান কোচ মিকি আর্থার। এজন্য ফিটনেস এ ফিল্ডিংয়ে উন্নতির তাগিদ দিলেন তিনি।
৯ ঘণ্টা আগে