নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টসের আগেই জাকের আলী অনিকের মাথায় টুপি পরিয়ে দেন মুশফিকুর রহিম। কারণ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ম্যাচ দিয়েই ক্রিকেটের রাজকীয় সংস্করণে অভিষেক হয়েছে জাকেরের। তাঁর অভিষেক টেস্টে ব্যাটিংয়ে বাংলাদেশ।
সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাটিং নেওয়ার প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘উইকেট দেখে শুকনো মনে হচ্ছে। এখানে চতুর্থ ইনিংসে ব্যাটিং করা সুবিধার হবে না।’ জাকেরের অভিষেকের ম্যাচে তিন স্পিনার ও এক পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সঙ্গে থাকছেন নাঈম হাসান ও তাইজুল ইসলাম। আন্তর্জাতিক ক্রিকেটে নাঈম ফিরেছেন ১০ মাস পর। এই মিরপুরেই গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে সবশেষ বাংলাদেশের জার্সিতে দেখা গিয়েছিল নাঈমকে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাদশে একমাত্র স্বীকৃত পেসার হাসান মাহমুদ। ক্রিকেটের রাজকীয় সংস্করণে সম্প্রতি তিনি দারুণ ছন্দেই আছেন। বাদ পড়েছেন জাকির হাসান। একাদশে এসেছেন মাহমুদুল হাসান জয়। সাদমান ইসলামের সঙ্গে জয়কে দেখা যেতে পারে ওপেনিংয়ে। ব্যাটিং লাইনআপে মুমিনুল হক, মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে আছেন লিটন দাস। উইকেটরক্ষকের গ্লাভস পড়বেন লিটন।
কেশব মহারাজ, ডেন পিট দুই স্বীকৃত স্পিনার একাদশে রেখেছে দক্ষিণ আফ্রিকা। কাগিসো রাবাদার সঙ্গে পেস আক্রমণে থাকছেন পেস বোলিং অলরাউন্ডার উইয়ান মুল্ডার। ম্যাথু ব্রিটজকের টেস্ট অভিষেক হয়েছে এই ম্যাচে। উইকেটরক্ষকের গ্লাভস থাকবে কাইল ভেরেইনের হাতে।
বাংলাদেশের একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, জাকের আলী অনিক
দক্ষিণ আফ্রিকার একাদশ
এইডেন মার্করাম (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, ম্যাথু ব্রিটজকে, টনি দে জর্জি, কেশব মহারাজ, উইয়ান মুল্ডার, ডেন পিট, কাগিসো রাবাদা, ত্রিস্তান স্টাবস, রায়ান রিকেলটন, কাইল ভেরেইন (উইকেটরক্ষক)

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টসের আগেই জাকের আলী অনিকের মাথায় টুপি পরিয়ে দেন মুশফিকুর রহিম। কারণ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ম্যাচ দিয়েই ক্রিকেটের রাজকীয় সংস্করণে অভিষেক হয়েছে জাকেরের। তাঁর অভিষেক টেস্টে ব্যাটিংয়ে বাংলাদেশ।
সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাটিং নেওয়ার প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘উইকেট দেখে শুকনো মনে হচ্ছে। এখানে চতুর্থ ইনিংসে ব্যাটিং করা সুবিধার হবে না।’ জাকেরের অভিষেকের ম্যাচে তিন স্পিনার ও এক পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সঙ্গে থাকছেন নাঈম হাসান ও তাইজুল ইসলাম। আন্তর্জাতিক ক্রিকেটে নাঈম ফিরেছেন ১০ মাস পর। এই মিরপুরেই গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে সবশেষ বাংলাদেশের জার্সিতে দেখা গিয়েছিল নাঈমকে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাদশে একমাত্র স্বীকৃত পেসার হাসান মাহমুদ। ক্রিকেটের রাজকীয় সংস্করণে সম্প্রতি তিনি দারুণ ছন্দেই আছেন। বাদ পড়েছেন জাকির হাসান। একাদশে এসেছেন মাহমুদুল হাসান জয়। সাদমান ইসলামের সঙ্গে জয়কে দেখা যেতে পারে ওপেনিংয়ে। ব্যাটিং লাইনআপে মুমিনুল হক, মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে আছেন লিটন দাস। উইকেটরক্ষকের গ্লাভস পড়বেন লিটন।
কেশব মহারাজ, ডেন পিট দুই স্বীকৃত স্পিনার একাদশে রেখেছে দক্ষিণ আফ্রিকা। কাগিসো রাবাদার সঙ্গে পেস আক্রমণে থাকছেন পেস বোলিং অলরাউন্ডার উইয়ান মুল্ডার। ম্যাথু ব্রিটজকের টেস্ট অভিষেক হয়েছে এই ম্যাচে। উইকেটরক্ষকের গ্লাভস থাকবে কাইল ভেরেইনের হাতে।
বাংলাদেশের একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, জাকের আলী অনিক
দক্ষিণ আফ্রিকার একাদশ
এইডেন মার্করাম (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, ম্যাথু ব্রিটজকে, টনি দে জর্জি, কেশব মহারাজ, উইয়ান মুল্ডার, ডেন পিট, কাগিসো রাবাদা, ত্রিস্তান স্টাবস, রায়ান রিকেলটন, কাইল ভেরেইন (উইকেটরক্ষক)

আইপিএলের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দরজা খুলে গেল মোস্তাফিজুর রহমানের জন্য। পিএসএলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ব্যাটারদের এবার সাবধানে নড়তে হবে, কারণ, ফিজ আসছেন। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মোস্তাফিজ।
৬ ঘণ্টা আগে
একে একে বের হচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমসহ অন্যান্য ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। বাংলাদেশ দলকে দেখামাত্রই বিমানবন্দরে জিম্বাবুয়ের আদিবাসীরা নাচতে থাকেন। জিম্বাবুয়ের এই নাচ-গান উপভোগ করেছে বাংলাদেশ ক্রিকেট দলও—ক্রিকেটার-কোচদেরও কেউ কেউ নেচেছেন আদিবাসীদের সঙ্গে।
১০ ঘণ্টা আগে
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হলেও আইপিএল খেলতে পারছেন না মোস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। যদিও বিসিসিআই তাদের এই সিদ্ধান্তের কারণ সুনির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করেনি। শুধু জানিয়েছে, চারদিকে যা ঘটছে, এর পরিপ্রেক্ষিতে এই সিদ্
১০ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় মাঠে গড়াবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের সূচিও দুই মাস আগে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে বাংলাদেশের চাপে এখন ক্রিকেটের অভিভাবক সংস্থাকে বদলাতে হবে টুর্নামেন্টের সূচি।
১১ ঘণ্টা আগে