Ajker Patrika

সাকিব যদি ৫+৫ করে ১০ উইকেট নেয়, কাজটা কঠিন না

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
আপডেট : ১৫ জুন ২০২২, ১৫: ২৮
সাকিব যদি ৫+৫ করে ১০ উইকেট নেয়, কাজটা কঠিন না

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে নিজেদের সেরা পেসারদের পাচ্ছে না বাংলাদেশ। স্বাগতিক ব্যাটারদের সামলাতে গুরুদায়িত্ব তাই পড়তে পারে স্পিনারদের ওপর। অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশের স্পিনাররা দারুণ কিছু করতে পারলে রোমাঞ্চকর একটি টেস্ট সিরিজ হবে বলে বিশ্বাস ইমরুল কায়েসের।

জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ এই ওপেনারের মতে, সাকিব আল হাসান দুই ইনিংসে ৫টি করে ১০ উইকেট নিতে পারলে ম্যাচ সহজ হয়ে যাবে। আজ মিরপুরে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পের ফাঁকে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

টেস্ট সিরিজে বাংলাদেশ তাদের সেরা পেস আক্রমণ পাচ্ছে না। কতটা কঠিন হতে পারে এই সিরিজটা, তা নিয়ে জানতে চাইলে ইমরুল বলেছেন, ‘সাকিব যদি ৫‍+৫ করে ১০ উইকেট নিয়ে নেয়, তাহলে তো আর কঠিন না (হাসি)। কাজটা অনেক সহজ হয়ে যায়। দলে তাইজুল আছে বা যারাই আছে, সবাই ১০ উইকেট করে নেওয়ার সামর্থ্য রাখে। আমার কাছে মনে হয় রোমাঞ্চকর একটা টেস্ট ম্যাচ হবে।’

অবশ্য এর আগেও বোলারদের কল্যাণে রোমাঞ্চকর কিছু ম্যাচ দেখেছিল বাংলাদেশের ভক্তরা। কিন্তু ব্যাটিং বিভাগে ব্যর্থতায় ফল ইতিবাচক হয়নি। সেজন্য ব্যাটারদের ওপর দায়িত্ব আরও বাড়বে বলে বিশ্বাস এই ওপেনারের। তিনি বলেছেন, ‘ব্যাটারদের জন্য অবশ্যই চ্যালেঞ্জ থাকবে। কারণ যারা টপ অর্ডার ব্যাটার, তাদের দায়িত্ব নিতে হবে। না হয় মিডল অর্ডার বা লোয়ার অর্ডারের জন্য অনেক কঠিন হবে। টেস্ট ম্যাচে টিকে থাকা কঠিন হয়ে যাবে।’

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া অ্যান্টিগা টেস্টের ফল অন্তত ড্র চান ইমরুল। নিজের চাওয়া নিয়ে তিনি বলেছেন, ‘আমার যেন ম্যাচটা না হারি। অন্তত ড্র করি, এটাই চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত