নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে নিজেদের সেরা পেসারদের পাচ্ছে না বাংলাদেশ। স্বাগতিক ব্যাটারদের সামলাতে গুরুদায়িত্ব তাই পড়তে পারে স্পিনারদের ওপর। অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশের স্পিনাররা দারুণ কিছু করতে পারলে রোমাঞ্চকর একটি টেস্ট সিরিজ হবে বলে বিশ্বাস ইমরুল কায়েসের।
জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ এই ওপেনারের মতে, সাকিব আল হাসান দুই ইনিংসে ৫টি করে ১০ উইকেট নিতে পারলে ম্যাচ সহজ হয়ে যাবে। আজ মিরপুরে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পের ফাঁকে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
টেস্ট সিরিজে বাংলাদেশ তাদের সেরা পেস আক্রমণ পাচ্ছে না। কতটা কঠিন হতে পারে এই সিরিজটা, তা নিয়ে জানতে চাইলে ইমরুল বলেছেন, ‘সাকিব যদি ৫+৫ করে ১০ উইকেট নিয়ে নেয়, তাহলে তো আর কঠিন না (হাসি)। কাজটা অনেক সহজ হয়ে যায়। দলে তাইজুল আছে বা যারাই আছে, সবাই ১০ উইকেট করে নেওয়ার সামর্থ্য রাখে। আমার কাছে মনে হয় রোমাঞ্চকর একটা টেস্ট ম্যাচ হবে।’
অবশ্য এর আগেও বোলারদের কল্যাণে রোমাঞ্চকর কিছু ম্যাচ দেখেছিল বাংলাদেশের ভক্তরা। কিন্তু ব্যাটিং বিভাগে ব্যর্থতায় ফল ইতিবাচক হয়নি। সেজন্য ব্যাটারদের ওপর দায়িত্ব আরও বাড়বে বলে বিশ্বাস এই ওপেনারের। তিনি বলেছেন, ‘ব্যাটারদের জন্য অবশ্যই চ্যালেঞ্জ থাকবে। কারণ যারা টপ অর্ডার ব্যাটার, তাদের দায়িত্ব নিতে হবে। না হয় মিডল অর্ডার বা লোয়ার অর্ডারের জন্য অনেক কঠিন হবে। টেস্ট ম্যাচে টিকে থাকা কঠিন হয়ে যাবে।’
আগামীকাল থেকে শুরু হতে যাওয়া অ্যান্টিগা টেস্টের ফল অন্তত ড্র চান ইমরুল। নিজের চাওয়া নিয়ে তিনি বলেছেন, ‘আমার যেন ম্যাচটা না হারি। অন্তত ড্র করি, এটাই চাই।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে নিজেদের সেরা পেসারদের পাচ্ছে না বাংলাদেশ। স্বাগতিক ব্যাটারদের সামলাতে গুরুদায়িত্ব তাই পড়তে পারে স্পিনারদের ওপর। অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশের স্পিনাররা দারুণ কিছু করতে পারলে রোমাঞ্চকর একটি টেস্ট সিরিজ হবে বলে বিশ্বাস ইমরুল কায়েসের।
জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ এই ওপেনারের মতে, সাকিব আল হাসান দুই ইনিংসে ৫টি করে ১০ উইকেট নিতে পারলে ম্যাচ সহজ হয়ে যাবে। আজ মিরপুরে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পের ফাঁকে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
টেস্ট সিরিজে বাংলাদেশ তাদের সেরা পেস আক্রমণ পাচ্ছে না। কতটা কঠিন হতে পারে এই সিরিজটা, তা নিয়ে জানতে চাইলে ইমরুল বলেছেন, ‘সাকিব যদি ৫+৫ করে ১০ উইকেট নিয়ে নেয়, তাহলে তো আর কঠিন না (হাসি)। কাজটা অনেক সহজ হয়ে যায়। দলে তাইজুল আছে বা যারাই আছে, সবাই ১০ উইকেট করে নেওয়ার সামর্থ্য রাখে। আমার কাছে মনে হয় রোমাঞ্চকর একটা টেস্ট ম্যাচ হবে।’
অবশ্য এর আগেও বোলারদের কল্যাণে রোমাঞ্চকর কিছু ম্যাচ দেখেছিল বাংলাদেশের ভক্তরা। কিন্তু ব্যাটিং বিভাগে ব্যর্থতায় ফল ইতিবাচক হয়নি। সেজন্য ব্যাটারদের ওপর দায়িত্ব আরও বাড়বে বলে বিশ্বাস এই ওপেনারের। তিনি বলেছেন, ‘ব্যাটারদের জন্য অবশ্যই চ্যালেঞ্জ থাকবে। কারণ যারা টপ অর্ডার ব্যাটার, তাদের দায়িত্ব নিতে হবে। না হয় মিডল অর্ডার বা লোয়ার অর্ডারের জন্য অনেক কঠিন হবে। টেস্ট ম্যাচে টিকে থাকা কঠিন হয়ে যাবে।’
আগামীকাল থেকে শুরু হতে যাওয়া অ্যান্টিগা টেস্টের ফল অন্তত ড্র চান ইমরুল। নিজের চাওয়া নিয়ে তিনি বলেছেন, ‘আমার যেন ম্যাচটা না হারি। অন্তত ড্র করি, এটাই চাই।’

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৬ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৭ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৭ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১০ ঘণ্টা আগে