নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শেষ দিকে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। আইপিএলের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লিখিত মোস্তাফিজের পারিশ্রমিক চোখ কপালে তোলার মতো! বিবৃতিতে জানানো হয়েছে, ৬ কোটি রুপিতে রুপি (প্রায় ৮ কোটি টাকা) মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি। এত দামে বাংলাদেশের আর কোনো ক্রিকেটারকে দলে ভেড়ায়নি আইপিএলের কোনো দল।
নিলামে মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। কিন্তু টুর্নামেন্টের শেষ দিকে এক অবিশ্বাস্য মূল্যে ফিজকে নিয়েছে দিল্লি। আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সন্ধ্যায় দুবাইয়ে রওনা দেবেন মোস্তাফিজ। রওনা দেওয়ার আগে তিনি অবশ্য পারিশ্রমিকের ব্যাপারে পরিষ্কার কিছু জানাতে পারেননি। তবে সূত্রে জানা গেল, মোস্তাফিজ ম্যাচ প্রতি পাবেন ৫৫ লাখ রুপি। বাঁহাতি পেসারের চাওয়া আপাতত দিল্লির হয়ে তিন ম্যাচ খেলার অনাপত্তিপত্র (এনওসি)। হঠাৎ দল পাওয়ায় বিসিবিও বেশ অপ্রস্তুত হয়ে পড়েছে। টানা দুটি সিরিজের মাঝপথে আদৌ এনওসি দেবে কি না, তারা এটি নিয়ে দ্বিধায়। পারিশ্রমিকের চেয়ে মোস্তাফিজের চিন্তা বেশি তাই বিসিবির এনওসি নিয়েই।
দিল্লির পরের ম্যাচে ১৮ মে। আমিরাতের বিপক্ষে বাংলাদেশের সিরিজের প্রথম ম্যাচ ১৭ মে আর শেষ ম্যাচ ১৯ মে। মোস্তাফিজকে ১৮ মে দিল্লির হয়ে বিসিবি খেলতে দেবে কি না, সেটি অনিশ্চিত। দিল্লি ১১ ম্যাচ খেলে ৬ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আছে। দিল্লি যদি প্লে-অফ ও ফাইনালে ওঠে, মোস্তাফিজের বাড়তি দুটি ম্যাচ বেশি খেলার সুযোগ থাকলেও ওই সময়ে আবার পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা বাংলাদেশের। সব মিলিয়ে দিল্লির হয়ে ফিজের মাত্র ২টি ম্যাচ খেলার সুযোগ থাকছে। যদিও তিনি চাইছেন অন্তত ৩টি ম্যাচ খেলার। ৩ ম্যাচ খেলতে পারলেও তিনি আইপিএলের নিয়ম অনুযায়ী ম্যাচ প্রতি পারিশ্রমিক ৫৫ লাখ রুপি ধরে পাবেন মোট ১ কোটি ৬৫ লাখ রুপি বা ২ কোটি ১৯ লাখ টাকা। তাহলে দিল্লি কেন ৬ কোটি রুপি (প্রায় ৮ কোটি টাকা) পারিশ্রমিক দেওয়ার কথা বলেছে বিবৃতিতে?
দিল্লি জানিয়েছে, অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাগার্ক ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল ছেড়ে গেছেন। তাঁর জায়গায় মোস্তাফিজকে নেওয়া হয়েছে। ফ্রেজার ম্যাগার্ককে ৯ কোটি রুপি দিয়ে কিনেছিল দিল্লি। টুর্নামেন্ট ছেড়ে চলে যাওয়ায় ফ্রেজারের যে দাম এবং নিলামে দিল্লির খেলোয়াড় কেনার যে বাজেট অবশিষ্ট ছিল—সব মিলিয়েই মোস্তাফিজের দাম উঠে গেছে ৬ কোটি রুপিতে। হঠাৎ বিদেশি খেলোয়াড় সংকটে মোস্তাফিজের প্রতি যদি আরও কোনো দল পাওয়ার আগ্রহ দেখায়, তবে সেক্ষেত্রে ভেতরে ভেতরে অদৃশ্য নিলামও তাঁর দাম ৬ কোটিতে নিয়ে যেতে পারে।
দাম যেটিই হোক, আইপিএলে একজন খেলোয়াড়ের পারিশ্রমিক পরিশোধ করা হয় তাঁর ম্যাচ সংখ্যার অনুপাতে। তিনি যদি দলের হয়ে পুরো মৌসুমে সব ম্যাচ খেলার সুযোগ পান, তবেই পারিশ্রমিকের পুরো টাকাটা পেয়ে থাকেন। আপাতত মোস্তাফিজের পারিশ্রমিকের চেয়ে বেশি চিন্তা ম্যাচ খেলা নিয়েই। নিজের প্রত্যাশা অনুযায়ী ৩ ম্যাচ খেলার এনওসি পাওয়ার নিশ্চয়তা যে তিনি পাননি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শেষ দিকে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। আইপিএলের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লিখিত মোস্তাফিজের পারিশ্রমিক চোখ কপালে তোলার মতো! বিবৃতিতে জানানো হয়েছে, ৬ কোটি রুপিতে রুপি (প্রায় ৮ কোটি টাকা) মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি। এত দামে বাংলাদেশের আর কোনো ক্রিকেটারকে দলে ভেড়ায়নি আইপিএলের কোনো দল।
নিলামে মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। কিন্তু টুর্নামেন্টের শেষ দিকে এক অবিশ্বাস্য মূল্যে ফিজকে নিয়েছে দিল্লি। আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সন্ধ্যায় দুবাইয়ে রওনা দেবেন মোস্তাফিজ। রওনা দেওয়ার আগে তিনি অবশ্য পারিশ্রমিকের ব্যাপারে পরিষ্কার কিছু জানাতে পারেননি। তবে সূত্রে জানা গেল, মোস্তাফিজ ম্যাচ প্রতি পাবেন ৫৫ লাখ রুপি। বাঁহাতি পেসারের চাওয়া আপাতত দিল্লির হয়ে তিন ম্যাচ খেলার অনাপত্তিপত্র (এনওসি)। হঠাৎ দল পাওয়ায় বিসিবিও বেশ অপ্রস্তুত হয়ে পড়েছে। টানা দুটি সিরিজের মাঝপথে আদৌ এনওসি দেবে কি না, তারা এটি নিয়ে দ্বিধায়। পারিশ্রমিকের চেয়ে মোস্তাফিজের চিন্তা বেশি তাই বিসিবির এনওসি নিয়েই।
দিল্লির পরের ম্যাচে ১৮ মে। আমিরাতের বিপক্ষে বাংলাদেশের সিরিজের প্রথম ম্যাচ ১৭ মে আর শেষ ম্যাচ ১৯ মে। মোস্তাফিজকে ১৮ মে দিল্লির হয়ে বিসিবি খেলতে দেবে কি না, সেটি অনিশ্চিত। দিল্লি ১১ ম্যাচ খেলে ৬ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আছে। দিল্লি যদি প্লে-অফ ও ফাইনালে ওঠে, মোস্তাফিজের বাড়তি দুটি ম্যাচ বেশি খেলার সুযোগ থাকলেও ওই সময়ে আবার পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা বাংলাদেশের। সব মিলিয়ে দিল্লির হয়ে ফিজের মাত্র ২টি ম্যাচ খেলার সুযোগ থাকছে। যদিও তিনি চাইছেন অন্তত ৩টি ম্যাচ খেলার। ৩ ম্যাচ খেলতে পারলেও তিনি আইপিএলের নিয়ম অনুযায়ী ম্যাচ প্রতি পারিশ্রমিক ৫৫ লাখ রুপি ধরে পাবেন মোট ১ কোটি ৬৫ লাখ রুপি বা ২ কোটি ১৯ লাখ টাকা। তাহলে দিল্লি কেন ৬ কোটি রুপি (প্রায় ৮ কোটি টাকা) পারিশ্রমিক দেওয়ার কথা বলেছে বিবৃতিতে?
দিল্লি জানিয়েছে, অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাগার্ক ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল ছেড়ে গেছেন। তাঁর জায়গায় মোস্তাফিজকে নেওয়া হয়েছে। ফ্রেজার ম্যাগার্ককে ৯ কোটি রুপি দিয়ে কিনেছিল দিল্লি। টুর্নামেন্ট ছেড়ে চলে যাওয়ায় ফ্রেজারের যে দাম এবং নিলামে দিল্লির খেলোয়াড় কেনার যে বাজেট অবশিষ্ট ছিল—সব মিলিয়েই মোস্তাফিজের দাম উঠে গেছে ৬ কোটি রুপিতে। হঠাৎ বিদেশি খেলোয়াড় সংকটে মোস্তাফিজের প্রতি যদি আরও কোনো দল পাওয়ার আগ্রহ দেখায়, তবে সেক্ষেত্রে ভেতরে ভেতরে অদৃশ্য নিলামও তাঁর দাম ৬ কোটিতে নিয়ে যেতে পারে।
দাম যেটিই হোক, আইপিএলে একজন খেলোয়াড়ের পারিশ্রমিক পরিশোধ করা হয় তাঁর ম্যাচ সংখ্যার অনুপাতে। তিনি যদি দলের হয়ে পুরো মৌসুমে সব ম্যাচ খেলার সুযোগ পান, তবেই পারিশ্রমিকের পুরো টাকাটা পেয়ে থাকেন। আপাতত মোস্তাফিজের পারিশ্রমিকের চেয়ে বেশি চিন্তা ম্যাচ খেলা নিয়েই। নিজের প্রত্যাশা অনুযায়ী ৩ ম্যাচ খেলার এনওসি পাওয়ার নিশ্চয়তা যে তিনি পাননি।

এই বিপিএলই বাংলাদেশের টি-টোয়েন্টি দলের বিশ্বকাপ প্রস্তুতির টুর্নামেন্ট। ৩৪ ম্যাচের চলতি বিপিএলে এরই মধ্যেই হয়ে গেছে অর্ধেকের বেশি, ২০টি ম্যাচ। তো এ পর্যায়ে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে থাকা ক্রিকেটারদের প্রস্তুতিটা কেমন হলো?
২৪ মিনিট আগে
রিশাদ হোসেনের মতো তাঁর দল হোবার্ট হারিকেন্সও বিগ ব্যাশে দারুণ সময় পার করছে। টানা জয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। তবে নবম ম্যাচে তাদের সামনে বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি। অপয়া বৃষ্টিতে ভেসে গেল সিডনি স্ট্রাইকার্সের সঙ্গে হোবার্টের ম্যাচটি।
৩৮ মিনিট আগে
শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু চট্টগ্রাম রয়্যালসের দাপটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের পর্বের লিগ টেবিলের দুইয়ে নেমে যেতে হয়েছে তাদের। হারানো সিংহাসন ফিরে পাওয়ার মিশনে আজ দুপুরে মাঠে নামবে নুরুল হাসান সোহানের দল। তাদের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলে দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিট
১ ঘণ্টা আগে
বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ার মোহাম্মদ সালাহর। চেলসি, লিভারপুলের মতো ইউরোপসেরা ক্লাবের হয়ে সম্ভাব্য সব ধরনের শিরোপা জিতেছেন এই ফরোয়ার্ড। কিন্তু কখনো মিসরের হয়ে শিরোপা উঁচিয়ে ধরা হয়নি তাঁর। সেই অপেক্ষার পালা শেষ করতে আরেকটি সুযোগ পেয়েছেন তিনি। আফ্রিকান কাপ অব নেশনসের সেমিফাইনালে উঠেছে সালাহর মিসর।
২ ঘণ্টা আগে