নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শেষ অংশে এসে পৌঁছেছে ২০২৫ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। টুর্নামেন্টের প্লে-অফ পর্ব শুরু হচ্ছে আজ। শেষ ভাগে এসে যোগ দিচ্ছেন বেশ কজন বিদেশি ক্রিকেটার।
তামিম ইকবালের নেতৃত্বাধীন ফরচুন বরিশালের হয়ে খেলবেন আফগানিস্তানের নুর আহমাদ জাদরান। জেসন হোল্ডারকে নিয়েছে খুলনা টাইগার্স। রংপুর রাইডার্স নিয়েছে অ্যানিউরিন ডোনাল্ডকে। দলীয় সূত্রে জানা গেছে, নুর, হোল্ডার, ডোনাল্ড ম্যাচের আগে চলে আসার কথা। ডার্বিশায়ার কাউন্টি ক্লাব নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ডোনাল্ডের বিপিএল খেলার কথা নিশ্চিত করেছে। ২৮ বছর বয়সী এই ব্যাটারকে শুভকামনা জানিয়েছে ডার্বিশায়ার।
নিউজিল্যান্ডের অ্যাডাম মিলনেকে নেওয়ার কথা শুক্রবার নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে জানিয়েছিল ফরচুন বরিশাল। তবে গত রাতে মিলনে দুবাইয়ে আইএল টি-টোয়েন্টি লিগে শারজা ওয়ারিয়র্সের হয়ে খেলছেন। তিনিও আজ চলে আসবেন বলে শোনা যাচ্ছে। এছাড়া প্লে-অফে রংপুর রাইডার্স চেষ্টা করছিল ডেভিড ওয়ার্নার, টিম ডেভিড, সুনীল নারাইন, আন্দ্রে রাসেলের মতো বিদেশি তারকাদের দলে ভেড়াতে। তবে শারজায় আজ রাতে দুবাই ক্যাপিটালস-ডেজার্ট ভাইপার্সের ম্যাচ রয়েছে। দুবাই ক্যাপিটালসের অধিনায়ক ওয়ার্নার। আর প্লে-অফের আগে ঢাকায় আসার কথা নারাইন আর রাসেলের। দুবাইয়ে গত রাতে দুজনেই খেলেছেন আবুধাবি নাইট রাইডার্সের হয়ে।
বাংলাদেশ সময় মিরপুরে আজ বেলা ১টা ৩০ মিনিটে এলিমিনেটরে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। এই ম্যাচে হারলেই টুর্নামেন্ট শেষ। জিতলেও আরেকটা ধাপ অতিক্রম করতে হবে ফাইনাল খেলতে। মিরপুরেই আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটেই শুরু হবে প্রথম কোয়ালিফায়ারের ফরচুন বরিশাল-চিটাগং কিংস ম্যাচ।যে জিতবে, সে-ই পাবে ফাইনালের ‘ভিআইপি টিকিট’।
বিপিএলের প্লে-অফে কে কোন দলে
ফরচুন বরিশাল: অ্যাডাম মিলনে, নুর আহমাদ জাদরান
খুলনা টাইগার্স: জেসন হোল্ডার
রংপুর রাইডার্স: সুনীল নারাইন, আন্দ্রে রাসেল
শেষ অংশে এসে পৌঁছেছে ২০২৫ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। টুর্নামেন্টের প্লে-অফ পর্ব শুরু হচ্ছে আজ। শেষ ভাগে এসে যোগ দিচ্ছেন বেশ কজন বিদেশি ক্রিকেটার।
তামিম ইকবালের নেতৃত্বাধীন ফরচুন বরিশালের হয়ে খেলবেন আফগানিস্তানের নুর আহমাদ জাদরান। জেসন হোল্ডারকে নিয়েছে খুলনা টাইগার্স। রংপুর রাইডার্স নিয়েছে অ্যানিউরিন ডোনাল্ডকে। দলীয় সূত্রে জানা গেছে, নুর, হোল্ডার, ডোনাল্ড ম্যাচের আগে চলে আসার কথা। ডার্বিশায়ার কাউন্টি ক্লাব নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ডোনাল্ডের বিপিএল খেলার কথা নিশ্চিত করেছে। ২৮ বছর বয়সী এই ব্যাটারকে শুভকামনা জানিয়েছে ডার্বিশায়ার।
নিউজিল্যান্ডের অ্যাডাম মিলনেকে নেওয়ার কথা শুক্রবার নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে জানিয়েছিল ফরচুন বরিশাল। তবে গত রাতে মিলনে দুবাইয়ে আইএল টি-টোয়েন্টি লিগে শারজা ওয়ারিয়র্সের হয়ে খেলছেন। তিনিও আজ চলে আসবেন বলে শোনা যাচ্ছে। এছাড়া প্লে-অফে রংপুর রাইডার্স চেষ্টা করছিল ডেভিড ওয়ার্নার, টিম ডেভিড, সুনীল নারাইন, আন্দ্রে রাসেলের মতো বিদেশি তারকাদের দলে ভেড়াতে। তবে শারজায় আজ রাতে দুবাই ক্যাপিটালস-ডেজার্ট ভাইপার্সের ম্যাচ রয়েছে। দুবাই ক্যাপিটালসের অধিনায়ক ওয়ার্নার। আর প্লে-অফের আগে ঢাকায় আসার কথা নারাইন আর রাসেলের। দুবাইয়ে গত রাতে দুজনেই খেলেছেন আবুধাবি নাইট রাইডার্সের হয়ে।
বাংলাদেশ সময় মিরপুরে আজ বেলা ১টা ৩০ মিনিটে এলিমিনেটরে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। এই ম্যাচে হারলেই টুর্নামেন্ট শেষ। জিতলেও আরেকটা ধাপ অতিক্রম করতে হবে ফাইনাল খেলতে। মিরপুরেই আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটেই শুরু হবে প্রথম কোয়ালিফায়ারের ফরচুন বরিশাল-চিটাগং কিংস ম্যাচ।যে জিতবে, সে-ই পাবে ফাইনালের ‘ভিআইপি টিকিট’।
বিপিএলের প্লে-অফে কে কোন দলে
ফরচুন বরিশাল: অ্যাডাম মিলনে, নুর আহমাদ জাদরান
খুলনা টাইগার্স: জেসন হোল্ডার
রংপুর রাইডার্স: সুনীল নারাইন, আন্দ্রে রাসেল
ফরচুন বরিশালের সত্ত্বাধিকারী মিজানুর রহমান আগেই বেলস পার্কে অনুষ্ঠানের কথা জানিয়ে দিয়েছিলেন। সেই কথা অনুযায়ী গতকাল বেলস পার্কে হয়েছে বিপিএল শিরোপা জয়ের উৎসব। লোকে লোকারণ্য এই অনুষ্ঠান দেখে তাওহিদ হৃদয় যেন ভাষা হারিয়ে ফেলেছেন।
৩০ মিনিট আগেবরিশাল শহরের বেলস পার্ক তখন লোকারণ্য। এখানে বিপিএল ট্রফি নিয়ে আসবেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়রা। ট্রফি এবং জাতীয় ক্রিকেটারদের দেখতে দুপুর থেকেই জড়ো হতে থাকেন স্থানীয় মানুষ। তামিমরা সেখানে উপস্থিত হওয়ার আগেই ভক্ত-সমর্থকে টইটম্বুর হয়ে ওঠে বেলস পার্ক।
১৪ ঘণ্টা আগেঅবশেষে বাংলাদেশ দলে প্রথমবারের মতো ডাক পেলেন হামজা চৌধুরী। তাকে নিয়েই এশিয়ান কাপ বাছাইপর্বে ভারত ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
১৫ ঘণ্টা আগেতীব্র রোদে বেলা ১টা থেকে বেলসপার্ক মাঠে অপেক্ষায় ছিলেন হাজার হাজার দর্শক—কখন আসবে ফরচুন বরিশাল টিম। কখন দেখা যাবে বিপিএল চ্যাম্পিয়ন তামিম-মুশফিকেরা। অপেক্ষা যেন আর শেষ হয় না। দীর্ঘ অপেক্ষার পর যখন নায়কেরা এলেন বেলসপার্কে, মাত্র ৩-৪ মিনিট থেকেই আবার বিদায় তাঁদের।
১৬ ঘণ্টা আগে