
বৃষ্টি বাগড়া দিলেও ২০২৩ আইপিএলের ফাইনাল রোমাঞ্চ ছড়িয়েছে শেষ বল পর্যন্ত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ফাইনালে গতকাল চেন্নাই সুপার কিংসের ক্যাবিনেটে যোগ হয়েছে আরও এক আইপিএল শিরোপা। তবে মাশরাফি বিন মর্তুজার চোখে ফাইনালের পার্থক্য গড়ে দিয়েছে গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়ার নেতৃত্ব।
১৫ ওভারে ১৭১-এর লক্ষ্যে খেলা চেন্নাইয়ের শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৩ রান। উইকেটে ছিলেন শিবম দুবে ও জাদেজা। প্রথম চার বলে মোহিত শর্মা দিয়েছেন তিন রান। শেষ দুই বলে যখন ১০ রান দরকার, তখনই মোহিতকে ডেকে কিছু বললেন গুজরাটের অধিনায়ক পান্ডিয়া। এরপর পঞ্চম ও ষষ্ঠ বলে ছক্কা ও চার মেরে চেন্নাইকে পঞ্চম আইপিএল শিরোপা এনে দেন জাদেজা। জাদেজার বীরত্বপূর্ণ ব্যাটিং ছাপিয়েও মাশরাফি এখানে টেনে এনেছেন মহেন্দ্র সিং ধোনি-হার্দিকের নেতৃত্বের তুলনা। তাঁর (মাশরাফি) মতে, দারুণ ছন্দে থাকা মোহিতকে হার্দিকের থামিয়ে দেওয়াটাই গুজরাটের নিশ্চিত শিরোপা হাতছাড়া হওয়ার কারণ। যেখানে এমন পরিস্থিতিতে ধোনি সচরাচর এমনটা করেন না। ফেসবুকে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক বলেন, ‘প্রথম চারটা দারুণ বলের পরে মোহিতের ছন্দ নষ্ট করল, যেখানে মোমেন্টাম গুজরাটের পক্ষেই ছিল। অবশ্যই জাদেজার দুটি শটই নির্ধারণ করেছে, তবে চেন্নাইয়ের জেতার জন্য এবং জাদেজাকে মনোযোগী হওয়ার জন্য ওই সময়টুকুও গুজরাটকে শেষ করেছে। মাহির সঙ্গে হার্দিকের পার্থক্য এখানেই পরিষ্কার।’
এবারের আইপিএলেও প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে গুজরাট টাইটান্স-চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচও হয়েছে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। সেদিন উদ্বোধনী অনুষ্ঠানে করমর্দন করেননি হার্দিক ও ধোনি। মাশরাফি এখানে একটু রসিকতাই করলেন, ‘হার্দিক, তুমি উদ্বোধনী অনুষ্ঠানে ধোনির সঙ্গে এই মাঠেই হাত মেলাতে ভুলে গিয়েছিলে। আজ (গতকাল) সেই মাঠেই তোমাকে হারিয়ে হাত মিলিয়ে ট্রফিতে হাত দিয়ে দিল। এত দক্ষ মাথা থাকলে আসলেই টিম অনেক এগিয়ে থাকে। ধোনির এটা প্রাপ্য। অভিনন্দন চেন্নাই সুপার কিংস। ক্রিকেট সুন্দর থেকেও বেশি কিছু।’

বৃষ্টি বাগড়া দিলেও ২০২৩ আইপিএলের ফাইনাল রোমাঞ্চ ছড়িয়েছে শেষ বল পর্যন্ত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ফাইনালে গতকাল চেন্নাই সুপার কিংসের ক্যাবিনেটে যোগ হয়েছে আরও এক আইপিএল শিরোপা। তবে মাশরাফি বিন মর্তুজার চোখে ফাইনালের পার্থক্য গড়ে দিয়েছে গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়ার নেতৃত্ব।
১৫ ওভারে ১৭১-এর লক্ষ্যে খেলা চেন্নাইয়ের শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৩ রান। উইকেটে ছিলেন শিবম দুবে ও জাদেজা। প্রথম চার বলে মোহিত শর্মা দিয়েছেন তিন রান। শেষ দুই বলে যখন ১০ রান দরকার, তখনই মোহিতকে ডেকে কিছু বললেন গুজরাটের অধিনায়ক পান্ডিয়া। এরপর পঞ্চম ও ষষ্ঠ বলে ছক্কা ও চার মেরে চেন্নাইকে পঞ্চম আইপিএল শিরোপা এনে দেন জাদেজা। জাদেজার বীরত্বপূর্ণ ব্যাটিং ছাপিয়েও মাশরাফি এখানে টেনে এনেছেন মহেন্দ্র সিং ধোনি-হার্দিকের নেতৃত্বের তুলনা। তাঁর (মাশরাফি) মতে, দারুণ ছন্দে থাকা মোহিতকে হার্দিকের থামিয়ে দেওয়াটাই গুজরাটের নিশ্চিত শিরোপা হাতছাড়া হওয়ার কারণ। যেখানে এমন পরিস্থিতিতে ধোনি সচরাচর এমনটা করেন না। ফেসবুকে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক বলেন, ‘প্রথম চারটা দারুণ বলের পরে মোহিতের ছন্দ নষ্ট করল, যেখানে মোমেন্টাম গুজরাটের পক্ষেই ছিল। অবশ্যই জাদেজার দুটি শটই নির্ধারণ করেছে, তবে চেন্নাইয়ের জেতার জন্য এবং জাদেজাকে মনোযোগী হওয়ার জন্য ওই সময়টুকুও গুজরাটকে শেষ করেছে। মাহির সঙ্গে হার্দিকের পার্থক্য এখানেই পরিষ্কার।’
এবারের আইপিএলেও প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে গুজরাট টাইটান্স-চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচও হয়েছে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। সেদিন উদ্বোধনী অনুষ্ঠানে করমর্দন করেননি হার্দিক ও ধোনি। মাশরাফি এখানে একটু রসিকতাই করলেন, ‘হার্দিক, তুমি উদ্বোধনী অনুষ্ঠানে ধোনির সঙ্গে এই মাঠেই হাত মেলাতে ভুলে গিয়েছিলে। আজ (গতকাল) সেই মাঠেই তোমাকে হারিয়ে হাত মিলিয়ে ট্রফিতে হাত দিয়ে দিল। এত দক্ষ মাথা থাকলে আসলেই টিম অনেক এগিয়ে থাকে। ধোনির এটা প্রাপ্য। অভিনন্দন চেন্নাই সুপার কিংস। ক্রিকেট সুন্দর থেকেও বেশি কিছু।’

জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেসেখেলে জিতেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
বুলাওয়েতে গতকাল বিকেলে টসের সময় হাত মেলাননি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারতীয় অধিনায়ক আয়ুশ মাত্রে করমর্দন করেননি। সামাজিক মাধ্যমে মুহূর্তেই সেই ঘটনা ছড়িয়ে পড়ে। অনেকেই তখন গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের ‘নো হ্যান্ডশেক’ ঘটনার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন।
২ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর নামের পাশে যুক্ত হতে পারত আরও একটি গোল। ১০০০ গোলের যে মিশনে তিনি নেমেছেন, তাতে এগিয়ে যেতে পারতেন আরও এক ধাপ। আল শাবাবের রক্ষণভাগে তিনি পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত গোলটা তিনি করতে পারেননি।
২ ঘণ্টা আগে
ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। ইন্দোরে আজ বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডে। আজ শেষ হবে বিপিএলের লিগ পর্ব। মিরপুরে বাংলাদেশ সময় বেলা ১টায় শুরু হবে রংপুর রাইডার্স-নোয়াখালী এক্সপ্রেস ম্যাচ।
৩ ঘণ্টা আগে