ক্রীড়া ডেস্ক

ভারতীয় ক্রিকেট দল এক দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে হতাশাজনক পারফরম্যান্সের কারণে ড্রেসিংরুমেও অশান্তি চলছে বলে খবর পাওয়া গেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম টেস্টের আগে বোমা ফাটালেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর।
মেলবোর্নে বক্সিং ডে টেস্টে হারের পর রোহিত শর্মা-বিরাট কোহলিদের ড্রেসিংরুমে উত্তপ্ত পরিস্থিতির খবর প্রচার করেছিল ভারতীয় সংবাদমাধ্যমই। প্রধান কোচ গম্ভীর চিৎকার করেছেন বলে শোনা গেছে। সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টেস্টের আগের দিন আজ সংবাদ সম্মেলনে এসে ড্রেসিংরুমের পরিবেশ সম্পর্কে গম্ভীর কথা বলেছেন। প্রধান কোচ এ ব্যাপারে হালকা কৌশল অবলম্বন করেছেন। গম্ভীর বলেন, ‘কোচ ও খেলোয়াড়দের মধ্যে কী নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে, সেটা ড্রেসিংরুমেই থাকা উচিত। একটু কড়া কথাবার্তা হয়েছে। সব প্রতিবেদন সত্যও না।’
ড্রেসিংরুমের পরিবেশ কীভাবে ভালো রাখা যায়, সে ব্যাপারে পরামর্শ দিয়েছেন গম্ভীর। সংবাদ সম্মেলনে ভারতের প্রধান কোচ বলেন, ‘ড্রেসিংরুমে যত দিন সৎ লোক থাকবে ভারতীয় ক্রিকেট নিরাপদ থাকবে। পারফরম্যান্স থাকলেই ড্রেসিংরুমে ভালো পরিবেশ বজায় রাখা যাবে। সততা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে সত্য কথা বলা হয়েছিল।’
৪ ম্যাচে ৩০ উইকেট নিয়ে এখনো পর্যন্ত বোর্ডার-গাভাস্কার ট্রফিতে সর্বোচ্চ উইকেটশিকারী জসপ্রীত বুমরা। যশস্বী জয়সওয়াল করেছেন ২৫৯ রান। তবে দলের অধিনায়ক রোহিত শর্মা করেছেন ৩১ রান। বিরাট কোহলিও নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসছেন বারবার। ক্রিকেটারদের কীভাবে খেলতে হবে, সে ব্যাপারে গম্ভীর বলেন, ‘দলে একটা ব্যাপার নিয়ে আলোচনা হয়। টিমের আদর্শগত ব্যাপারটাই এখানে মুখ্য। দল যা চায়, আপনাকে তেমনই খেলতে হবে। দলীয় খেলায় আপনার স্বাভাবিক খেলাটা আপনি খেলতে পারেন। তবে দলের যখন আপনাকে প্রয়োজন, তখন সেভাবেই খেলতে হবে।’
অস্ট্রেলিয়া আগেভাগেই পঞ্চম টেস্টের একাদশ ঘোষণা করেছে। ভারত সেটা করেনি। তবে সিডনিতে একাদশে রোহিত থাকবেন কি না, সে ব্যাপারে স্পষ্ট কোনো উত্তর আজ দেননি গম্ভীর। কারণ, অধিনায়ক রোহিতের বাজে ফর্ম নিয়ে সমালোচনা করছেন অনেকেই। দল ভালো করলেও না হয় তাঁর বাজে পারফরম্যান্স আড়ালে চলে যেত। কিন্তু দলের ব্যর্থতায় আরও বেশি করে সমালোচনা হচ্ছে তাঁকে নিয়ে। ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে ২-১ ব্যবধানে।
আরও পড়ুন—
গম্ভীরকে নিয়ে এবার বোমা ফাটালেন ভারতীয় বোর্ড কর্মকর্তা
রোহিতের গোঁয়ার্তুমিই ভারতকে ধ্বংস করছে, বললেন পাকিস্তানি ক্রিকেটার

ভারতীয় ক্রিকেট দল এক দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে হতাশাজনক পারফরম্যান্সের কারণে ড্রেসিংরুমেও অশান্তি চলছে বলে খবর পাওয়া গেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম টেস্টের আগে বোমা ফাটালেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর।
মেলবোর্নে বক্সিং ডে টেস্টে হারের পর রোহিত শর্মা-বিরাট কোহলিদের ড্রেসিংরুমে উত্তপ্ত পরিস্থিতির খবর প্রচার করেছিল ভারতীয় সংবাদমাধ্যমই। প্রধান কোচ গম্ভীর চিৎকার করেছেন বলে শোনা গেছে। সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টেস্টের আগের দিন আজ সংবাদ সম্মেলনে এসে ড্রেসিংরুমের পরিবেশ সম্পর্কে গম্ভীর কথা বলেছেন। প্রধান কোচ এ ব্যাপারে হালকা কৌশল অবলম্বন করেছেন। গম্ভীর বলেন, ‘কোচ ও খেলোয়াড়দের মধ্যে কী নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে, সেটা ড্রেসিংরুমেই থাকা উচিত। একটু কড়া কথাবার্তা হয়েছে। সব প্রতিবেদন সত্যও না।’
ড্রেসিংরুমের পরিবেশ কীভাবে ভালো রাখা যায়, সে ব্যাপারে পরামর্শ দিয়েছেন গম্ভীর। সংবাদ সম্মেলনে ভারতের প্রধান কোচ বলেন, ‘ড্রেসিংরুমে যত দিন সৎ লোক থাকবে ভারতীয় ক্রিকেট নিরাপদ থাকবে। পারফরম্যান্স থাকলেই ড্রেসিংরুমে ভালো পরিবেশ বজায় রাখা যাবে। সততা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে সত্য কথা বলা হয়েছিল।’
৪ ম্যাচে ৩০ উইকেট নিয়ে এখনো পর্যন্ত বোর্ডার-গাভাস্কার ট্রফিতে সর্বোচ্চ উইকেটশিকারী জসপ্রীত বুমরা। যশস্বী জয়সওয়াল করেছেন ২৫৯ রান। তবে দলের অধিনায়ক রোহিত শর্মা করেছেন ৩১ রান। বিরাট কোহলিও নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসছেন বারবার। ক্রিকেটারদের কীভাবে খেলতে হবে, সে ব্যাপারে গম্ভীর বলেন, ‘দলে একটা ব্যাপার নিয়ে আলোচনা হয়। টিমের আদর্শগত ব্যাপারটাই এখানে মুখ্য। দল যা চায়, আপনাকে তেমনই খেলতে হবে। দলীয় খেলায় আপনার স্বাভাবিক খেলাটা আপনি খেলতে পারেন। তবে দলের যখন আপনাকে প্রয়োজন, তখন সেভাবেই খেলতে হবে।’
অস্ট্রেলিয়া আগেভাগেই পঞ্চম টেস্টের একাদশ ঘোষণা করেছে। ভারত সেটা করেনি। তবে সিডনিতে একাদশে রোহিত থাকবেন কি না, সে ব্যাপারে স্পষ্ট কোনো উত্তর আজ দেননি গম্ভীর। কারণ, অধিনায়ক রোহিতের বাজে ফর্ম নিয়ে সমালোচনা করছেন অনেকেই। দল ভালো করলেও না হয় তাঁর বাজে পারফরম্যান্স আড়ালে চলে যেত। কিন্তু দলের ব্যর্থতায় আরও বেশি করে সমালোচনা হচ্ছে তাঁকে নিয়ে। ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে ২-১ ব্যবধানে।
আরও পড়ুন—
গম্ভীরকে নিয়ে এবার বোমা ফাটালেন ভারতীয় বোর্ড কর্মকর্তা
রোহিতের গোঁয়ার্তুমিই ভারতকে ধ্বংস করছে, বললেন পাকিস্তানি ক্রিকেটার

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১২ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১২ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৭ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৭ ঘণ্টা আগে