ক্রীড়া ডেস্ক

ভারতীয় ক্রিকেট দলে এখন চলছে মারাত্মক অশান্তি। কারণটা তো সকলেরই জানা। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে প্রথম ম্যাচ জয়ের পর প্রতিদ্বন্দ্বিতাই করতে পারছে না ভারত। এই মুহূর্তে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের চাকরিটা আরও ঝুঁকির মধ্যে পড়ে গেছে বলে শোনা যাচ্ছে।
২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের আর বাকি রয়েছে কেবল এক টেস্ট। সিডনিতে পরশু শুরু হবে অস্ট্রেলিয়া-ভারত সিরিজের পঞ্চম টেস্ট। এই টেস্ট জিতলেও ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলা নিয়ে রয়েছে অনেক যদি-কিন্তু। হারলে তো সিরিজটা রোহিত শর্মা, বিরাট কোহলিরা খুইয়ে ফেলবেন। একই সঙ্গে ফাইনালের প্রতিযোগিতা থেকে ছিটকে যাবে। এমন পরিস্থিতিতে বোমা ফাটিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, ‘সিরিজে একটা টেস্ট বাকি রয়েছে এবং এরপর চ্যাম্পিয়নস ট্রফি। যদি পারফরম্যানসের উন্নতি না হয়, তাহলে গৌতম গম্ভীরের জায়গাটাও নিরাপদ মনে হচ্ছে না।’
২০২৪ সালের ২৯ জুন বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে ভারত। তাতে ভারতের প্রধান কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের চাকরির মেয়াদ শেষ হয়ে যায়। দ্রাবিড়ের উত্তরসূরি কে হবেন, তা নিয়ে চলছিল অনেক জল্পনা-কল্পনা। শেষ পর্যন্ত গম্ভীর জুলাইয়ে প্রধান কোচ হলেও সেটা নাকি অনেকটা বাধ্য হয়ে করা হয়েছিল। বিসিসিআইয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘তিনি (গম্ভীর) কখনোই বিসিসিআইয়ের প্রথম পছন্দ ছিলেন না। ভিভিএস লক্ষণ ছিলেন প্রথম পছন্দ। আরও কিছু বিখ্যাত বিদেশির নাম ছিল। তে তারা তিন সংস্করণে কোচিং করাতে চাননি। অনেক বাধ্যবাধকতার ব্যাপার তো ছিলই।’
অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজে ৩০ উইকেট নিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারী জসপ্রীত বুমরা। ব্যাটিংয়ে ৩৫৯ রান করে সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক যশস্বী জয়সওয়াল। ভারতীয় ব্যাটারের ওপরে থাকা ট্রাভিস হেডের রান ৪১০। তবে দলের অধিনায়ক রোহিত শর্মা রীতিমতো ধুঁকছেন। ৩ টেস্টে ৫ ইনিংসে ব্যাটিং করে একবারই শুধু দুই অঙ্ক পেরোতে পেরেছেন। বিরাট কোহলি পার্থে প্রথম টেস্টে সেঞ্চুরির পর আর বড় ইনিংস খেলতে পারছেন না। একই ভুলের পুনরাবৃত্তি করছেন তিনি। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ভারত ১৮৪ রানে হারের পর গম্ভীরের মেজাজ হারানোর ঘটনাও ঘটেছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানা যায়, ভারতীয় ক্রিকেট দল চতুর্থ টেস্ট শেষে ড্রেসিংরুমে ফেরার পর গম্ভীর বলেছিলেন, ‘অনেক হয়েছে।’
রোহিত-কোহলি দুই ক্রিকেটারকে নিয়ে সমালোচনা চলছে সিরিজ জুড়েই। দলের সিনিয়র ক্রিকেটারদের ব্যাপারে বিসিসিআইয়ের নির্বাচকদের কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন। মার্ক ওয়াহ কোনো রাখঢাক না রেখেই হিন্দুস্তান টাইমসকে বলেছেন, ‘যদি আমি এই মুহূর্তে প্রধান নির্বাচক হতাম, তাহলে দ্বিতীয় ইনিংসের (মেলবোর্ন টেস্ট) কথা চিন্তা করতাম। সে (রোহিত) যদি এখানে রান না পায়, তাহলে তাকে বাদ দিয়ে সিডনি টেস্টে একাদশ তৈরি করতাম। এটা আমি রোহিতকে জানিয়েই দিতাম। শেষ টেস্টের জন্য বুমরাকে অধিনায়ক করতাম।’ বুমরা পার্থে রোহিতের অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন।

ভারতীয় ক্রিকেট দলে এখন চলছে মারাত্মক অশান্তি। কারণটা তো সকলেরই জানা। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে প্রথম ম্যাচ জয়ের পর প্রতিদ্বন্দ্বিতাই করতে পারছে না ভারত। এই মুহূর্তে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের চাকরিটা আরও ঝুঁকির মধ্যে পড়ে গেছে বলে শোনা যাচ্ছে।
২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের আর বাকি রয়েছে কেবল এক টেস্ট। সিডনিতে পরশু শুরু হবে অস্ট্রেলিয়া-ভারত সিরিজের পঞ্চম টেস্ট। এই টেস্ট জিতলেও ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলা নিয়ে রয়েছে অনেক যদি-কিন্তু। হারলে তো সিরিজটা রোহিত শর্মা, বিরাট কোহলিরা খুইয়ে ফেলবেন। একই সঙ্গে ফাইনালের প্রতিযোগিতা থেকে ছিটকে যাবে। এমন পরিস্থিতিতে বোমা ফাটিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, ‘সিরিজে একটা টেস্ট বাকি রয়েছে এবং এরপর চ্যাম্পিয়নস ট্রফি। যদি পারফরম্যানসের উন্নতি না হয়, তাহলে গৌতম গম্ভীরের জায়গাটাও নিরাপদ মনে হচ্ছে না।’
২০২৪ সালের ২৯ জুন বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে ভারত। তাতে ভারতের প্রধান কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের চাকরির মেয়াদ শেষ হয়ে যায়। দ্রাবিড়ের উত্তরসূরি কে হবেন, তা নিয়ে চলছিল অনেক জল্পনা-কল্পনা। শেষ পর্যন্ত গম্ভীর জুলাইয়ে প্রধান কোচ হলেও সেটা নাকি অনেকটা বাধ্য হয়ে করা হয়েছিল। বিসিসিআইয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘তিনি (গম্ভীর) কখনোই বিসিসিআইয়ের প্রথম পছন্দ ছিলেন না। ভিভিএস লক্ষণ ছিলেন প্রথম পছন্দ। আরও কিছু বিখ্যাত বিদেশির নাম ছিল। তে তারা তিন সংস্করণে কোচিং করাতে চাননি। অনেক বাধ্যবাধকতার ব্যাপার তো ছিলই।’
অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজে ৩০ উইকেট নিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারী জসপ্রীত বুমরা। ব্যাটিংয়ে ৩৫৯ রান করে সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক যশস্বী জয়সওয়াল। ভারতীয় ব্যাটারের ওপরে থাকা ট্রাভিস হেডের রান ৪১০। তবে দলের অধিনায়ক রোহিত শর্মা রীতিমতো ধুঁকছেন। ৩ টেস্টে ৫ ইনিংসে ব্যাটিং করে একবারই শুধু দুই অঙ্ক পেরোতে পেরেছেন। বিরাট কোহলি পার্থে প্রথম টেস্টে সেঞ্চুরির পর আর বড় ইনিংস খেলতে পারছেন না। একই ভুলের পুনরাবৃত্তি করছেন তিনি। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ভারত ১৮৪ রানে হারের পর গম্ভীরের মেজাজ হারানোর ঘটনাও ঘটেছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানা যায়, ভারতীয় ক্রিকেট দল চতুর্থ টেস্ট শেষে ড্রেসিংরুমে ফেরার পর গম্ভীর বলেছিলেন, ‘অনেক হয়েছে।’
রোহিত-কোহলি দুই ক্রিকেটারকে নিয়ে সমালোচনা চলছে সিরিজ জুড়েই। দলের সিনিয়র ক্রিকেটারদের ব্যাপারে বিসিসিআইয়ের নির্বাচকদের কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন। মার্ক ওয়াহ কোনো রাখঢাক না রেখেই হিন্দুস্তান টাইমসকে বলেছেন, ‘যদি আমি এই মুহূর্তে প্রধান নির্বাচক হতাম, তাহলে দ্বিতীয় ইনিংসের (মেলবোর্ন টেস্ট) কথা চিন্তা করতাম। সে (রোহিত) যদি এখানে রান না পায়, তাহলে তাকে বাদ দিয়ে সিডনি টেস্টে একাদশ তৈরি করতাম। এটা আমি রোহিতকে জানিয়েই দিতাম। শেষ টেস্টের জন্য বুমরাকে অধিনায়ক করতাম।’ বুমরা পার্থে রোহিতের অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
২ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৩ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৫ ঘণ্টা আগে