
দীর্ঘ অপেক্ষার খরা কাটিয়ে গত সেপ্টেম্বরে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিলেন বিরাট কোহলি। সেটি ছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। ১০২১ দিন পর পাওয়া সেঞ্চুরিতে জানান দিয়েছিলেন, ‘কিং কোহলি’ ফিরছেন। সেই কথা ঠিকই ফলতে শুরু করেছে।
গত ১০ ডিসেম্বরে ওয়ানডে সেঞ্চুরির অপেক্ষাও ফুরোয় কোহলির। চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে তাঁর সেঞ্চুরিটি আসে ১১১৬ দিন পর। এবার আরেকটি দীর্ঘ অপেক্ষার অবসান। ১১৪৪ দিন পর ঘরের মাটিতে দেখা গেল সেই চিরচেনা কোহলির সেঞ্চুরি উদ্যাপন। গতকাল গোয়াহাটিতে তাঁর বিধ্বংসী সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে রানের পাহাড় গড়ে জিতেছে ভারত।
লঙ্কানদের ৬৭ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। ভারতের দেওয়া ৩৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক দাসুন শানাকার সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩০৬ রানে থামে শ্রীলঙ্কা।
টসে জিতে শ্রীলঙ্কার ফিল্ডিং বেছে নেওয়া যে ভুল ছিল সেটি প্রমাণ করতে বেশিক্ষণ লাগেনি অধিনায়ক রোহিত শর্মা (৮৩) ও শুভমান গিলের (৭০)। ওপেনিং জুটিতে ভারতের স্কোরবোর্ডে ১৪৩ রান জমা করেন দুজনে। এই জুটি ভাঙলেও একটুর জন্যও স্বস্তি মেলেনি লঙ্কান বোলারদের। কোহলি এসে ৮০ বলে তুলে নেন সেঞ্চুরি। কাসুন রাজিথার তৃতীয় শিকার ও শেষ উইকেট হিসেবে সাজঘরে ফেরা এই ডানহাতি ব্যাটার ৮৭ বলে তাঁর ১১৩ রানের ইনিংসটি সাজান ১২ চার ও ১ ছয়ে। ভারত ৭ উইকেট হারিয়ে করে ৩৭৩ রান।
হারলেও জবাবটা ভালোই দিয়েছে শ্রীলঙ্কা। ৬৪ রানে ৩ উইকেট হারালেও ওপেনার পাথুম নিশানকার ৭২ ও ধনাঞ্জয়া ডি সিলভার ৪৭ রানের সুবাদে ধাক্কা সামাল দেয় তারা। ছয়ে ব্যাটিংয়ে এসে তাণ্ডব চালান শানাকা। তবে তার ৮৮ বলে ১২ চার ও ৩ ছয়ে সাজানো অপরাজিত ১০৮ রানের ইনিংসটি বৃথাই গেছে। ম্যাচ সেরা হয়েছেন কোহলি।

দীর্ঘ অপেক্ষার খরা কাটিয়ে গত সেপ্টেম্বরে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিলেন বিরাট কোহলি। সেটি ছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। ১০২১ দিন পর পাওয়া সেঞ্চুরিতে জানান দিয়েছিলেন, ‘কিং কোহলি’ ফিরছেন। সেই কথা ঠিকই ফলতে শুরু করেছে।
গত ১০ ডিসেম্বরে ওয়ানডে সেঞ্চুরির অপেক্ষাও ফুরোয় কোহলির। চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে তাঁর সেঞ্চুরিটি আসে ১১১৬ দিন পর। এবার আরেকটি দীর্ঘ অপেক্ষার অবসান। ১১৪৪ দিন পর ঘরের মাটিতে দেখা গেল সেই চিরচেনা কোহলির সেঞ্চুরি উদ্যাপন। গতকাল গোয়াহাটিতে তাঁর বিধ্বংসী সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে রানের পাহাড় গড়ে জিতেছে ভারত।
লঙ্কানদের ৬৭ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। ভারতের দেওয়া ৩৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক দাসুন শানাকার সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩০৬ রানে থামে শ্রীলঙ্কা।
টসে জিতে শ্রীলঙ্কার ফিল্ডিং বেছে নেওয়া যে ভুল ছিল সেটি প্রমাণ করতে বেশিক্ষণ লাগেনি অধিনায়ক রোহিত শর্মা (৮৩) ও শুভমান গিলের (৭০)। ওপেনিং জুটিতে ভারতের স্কোরবোর্ডে ১৪৩ রান জমা করেন দুজনে। এই জুটি ভাঙলেও একটুর জন্যও স্বস্তি মেলেনি লঙ্কান বোলারদের। কোহলি এসে ৮০ বলে তুলে নেন সেঞ্চুরি। কাসুন রাজিথার তৃতীয় শিকার ও শেষ উইকেট হিসেবে সাজঘরে ফেরা এই ডানহাতি ব্যাটার ৮৭ বলে তাঁর ১১৩ রানের ইনিংসটি সাজান ১২ চার ও ১ ছয়ে। ভারত ৭ উইকেট হারিয়ে করে ৩৭৩ রান।
হারলেও জবাবটা ভালোই দিয়েছে শ্রীলঙ্কা। ৬৪ রানে ৩ উইকেট হারালেও ওপেনার পাথুম নিশানকার ৭২ ও ধনাঞ্জয়া ডি সিলভার ৪৭ রানের সুবাদে ধাক্কা সামাল দেয় তারা। ছয়ে ব্যাটিংয়ে এসে তাণ্ডব চালান শানাকা। তবে তার ৮৮ বলে ১২ চার ও ৩ ছয়ে সাজানো অপরাজিত ১০৮ রানের ইনিংসটি বৃথাই গেছে। ম্যাচ সেরা হয়েছেন কোহলি।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এবার নিল নতুন মোড়। এখন পর্যন্ত বিসিবি ও আইসিসির পক্ষ থেকে আসেনি কোনো অগ্রগতি। সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নেওয়া হতে পারে। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন খবর। বাংলাদে
২ ঘণ্টা আগে
টেস্টে অস্ট্রেলিয়ার ইতিহাসের সেরা ব্যাটারদের একজন মনে করা হয় স্টিভ স্মিথকে। এই সংস্করণে প্রায় ১১০০০ রানের মালিক তিনি। যেভাবে এগোচ্ছেন তাতে ব্যাট-প্যাড তুলে রাখার পর কিংবদন্তির তকমা পাবেন সেটা বলাই যায়। রিশাদ হোসেনের চোখেও তাই স্মিথ একজন কিংবদন্তি।
২ ঘণ্টা আগে
টুর্নামেন্টের প্রথম অংশটা কী দারুণ ছিল রংপুর রাইডার্সের। প্রথম ৫ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে রংপুর। যার মধ্যে ছিল হ্যাটট্রিক জয়ের কীর্তিও। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর এবার চোখে সর্ষেফুল দেখছে। সিলেট স্টেডিয়ামে আজ রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স।
৩ ঘণ্টা আগে