নিজস্ব প্রতিবেদক,ঢাকা

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। ভারতের মাঠে টেস্ট সিরিজে বিধ্বস্ত হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। সেই রেশ কাটতে না কাটতেই শান্তরা দক্ষিণ আফ্রিকার কাছে মিরপুরে হেরেছেন বাজেভাবে।
টেস্টে দিনের প্রথম সেশনে বাংলাদেশের হাঁটু কাঁপার মতো অবস্থা খুবই পরিচিত ঘটনা। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট এই যে মাত্র শেষ হলো, সেখানে একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেছে। বাংলাদেশের ব্যাটাররা যেখানে অথৈ সাগরে হাবুডুবু খাচ্ছেন, সেখানে প্রোটিয়ারা ব্যাটিং করেছে সাবলীলভাবে।
১০৬ রানের লক্ষ্যে নেমে ২২ ওভারেই ৩ উইকেটে সেটা করে ফেলে এইডেন মার্করামের দক্ষিণ আফ্রিকা। ৭ উইকেটে হারের পর ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বলেন, ‘আমরা দল হিসেবে হেরে গেছি।আলাদাভাবে কারও ব্যাপারে কিছু বলতে চাইছি না। তবে আমরা দল হিসেবে ভালো ব্যাটিং করতে পারি। সবাই তো সেটা জানি।’
মিরপুরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শান্ত। চতুর্থ ইনিংসে ব্যাটিং করা কঠিন হবে দেখেই এমন সিদ্ধান্ত বলে বাংলাদেশ অধিনায়ক টসের সময় বলেছিলেন। কিন্তু কিসের কী! প্রথম ইনিংসে ১০৬ রানেই শেষ বাংলাদেশ। বেশির ভাগ উইকেটই ছিল দৃষ্টিকটু। এমনকি বাংলাদেশের দুই দিনে হেরে যাওয়ার শঙ্কাও তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সেই বিব্রতকর পরিস্থিতি থেকে কোনো রকমে রক্ষা পেয়েছেন শান্তরা। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এমন পরিস্থিতিতে এটা আমরা আগে কখনো করিনি। নতুন বলের বিপক্ষে খেলতে ব্যাটারদের দায় নিতেই হবে।’
দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে করেছে ৩০৮ রান। ২০২ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে পরিণত হয় ১১২ রানে। তৃতীয় দিনে এমন হতশ্রী অবস্থা থেকে বাংলাদেশকে টেনে তোলার দায়িত্ব নেন মেহেদী হাসান মিরাজ। সপ্তম উইকেটে জাকের আলী অনিকের সঙ্গে ১৩৮ রানের জুটি গড়তে অবদান রাখেন মিরাজ। বাংলাদেশ যে দ্বিতীয় ইনিংসে ৩০৭ রান করেছে, সেখানে সর্বোচ্চ ৯৭ রান মিরাজের।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিরাজের পাশাপাশি তাইজুল ইসলামের কথাও এসেছে। এই ম্যাচে তিনি নিয়েছেন ৮ উইকেট, যার মধ্যে প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার মনে ভয় ধরিয়ে দিয়েছিলেন। এরপর প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসের ৩ উইকেটের ৩টাই নেন তাইজুল। শান্ত বলেন, ‘অবশ্যই বড় পাওয়া (তাইজুল, মিরাজ)। আমরা ২০০ রানে পিছিয়ে ছিলাম। মিরাজ যেভাবে ব্যাটিং করেছে, সেটা অনেক আত্মবিশ্বাস জুগিয়েছে।’
আরও পড়ুন:

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। ভারতের মাঠে টেস্ট সিরিজে বিধ্বস্ত হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। সেই রেশ কাটতে না কাটতেই শান্তরা দক্ষিণ আফ্রিকার কাছে মিরপুরে হেরেছেন বাজেভাবে।
টেস্টে দিনের প্রথম সেশনে বাংলাদেশের হাঁটু কাঁপার মতো অবস্থা খুবই পরিচিত ঘটনা। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট এই যে মাত্র শেষ হলো, সেখানে একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেছে। বাংলাদেশের ব্যাটাররা যেখানে অথৈ সাগরে হাবুডুবু খাচ্ছেন, সেখানে প্রোটিয়ারা ব্যাটিং করেছে সাবলীলভাবে।
১০৬ রানের লক্ষ্যে নেমে ২২ ওভারেই ৩ উইকেটে সেটা করে ফেলে এইডেন মার্করামের দক্ষিণ আফ্রিকা। ৭ উইকেটে হারের পর ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বলেন, ‘আমরা দল হিসেবে হেরে গেছি।আলাদাভাবে কারও ব্যাপারে কিছু বলতে চাইছি না। তবে আমরা দল হিসেবে ভালো ব্যাটিং করতে পারি। সবাই তো সেটা জানি।’
মিরপুরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শান্ত। চতুর্থ ইনিংসে ব্যাটিং করা কঠিন হবে দেখেই এমন সিদ্ধান্ত বলে বাংলাদেশ অধিনায়ক টসের সময় বলেছিলেন। কিন্তু কিসের কী! প্রথম ইনিংসে ১০৬ রানেই শেষ বাংলাদেশ। বেশির ভাগ উইকেটই ছিল দৃষ্টিকটু। এমনকি বাংলাদেশের দুই দিনে হেরে যাওয়ার শঙ্কাও তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সেই বিব্রতকর পরিস্থিতি থেকে কোনো রকমে রক্ষা পেয়েছেন শান্তরা। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এমন পরিস্থিতিতে এটা আমরা আগে কখনো করিনি। নতুন বলের বিপক্ষে খেলতে ব্যাটারদের দায় নিতেই হবে।’
দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে করেছে ৩০৮ রান। ২০২ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে পরিণত হয় ১১২ রানে। তৃতীয় দিনে এমন হতশ্রী অবস্থা থেকে বাংলাদেশকে টেনে তোলার দায়িত্ব নেন মেহেদী হাসান মিরাজ। সপ্তম উইকেটে জাকের আলী অনিকের সঙ্গে ১৩৮ রানের জুটি গড়তে অবদান রাখেন মিরাজ। বাংলাদেশ যে দ্বিতীয় ইনিংসে ৩০৭ রান করেছে, সেখানে সর্বোচ্চ ৯৭ রান মিরাজের।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিরাজের পাশাপাশি তাইজুল ইসলামের কথাও এসেছে। এই ম্যাচে তিনি নিয়েছেন ৮ উইকেট, যার মধ্যে প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার মনে ভয় ধরিয়ে দিয়েছিলেন। এরপর প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসের ৩ উইকেটের ৩টাই নেন তাইজুল। শান্ত বলেন, ‘অবশ্যই বড় পাওয়া (তাইজুল, মিরাজ)। আমরা ২০০ রানে পিছিয়ে ছিলাম। মিরাজ যেভাবে ব্যাটিং করেছে, সেটা অনেক আত্মবিশ্বাস জুগিয়েছে।’
আরও পড়ুন:

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ এক কীর্তি গড়লেন মৃত্যুঞ্জয় চৌধুরী। দেশের ক্রিকেটের সবচেয়ে ব্যয়বহুল এই টুর্নামেন্টে প্রথম বোলার হিসেবে দুবার হ্যাটট্রিক করলেন এই বাঁ হাতি পেসার। আজ নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে দ্বিতীয় হ্যাটট্রিকের দেখা পান তিনি।
১ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল থেকে বাদ পড়ার ঘটনায় সমালোচনার ঝড় যেন থামছেই না। বিষয়টি নিয়ে এখন দ্বন্দ্ব তৈরি হয়েছে দেশের ক্রিকেটেই। যেখানে জড়িয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং দেশের ইতিহাসের সেরা ব্যাটারদের একজন তামিম ইকবালের নাম।
২ ঘণ্টা আগে
ভারতীয় হিন্দুত্ববাদী গোষ্ঠীর চাপের মুখে পড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল থেকে বাদ দেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে। বিষয়টি নিয়ে গত কয়েক দিন ধরে উত্তেজনা চলছে ক্রিকেটবিশ্বে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক মনে করেন, মোস্তাফিজের জায়গায় লিটন দাস কিংবা সৌম্
৪ ঘণ্টা আগে
পার্থ স্করচার্সের পর সিডনি থান্ডারের বিপক্ষে উইকেটের দেখা পাননি রিশাদ হোসেন। টানা দুই ম্যাচ উইকেটশূন্য থাকার পর অ্যাডিলেড স্টাইকার্সের বিপক্ষে বল হাতে নিজের সেরাটাই দিলেন এই লেগস্পিনার। দুর্দান্ত বোলিংয়ে আজ ৩ উইকেট তুলে নিয়েছেন তিনি। এমন বোলিংয়ের পর হোবার্ট হারিকেন্সের অধিনায়ক নাথান এলিসের প্রশংসা ক
৪ ঘণ্টা আগে