ওয়ানডেতে অধিনায়কত্ব ছাড়তে চাননি বিরাট কোহলি। কিন্তু সাদা বলে এক অধিনায়ক নীতিতে চলতে চাওয়া ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কোহলিকে সরিয়ে নেতৃত্ব দেয় রোহিত শর্মাকে। এর জেরে সম্প্রতি টেস্ট অধিনায়কত্বও ছেড়ে দেন কোহলি। নেতৃত্বহীন কোহলির প্রথম ম্যাচে শুরুটা ভালো হয়নি ভারতের। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার কাছে ৩১ রানে হেরেছে ভারত।
পার্লে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ২৯৬ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ভালো শুরু করেও ৮ উইকেটে ২৬৫ রানের বেশি করতে পারেনি ভারত।
ব্যাটিংয়ে নেমে ১৯ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ৬ রান করে আউট হন ইয়ানেমান মালান। দলীয় ৫৮ রানে ফিরে যান কুইন্টন ডি ককও (২৭)। ৪ রানের বেশি করতে পারেননি এইডেন মার্করামও। এরপর অবশ্য দারুণ এক জুটিতে দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে নেন তেম্বা বাভুমা ও ফন ডার দুসেন। এ দুজন মিলে গড়েন ২০৪ রানের অসাধারণ এক জুটি। সেঞ্চুরি তুলে নেন দুজনই। বাভুমা ১১০ রান করে আউট হলেও, ১২৯ রানে অপরাজিত থাকেন দুসেন। ভারতের হয়ে ৪৮ রান দিয়ে ২ উইকেট নেন জসপ্রীত বুমরা।
জবাবে শেখর ধাওয়ান (৭৯), বিরাট কোহলি (৫১) ও শার্দুল ঠাকুরের (৫০ *) ফিফটির পরও ২৬৫ রানের বেশি করতে পারেনি ভারত। ম্যাচসেরা হয়েছেন সেঞ্চুরিয়ান দুসেন।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না, সেটা জানতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে যখন দোটানায় লিটন দাস, তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমরা, তখন নিয়মিতই তাঁদের সমর্থন দিচ্ছে পাকিস্তান। এবার পাকিস্তানের বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা আরও একটু বেড়েছে।
৪ মিনিট আগে
সৌদি আরবের আল নাসর ক্লাবের হয়ে একের পর এক গোল করে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে ভারী হচ্ছে রোনালদোর রেকর্ডের পাল্লাও। মধ্যপ্রাচ্যের দেশে যখন একের পর এক কীর্তিতে ব্যস্ত, তখন তাঁর জন্মভূমিতে তাঁরই ভাস্কর্যে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
২৯ মিনিট আগে
৪-২ গোলের জয়ের স্কোরকার্ড দেখে বার্সেলোনার জয়টা আয়েশি মনে হতেই পারে। তবে এটুকু দেখে পুরোটা বোঝা যায় না। প্রাগের ফরচুনা অ্যারেনাতে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে স্লাভিয়া প্রাহার বিপক্ষে খেলতে বার্সেলোনাকে যুদ্ধ করতে হয়েছিল আবহাওয়ার সঙ্গেও। শুধু তা-ই নয়, ম্যাচ শেষে বার্সা পেয়েছে একগাদা দুঃসংবাদ।
১ ঘণ্টা আগে
এই জয় তো এই হার—২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের যাত্রাটা চলছে এভাবেই। উইন্ডহোকে ১৫ জানুয়ারি তানজানিয়াকে ৫ উইকেটে হারিয়েছিল উইন্ডিজ। একই মাঠে ১৮ জানুয়ারি আফগানিস্তানের কাছে ১৩৮ রানে হেরেছে ক্যারিবীয়রা। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে উইন্ডিজ।
২ ঘণ্টা আগে