
মাইকেল স্ল্যাটারের সময়টা ভালো যাচ্ছে না মোটেও। একের পর এক অভিযোগের তির তাঁর দিকে। অভিযোগের বোঝায় জর্জরিত অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার এখন পুলিশের রিমান্ডে।
স্ল্যাটারের বিরুদ্ধে এক ডজনেরও বেশি অভিযোগ থাকায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ইউরোপীয় সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান, ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোসহ বিভিন্ন সংবাদমাধ্যমে অস্ট্রেলিয়ার ব্যাটারের রিমান্ডে যাওয়ার কথা জানা গেছে। অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় কুইনসল্যান্ডের সানশাইন কোস্টে অপরাধকর্মের পরিপ্রেক্ষিতে ১৯ অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। কাউকে অযাচিতভাবে উত্ত্যক্ত করা, ভয় দেখানোর মতো ঘরোয়া সহিংসতামূলক অভিযোগ রয়েছে। এ ছাড়া রাতে কারও সঙ্গে ঝগড়ায় জড়ানো, বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতন যেমন কাউকে শ্বাস রোধ করার মতো অভিযোগও রয়েছে। ঘটনাগুলো হিসেব করা হয়েছে ২০২৩-এর ৫ ডিসেম্বর থেকে এ বছরের ১২ এপ্রিল পর্যন্ত।
একই সঙ্গে স্ল্যাটারের বিরুদ্ধে জামিনের আইন ভঙ্গের অভিযোগ উঠেছে। ঘরোয়া সহিংসতাবিরোধী আইন ভাঙার ১০ অভিযোগ আনা হয়েছিল। সানসাইন কোস্টের নুসা হেডস এলাকায় ৫৪ বছর বয়সী এক ব্যক্তিকে শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছেন। এখানে ঘরোয়া সহিংস ঘটনাগুলো নিয়ে গত কদিন ধরে আলোচনা চলছে।
স্ল্যাটারের বিরুদ্ধে অভিযোগের ঘটনা এবারই প্রথম নয়। ২০২১-এর মে মাসে আইপিএল যখন হঠাৎ বন্ধ হয়ে যায়, তখন ভারত থেকে মালদ্বীপে ট্রানজিট নিয়ে অস্ট্রেলিয়ায় যেতে হয়। মালদ্বীপের এক পানশালায় ডেভিড ওয়ার্নারের সঙ্গে ঝগড়া-হাতাহাতিতে জড়ানোর অভিযোগ উঠেছিল। একই বছরের অক্টোবরে পারিবারিক সহিংসতায় গ্রেপ্তারও হয়েছিলেন স্ল্যাটার।
১৯৯৩ সালের ৩ জুন অ্যাশেজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় স্ল্যাটারের। ২০০৪ পর্যন্ত দীর্ঘ ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ৭৪ টেস্ট ও ৪২ ওয়ানডে। ১১৬ ম্যাচে ৩৮.১৭ গড়ে করেছেন ৬ হাজার ২৯৯ রান। ১৪ সেঞ্চুরির পাশাপাশি করেন ৩০ ফিফটি।
আরও পড়ুন:

মাইকেল স্ল্যাটারের সময়টা ভালো যাচ্ছে না মোটেও। একের পর এক অভিযোগের তির তাঁর দিকে। অভিযোগের বোঝায় জর্জরিত অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার এখন পুলিশের রিমান্ডে।
স্ল্যাটারের বিরুদ্ধে এক ডজনেরও বেশি অভিযোগ থাকায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ইউরোপীয় সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান, ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোসহ বিভিন্ন সংবাদমাধ্যমে অস্ট্রেলিয়ার ব্যাটারের রিমান্ডে যাওয়ার কথা জানা গেছে। অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় কুইনসল্যান্ডের সানশাইন কোস্টে অপরাধকর্মের পরিপ্রেক্ষিতে ১৯ অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। কাউকে অযাচিতভাবে উত্ত্যক্ত করা, ভয় দেখানোর মতো ঘরোয়া সহিংসতামূলক অভিযোগ রয়েছে। এ ছাড়া রাতে কারও সঙ্গে ঝগড়ায় জড়ানো, বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতন যেমন কাউকে শ্বাস রোধ করার মতো অভিযোগও রয়েছে। ঘটনাগুলো হিসেব করা হয়েছে ২০২৩-এর ৫ ডিসেম্বর থেকে এ বছরের ১২ এপ্রিল পর্যন্ত।
একই সঙ্গে স্ল্যাটারের বিরুদ্ধে জামিনের আইন ভঙ্গের অভিযোগ উঠেছে। ঘরোয়া সহিংসতাবিরোধী আইন ভাঙার ১০ অভিযোগ আনা হয়েছিল। সানসাইন কোস্টের নুসা হেডস এলাকায় ৫৪ বছর বয়সী এক ব্যক্তিকে শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছেন। এখানে ঘরোয়া সহিংস ঘটনাগুলো নিয়ে গত কদিন ধরে আলোচনা চলছে।
স্ল্যাটারের বিরুদ্ধে অভিযোগের ঘটনা এবারই প্রথম নয়। ২০২১-এর মে মাসে আইপিএল যখন হঠাৎ বন্ধ হয়ে যায়, তখন ভারত থেকে মালদ্বীপে ট্রানজিট নিয়ে অস্ট্রেলিয়ায় যেতে হয়। মালদ্বীপের এক পানশালায় ডেভিড ওয়ার্নারের সঙ্গে ঝগড়া-হাতাহাতিতে জড়ানোর অভিযোগ উঠেছিল। একই বছরের অক্টোবরে পারিবারিক সহিংসতায় গ্রেপ্তারও হয়েছিলেন স্ল্যাটার।
১৯৯৩ সালের ৩ জুন অ্যাশেজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় স্ল্যাটারের। ২০০৪ পর্যন্ত দীর্ঘ ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ৭৪ টেস্ট ও ৪২ ওয়ানডে। ১১৬ ম্যাচে ৩৮.১৭ গড়ে করেছেন ৬ হাজার ২৯৯ রান। ১৪ সেঞ্চুরির পাশাপাশি করেন ৩০ ফিফটি।
আরও পড়ুন:

রাজশাহী ওয়ারিয়র্সের কাছে সুপার ওভারের হারের ক্ষত নিয়ে সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ আর হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো না নুরুল হাসানের সোহানের দলকে। সিলেটকে ৬ উইকেটে হারিয়েছে তারা।
১০ ঘণ্টা আগে
দীর্ঘ ৮ বছর পর জিম্বাবুয়ে দলে প্রত্যাবর্তন হয় গ্রায়েম ক্রেমারের। ফেরার পর জাতীয় দলের জার্সিতে খেলেছেন মাত্র ২ ম্যাচ। এবার আরও একটি সুখবর পেলেন এই লেগস্পিনার। তাঁকে রেখেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
১০ ঘণ্টা আগে
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যথারীতি অধিনায়ক হিসেবে আছেন আজিজুল হাকিম তামিম। তাঁর সহকারীর ভূমিকায় রাখা হয়েছে জাওয়াদ আবরারকে।
১১ ঘণ্টা আগে
সময়টা এখন মোস্তাফিজুর রহমানের। কিছুদিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হয়েছেন এই বাঁ হাতি পেসার। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) দুবাই ক্যাপিটালসের হয়ে পার করেছেন দারুণ সময়। এবার দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন মোস্তাফিজ।
১২ ঘণ্টা আগে