ক্রীড়া ডেস্ক

বুলাওয়েতে চলছে জিম্বাবুয়ে-পাকিস্তান সীমিত ওভারের ক্রিকেট সিরিজ। ছয় ম্যাচের মধ্যে কেবল হয়েছে দুই ম্যাচ। দ্বিপক্ষীয় এই সিরিজ চলার মাঝপথেই ধাক্কা খেল পাকিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে সফরকারী দলের দুই ক্রিকেটারের সিরিজ শেষ হয়ে গেছে।
চোটে পড়ায় জিম্বাবুয়ে সিরিজের বাকি অংশে আর খেলতে পারবেন না পাকিস্তানের দুই পেসার আহমেদ দানিয়াল ও শাহনেওয়াজ দাহানি। আহমেদ হ্যামস্ট্রিংয়ের চোটে আক্রান্ত হয়েছেন। গোড়ালিতে চোট পেয়েছেন দাহানি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক বিবৃতিতে জানা গেছে, প্রাথমিক স্ক্যান ও চিকিৎসা সংক্রান্ত মূল্যায়নের পর তাঁরা পাকিস্তানে ফিরবেন। দাহানি, দানিয়াল রোববার অনুশীলন সেশনের সময় চোট পেয়েছেন।
দানিয়াল ও দাহানির পরিবর্তে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তান দলে ডাক পেয়েছেন আব্বাস আফ্রিদি ও জাহানদাদ খান। শেষ ওয়ানডের আগে বুলাওয়েতে যোগ দেবেন আফ্রিদি ও জাহানদাদ। বুলাওয়ের কুইনস স্পোর্টস ক্লাবে আগামীকাল হবে জিম্বাবুয়ে-পাকিস্তান সিরিজ নির্ধারণী ওয়ানডে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দল দুটি। টি-টোয়েন্টি সিরিজের দলে আগে থেকেই আছেন আফ্রিদি ও জাহানদাদ। এবার দানিয়াল ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্তে টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন আমির জামাল।
বুলাওয়েতে ২৪ নভেম্বর বৃষ্টি আইনে পাকিস্তানকে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে হারিয়েছিল জিম্বাবুয়ে। ৪৮ ঘণ্টা পর একই মাঠে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। গতকাল দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তান ১৯০ বল হাতে রেখে তুলে নেয় ১০ উইকেটের বিশাল জয়। ৫৩ বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন সাইম আইয়ুব। বর্তমানে ওয়ানডে সিরিজ ১-১ সমতায়। আগামীকাল ওয়ানডে সিরিজ শেষে বুলাওয়েতে ১ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। একই মাঠে ৩ ও ৫ ডিসেম্বর হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান দল
সালমান আলী আগা (অধিনায়ক), আরাফাত মিনহাস, হাসিবউল্লাহ, সাহিবজাদা ফারহান,জাহানদাদ খান, সুফিয়ান মুকিম, মোহাম্মদ হাসনাইন, তৈয়ব তাহির, আমির জামাল, উসমান খান, হারিস রউফ, আব্বাস আফ্রিদি, কাসিম আকরাম, ওমাইর বিন ইউসুফ, ইরফান খান

বুলাওয়েতে চলছে জিম্বাবুয়ে-পাকিস্তান সীমিত ওভারের ক্রিকেট সিরিজ। ছয় ম্যাচের মধ্যে কেবল হয়েছে দুই ম্যাচ। দ্বিপক্ষীয় এই সিরিজ চলার মাঝপথেই ধাক্কা খেল পাকিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে সফরকারী দলের দুই ক্রিকেটারের সিরিজ শেষ হয়ে গেছে।
চোটে পড়ায় জিম্বাবুয়ে সিরিজের বাকি অংশে আর খেলতে পারবেন না পাকিস্তানের দুই পেসার আহমেদ দানিয়াল ও শাহনেওয়াজ দাহানি। আহমেদ হ্যামস্ট্রিংয়ের চোটে আক্রান্ত হয়েছেন। গোড়ালিতে চোট পেয়েছেন দাহানি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক বিবৃতিতে জানা গেছে, প্রাথমিক স্ক্যান ও চিকিৎসা সংক্রান্ত মূল্যায়নের পর তাঁরা পাকিস্তানে ফিরবেন। দাহানি, দানিয়াল রোববার অনুশীলন সেশনের সময় চোট পেয়েছেন।
দানিয়াল ও দাহানির পরিবর্তে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তান দলে ডাক পেয়েছেন আব্বাস আফ্রিদি ও জাহানদাদ খান। শেষ ওয়ানডের আগে বুলাওয়েতে যোগ দেবেন আফ্রিদি ও জাহানদাদ। বুলাওয়ের কুইনস স্পোর্টস ক্লাবে আগামীকাল হবে জিম্বাবুয়ে-পাকিস্তান সিরিজ নির্ধারণী ওয়ানডে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দল দুটি। টি-টোয়েন্টি সিরিজের দলে আগে থেকেই আছেন আফ্রিদি ও জাহানদাদ। এবার দানিয়াল ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্তে টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন আমির জামাল।
বুলাওয়েতে ২৪ নভেম্বর বৃষ্টি আইনে পাকিস্তানকে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে হারিয়েছিল জিম্বাবুয়ে। ৪৮ ঘণ্টা পর একই মাঠে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। গতকাল দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তান ১৯০ বল হাতে রেখে তুলে নেয় ১০ উইকেটের বিশাল জয়। ৫৩ বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন সাইম আইয়ুব। বর্তমানে ওয়ানডে সিরিজ ১-১ সমতায়। আগামীকাল ওয়ানডে সিরিজ শেষে বুলাওয়েতে ১ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। একই মাঠে ৩ ও ৫ ডিসেম্বর হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান দল
সালমান আলী আগা (অধিনায়ক), আরাফাত মিনহাস, হাসিবউল্লাহ, সাহিবজাদা ফারহান,জাহানদাদ খান, সুফিয়ান মুকিম, মোহাম্মদ হাসনাইন, তৈয়ব তাহির, আমির জামাল, উসমান খান, হারিস রউফ, আব্বাস আফ্রিদি, কাসিম আকরাম, ওমাইর বিন ইউসুফ, ইরফান খান

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে হবে নাকি শ্রীলঙ্কায়, তা নিয়ে এখনো জটিলতা কাটেনি। এরই মধ্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিস্ফোরক এক বক্তব্য দিয়েছেন।
৩ ঘণ্টা আগে