Ajker Patrika

জানা গেল বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণার তারিখ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
আপডেট : ০৭ মে ২০২৪, ১৪: ০৭
জানা গেল বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণার তারিখ

বিশ্বকাপ দল ঘোষণার তারিখ নিয়ে বেশ প্রশ্ন শুনতে হচ্ছে বিসিবির নীতিনির্ধারকদের। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পরশু সাংবাদিকদের জানিয়েছিলেন, দল তৈরি। চোট সমস্যার কারণে দেরি হতে পারে।

এই মুহূর্তে চোট সমস্যা আছে সৌম্য সরকারের। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিট সৌম্যকেই নিয়ে যেতে চায় বাংলাদেশ। পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে থাকা এই বাঁহাতি ওপেনার এখনো পুরোপুরি ফিট হতে পারেননি। সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজে পাওয়া ঘাড়ের চোট সেরে গেলেও তাঁর পায়ের চোট ছিল কিছুটা গুরুতর। ফিট না হওয়ায় জিম্বাবুয়ে সিরিজে প্রথম তিন টি-টোয়েন্টি দলেও সুযোগ হয়নি তাঁর। সৌম্যকে নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী অবশ্য গতকাল বলেছেন, ‘সৌম্য এখন ভালো অবস্থায় আছে। ৯ মের দিকে তার একটা পরীক্ষা হতে পারে।’ 

বিসিবি সূত্র জানিয়েছে, ঢাকা পর্বে শেষ দুই টি-টোয়েন্টির দলে ফিরতে পারেন সৌম্য। তবে আইপিএল খেলে দেশে ফেরা মোস্তাফিজুর রহমানকে নিয়ে আলোচনা আছে জিম্বাবুয়ে সিরিজে পুরোপুরি বিশ্রামের। গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টি দেখতে চট্টগ্রামে আসেন তিন নির্বাচক—গাজী আশরাফ হোসেন লিপু, আবদুর রাজ্জাক ও হান্নান সরকার। ঢাকা পর্বের শেষ দুই টি-টোয়েন্টির দল চূড়ান্ত করতে বসেন তাঁরা। 

বিসিবির এক নির্বাচক জানিয়েছেন, কাল শেষ দুই টি-টোয়েন্টির দল ঘোষণা করবেন তাঁরা। জিম্বাবুয়ে সিরিজের শেষে বিশ্বকাপের দল ঘোষণা হবে। সে হিসেবে বিশ্বকাপের দল ঘোষণা হতে পারে ১২ মে সিরিজের শেষ ম্যাচের দিন কিংবা সিরিজ শেষের পরের দিন অর্থাৎ ১৩ মে। বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রে রওনা দেবে ১৬ মে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত