ক্রীড়া ডেস্ক

ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসকে বহুল প্রচলিত এই কথাটি সামনে চলে আসে। একই রকম অপরাধ ফ্র্যাঞ্চাইজিটি আবারও করেছে। অধিনায়ক সঞ্জু স্যামসনকে করা হয়েছে মোটা অঙ্কের টাকা জরিমানা।
এবারের আইপিএলে এই নিয়ে দু্ইবার স্লো-ওভার রেটের অপরাধ করেছে রাজস্থান রয়্যালস। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত রাতে তারা খেলেছে গুজরাট টাইটান্সের বিপক্ষে। ম্যাচ শেষে রাজস্থান অধিনায়ক স্যামসনকে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৩৪ লাখ টাকা।আইপিএলের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুসারে, একই মৌসুমে কোনো দলের দুইবার স্লো-ওভার রেটের ঘটনা ঘটলে অধিনায়ককে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়ে থাকে। অধিনায়ক ছাড়া বাকি ক্রিকেটারদের ৬ লাখ রুপি অথবা ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়। ইমপ্যাক্ট খেলোয়াড়ের শাস্তিও হবে এই নিয়ম মেনে।
রাজস্থানের এর আগে স্লো-ওভার রেটের ঘটনা ঘটেছে ৩০ মার্চ গুয়াহাটিতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। সেবার রাজস্থানের অধিনায়ক ছিলেন রিয়ান পরাগ। তাঁকে করা হয়েছিল ১২ লাখ রুপি জরিমানা (১৭ লাখ টাকা)। সেই ম্যাচে স্যামসন খেলেছিলেন ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে। রাজস্থান পেয়েছিল ৬ রানের রুদ্ধশ্বাস জয়। আর গত রাতে গুজরাট টাইটান্সের কাছে রাজস্থান হারে ৫৮ রানে। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া গুজরাট করে ৬ উইকেটে ২১৭ রান। রাজস্থান গুটিয়ে গেছে পুরো ২০ ওভার খেলার আগেই। ১৯.২ ওভারে ১৫৯ রানে অলআউট হয়েছে।
স্লো-ওভার রেটের কারণে শাস্তি শুধু রাজস্থান একাই পায়নি। একই অপরাধে শাস্তি পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও। মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া, বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদার-দুজনকেই ১২ লাখ রুপি করে জরিমানা করা হয়েছিল। রাজস্থানকে গত রাতে ৫৮ রানে হারিয়ে গুজরাট এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। ৫ ম্যাচে ৪ জয় ও ১ হারে এখন তাদের ৮ পয়েন্ট। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে আজ রাতে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-দিল্লি ক্যাপিটালস। দুই দলেরই পয়েন্ট ৬। তবে নেট রানরেটের কারণে দুই ও তিনে দিল্লি ও বেঙ্গালুরু। দিল্লি এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি।
আরও পড়ুন:

ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসকে বহুল প্রচলিত এই কথাটি সামনে চলে আসে। একই রকম অপরাধ ফ্র্যাঞ্চাইজিটি আবারও করেছে। অধিনায়ক সঞ্জু স্যামসনকে করা হয়েছে মোটা অঙ্কের টাকা জরিমানা।
এবারের আইপিএলে এই নিয়ে দু্ইবার স্লো-ওভার রেটের অপরাধ করেছে রাজস্থান রয়্যালস। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত রাতে তারা খেলেছে গুজরাট টাইটান্সের বিপক্ষে। ম্যাচ শেষে রাজস্থান অধিনায়ক স্যামসনকে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৩৪ লাখ টাকা।আইপিএলের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুসারে, একই মৌসুমে কোনো দলের দুইবার স্লো-ওভার রেটের ঘটনা ঘটলে অধিনায়ককে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়ে থাকে। অধিনায়ক ছাড়া বাকি ক্রিকেটারদের ৬ লাখ রুপি অথবা ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়। ইমপ্যাক্ট খেলোয়াড়ের শাস্তিও হবে এই নিয়ম মেনে।
রাজস্থানের এর আগে স্লো-ওভার রেটের ঘটনা ঘটেছে ৩০ মার্চ গুয়াহাটিতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। সেবার রাজস্থানের অধিনায়ক ছিলেন রিয়ান পরাগ। তাঁকে করা হয়েছিল ১২ লাখ রুপি জরিমানা (১৭ লাখ টাকা)। সেই ম্যাচে স্যামসন খেলেছিলেন ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে। রাজস্থান পেয়েছিল ৬ রানের রুদ্ধশ্বাস জয়। আর গত রাতে গুজরাট টাইটান্সের কাছে রাজস্থান হারে ৫৮ রানে। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া গুজরাট করে ৬ উইকেটে ২১৭ রান। রাজস্থান গুটিয়ে গেছে পুরো ২০ ওভার খেলার আগেই। ১৯.২ ওভারে ১৫৯ রানে অলআউট হয়েছে।
স্লো-ওভার রেটের কারণে শাস্তি শুধু রাজস্থান একাই পায়নি। একই অপরাধে শাস্তি পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও। মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া, বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদার-দুজনকেই ১২ লাখ রুপি করে জরিমানা করা হয়েছিল। রাজস্থানকে গত রাতে ৫৮ রানে হারিয়ে গুজরাট এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। ৫ ম্যাচে ৪ জয় ও ১ হারে এখন তাদের ৮ পয়েন্ট। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে আজ রাতে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-দিল্লি ক্যাপিটালস। দুই দলেরই পয়েন্ট ৬। তবে নেট রানরেটের কারণে দুই ও তিনে দিল্লি ও বেঙ্গালুরু। দিল্লি এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি।
আরও পড়ুন:

রেকর্ড দামে নিয়েও মোস্তাফিজুর রহমানের কলকাতা নাইট রাইডার্সের ছেড়ে দেওয়ার ঘটনায় তোলপাড় বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। ক্রিকেটের বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে সিলেটে আজ ‘মিনি বিসিবি’ উদ্বোধন করলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যম কর্মীদের কাছে অবশ্য মিনি বিসিবির চেয়ে বেশি জানার আগ্র
১ ঘণ্টা আগে
অবিশ্বাস্য কিছু করে ফেলার দুয়ারেই ছিল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। শেষ ১৩ মিনিটে যেভাবে মেলে ধরে নিজেদের, তাতে বসুন্ধরা কিংসের কাঁপুনি ছুটে যায়। ৩ গোলে এগিয়ে থেকেও হারের শঙ্কায় ছিল মারিও গোমেসের দল। শেষ পর্যন্ত মাঠ ছাড়ে ৩-৩ গোলের ড্র নিয়ে
২ ঘণ্টা আগে
নারী শুটারদের যৌন ও মানসিক নিপীড়নের অভিযোগ থাকা বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের যুগ্ম সম্পাদক জিএম হায়দার সাজ্জাদকে পদ থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ১ জানুয়ারি এনএসসির নির্বাহী পরিচালক মোঃ দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়ে
৪ ঘণ্টা আগে
চলতি বিগ ব্যাশে হোবার্টে হারিকেন্সের হয়ে দুর্দান্ত বোলিং করছেন রিশাদ হোসেন। সিডনি থান্ডারের হয়ে আজ উইকেট না পেলেও সবচেয়ে কম রান দিয়েছেন এই লেগস্পিনার। রিশাদের হিসেবি বোলিংয়ের দিনে বিগ ব্যাশে নিজের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন ডেভিড ওয়ার্নার।
৪ ঘণ্টা আগে