ক্রীড়া ডেস্ক

হারের বৃত্ত থেকে অবশেষে বেরোতে পেরেছে রাজস্থান রয়্যালস। টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করা রাজস্থান গত রাতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে পেয়েছে রুদ্ধশ্বাস জয়। কিন্তু উৎসবের মুহূর্তটা মাটি হতে বেশি সময় লাগেনি রিয়ান পরাগের। তাঁকে শাস্তি দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময় গতকাল রাত ৮টায় শুরু হওয়া চেন্নাই সুপার কিংস-রাজস্থান রয়্যালস ম্যাচ শেষ হতে হতে প্রায় ১২টা বেজেছে। গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে প্রায় ৪ ঘণ্টা ধরে চলা ম্যাচে মহেন্দ্র সিং ধোনি, রুতুরাজ গায়কোয়াড়ের চেন্নাইয়ের বিপক্ষে ৭ রানে জিতেছে রাজস্থান। এই ম্যাচেই স্লো-ওভার রেটের কারণে রাজস্থান অধিনায়ক পরাগকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ১৭ লাখ টাকা। আইপিএল এক বিবৃতিতে বলেছে, ‘আইপিএলের আচরণবিধির ২.২ অনুচ্ছেদ অনুসারে এটা তাদের দলের (রাজস্থান) প্রথম অপরাধ। স্লো-ওভার রেটের কারণে সংশ্লিষ্ট থাকায় পান্ডিয়ার জরিমানা হয়েছে ১২ লাখ রুপি।’
গুয়াহাটিতে টস জিতে গতকাল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন চেন্নাই অধিনায়ক গায়কোয়াড়। নীতিশ রানার ঝোড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতেই (প্রথম ৬ ওভার) ১ উইকেটে ৭৯ রান তুলে ফেলে রাজস্থান। তবে চেন্নাইয়ের দুর্দান্ত বোলিংয়ে বিধ্বংসী এই শুরু ধরে রাখতে পারেনি রাজস্থান। ২০ ওভারে ৯ উইকেটে ১৮২ রানে থেমে যায় রাজস্থানের ইনিংস। ১৮৩ রানের লক্ষ্যে নামা চেন্নাইয়ের ইনিংস যতই শেষের দিকে গড়িয়েছে, ঝোড়ো ব্যাটিংয়ে ধোনি বাড়াতে থাকেন ম্যাচের রোমাঞ্চ। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৬ রানে থেমে যায় চেন্নাই। রাজস্থানের ৬ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন রানা। ৩৬ বলে ১০ চার ও ৫ ছক্কায় করেছেন ৮১ রান।
এবারের আইপিএলে পরাগ দ্বিতীয় অধিনায়ক হিসেবে স্লো-ওভার রেটের শাস্তি পেয়েছেন। এর আগে এমন শাস্তি পেয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পরশু রাতে গুজরাট টাইটান্সের বিপক্ষে মুম্বাইয়ের ম্যাচে পান্ডিয়ার শাস্তি হয়েছিল। তাঁকেও ১৭ লাখ টাকা জরিমানা করা হয়েছিল।
আরও পড়ুন:

হারের বৃত্ত থেকে অবশেষে বেরোতে পেরেছে রাজস্থান রয়্যালস। টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করা রাজস্থান গত রাতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে পেয়েছে রুদ্ধশ্বাস জয়। কিন্তু উৎসবের মুহূর্তটা মাটি হতে বেশি সময় লাগেনি রিয়ান পরাগের। তাঁকে শাস্তি দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময় গতকাল রাত ৮টায় শুরু হওয়া চেন্নাই সুপার কিংস-রাজস্থান রয়্যালস ম্যাচ শেষ হতে হতে প্রায় ১২টা বেজেছে। গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে প্রায় ৪ ঘণ্টা ধরে চলা ম্যাচে মহেন্দ্র সিং ধোনি, রুতুরাজ গায়কোয়াড়ের চেন্নাইয়ের বিপক্ষে ৭ রানে জিতেছে রাজস্থান। এই ম্যাচেই স্লো-ওভার রেটের কারণে রাজস্থান অধিনায়ক পরাগকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ১৭ লাখ টাকা। আইপিএল এক বিবৃতিতে বলেছে, ‘আইপিএলের আচরণবিধির ২.২ অনুচ্ছেদ অনুসারে এটা তাদের দলের (রাজস্থান) প্রথম অপরাধ। স্লো-ওভার রেটের কারণে সংশ্লিষ্ট থাকায় পান্ডিয়ার জরিমানা হয়েছে ১২ লাখ রুপি।’
গুয়াহাটিতে টস জিতে গতকাল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন চেন্নাই অধিনায়ক গায়কোয়াড়। নীতিশ রানার ঝোড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতেই (প্রথম ৬ ওভার) ১ উইকেটে ৭৯ রান তুলে ফেলে রাজস্থান। তবে চেন্নাইয়ের দুর্দান্ত বোলিংয়ে বিধ্বংসী এই শুরু ধরে রাখতে পারেনি রাজস্থান। ২০ ওভারে ৯ উইকেটে ১৮২ রানে থেমে যায় রাজস্থানের ইনিংস। ১৮৩ রানের লক্ষ্যে নামা চেন্নাইয়ের ইনিংস যতই শেষের দিকে গড়িয়েছে, ঝোড়ো ব্যাটিংয়ে ধোনি বাড়াতে থাকেন ম্যাচের রোমাঞ্চ। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৬ রানে থেমে যায় চেন্নাই। রাজস্থানের ৬ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন রানা। ৩৬ বলে ১০ চার ও ৫ ছক্কায় করেছেন ৮১ রান।
এবারের আইপিএলে পরাগ দ্বিতীয় অধিনায়ক হিসেবে স্লো-ওভার রেটের শাস্তি পেয়েছেন। এর আগে এমন শাস্তি পেয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পরশু রাতে গুজরাট টাইটান্সের বিপক্ষে মুম্বাইয়ের ম্যাচে পান্ডিয়ার শাস্তি হয়েছিল। তাঁকেও ১৭ লাখ টাকা জরিমানা করা হয়েছিল।
আরও পড়ুন:

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৩ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৪ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৪ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৬ ঘণ্টা আগে