ক্রীড়া ডেস্ক

আইপিএলে ফেরার ম্যাচটা রঙিন হলো না হার্দিক পান্ডিয়ার। তাঁর দল মুম্বাই ইন্ডিয়ানস হেরেছে বাজেভাবে। নিজেও আশানুরূপ খেলতে পারেননি। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফেরার ম্যাচেই তাঁকে মোটা অঙ্কের টাকা জরিমানা করা হয়েছে।
পান্ডিয়া ফেরার ম্যাচে গতকাল মুম্বাই ইন্ডিয়ান্স খেলেছে গুজরাট টাইটান্সের বিপক্ষে। স্লো ওভার রেটের কারণে মুম্বাই অধিনায়ক হার্দিককে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ১৭ লাখ টাকা। আইপিএল এক বিবৃতিতে বলেছে, ‘আইপিএলের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুসারে এটা তাদের দলের (মুম্বাই) প্রথম অপরাধ। স্লো-ওভার রেটের কারণে সংশ্লিষ্ট থাকায় পান্ডিয়ার জরিমানা হয়েছে ১২ লাখ রুপি।’
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে গতকাল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বাই অধিনায়ক পান্ডিয়া। প্রথমে ব্যাটিং পাওয়া গুজরাটের স্কোর ছিল ১৯ ওভার শেষে ৬ উইকেটে ১৮৬ রান। তখনই স্লো ওভার রেটের শাস্তি হিসেবে ৩০ গজ বৃত্তের ভেতরে এক ফিল্ডার নিতে হয়েছিল মুম্বাইকে। পান্ডিয়ার দল শেষ ওভার বোলিং করেছে ৩০ গজ বৃত্তের বাইরে চার ফিল্ডার রেখে।
ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—কোথাও গতকাল আশানুরূপ ছিল না মুম্বাই। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া গুজরাট টাইটান্স ৮ উইকেটে ১৯৬ রান করেছে মুম্বাইয়ের পিচ্ছিল ফিল্ডিংয়ের সুযোগে। বেশ কয়েকবার মুম্বাইয়ের ফিল্ডারদের হাত ফসকে বাউন্ডারি হয়েছে। ব্যাটিংয়ে সূর্যকুমার যাদবের ২৮ বলে ৪৮ রানের ইনিংস ছাড়া তেমন ইমপ্যাক্ট ইনিংস মুম্বাইয়ের কোনো ব্যাটার খেলতে পারেননি। অধিনায়ক পান্ডিয়া করেছেন ১৭ বলে ১১ রান। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৬০ রানে থেমে যায় মুম্বাই।
এবারের আইপিএলে গতকালই প্রথম খেলতে নেমেছেন পান্ডিয়া। নিষেধাজ্ঞা থাকায় চেন্নাই সুপার কিংসে বিপক্ষে ২৩ মার্চ চিদাম্বরম ছিলেন না মুম্বাইয়ের একাদশে। মুম্বাই ইন্ডিয়ানসকে সেই ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন সূর্যকুমার যাদব। সেই ম্যাচে চেন্নাই জিতেছিল ৪ উইকেটে। আর গতকাল ৩৬ রানে হারের পর মুম্বাইয়ের নেট রানরেট -১.১৬৩। পয়েন্ট টেবিলে এখন তারা অবস্থান করছে ৯ নম্বরে।
২০২৪ আইপিএলে প্রথম দুই বার জরিমানায় পার পেলেও তৃতীয় দফায় কড়া শাস্তি পেয়েছিলেন পান্ডিয়া। জরিমানার সঙ্গে নিষেধাজ্ঞাও পেয়ে গিয়েছিলেন তিনি। গত বছরের ১৭ মে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচের পর পান্ডিয়া নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছিলেন। এ বছরের ২৩ মার্চ পান্ডিয়ার অনুপস্থিতিতে মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেন সূর্যকুমার যাদব।
আরও পড়ুন:

আইপিএলে ফেরার ম্যাচটা রঙিন হলো না হার্দিক পান্ডিয়ার। তাঁর দল মুম্বাই ইন্ডিয়ানস হেরেছে বাজেভাবে। নিজেও আশানুরূপ খেলতে পারেননি। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফেরার ম্যাচেই তাঁকে মোটা অঙ্কের টাকা জরিমানা করা হয়েছে।
পান্ডিয়া ফেরার ম্যাচে গতকাল মুম্বাই ইন্ডিয়ান্স খেলেছে গুজরাট টাইটান্সের বিপক্ষে। স্লো ওভার রেটের কারণে মুম্বাই অধিনায়ক হার্দিককে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ১৭ লাখ টাকা। আইপিএল এক বিবৃতিতে বলেছে, ‘আইপিএলের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুসারে এটা তাদের দলের (মুম্বাই) প্রথম অপরাধ। স্লো-ওভার রেটের কারণে সংশ্লিষ্ট থাকায় পান্ডিয়ার জরিমানা হয়েছে ১২ লাখ রুপি।’
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে গতকাল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বাই অধিনায়ক পান্ডিয়া। প্রথমে ব্যাটিং পাওয়া গুজরাটের স্কোর ছিল ১৯ ওভার শেষে ৬ উইকেটে ১৮৬ রান। তখনই স্লো ওভার রেটের শাস্তি হিসেবে ৩০ গজ বৃত্তের ভেতরে এক ফিল্ডার নিতে হয়েছিল মুম্বাইকে। পান্ডিয়ার দল শেষ ওভার বোলিং করেছে ৩০ গজ বৃত্তের বাইরে চার ফিল্ডার রেখে।
ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—কোথাও গতকাল আশানুরূপ ছিল না মুম্বাই। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া গুজরাট টাইটান্স ৮ উইকেটে ১৯৬ রান করেছে মুম্বাইয়ের পিচ্ছিল ফিল্ডিংয়ের সুযোগে। বেশ কয়েকবার মুম্বাইয়ের ফিল্ডারদের হাত ফসকে বাউন্ডারি হয়েছে। ব্যাটিংয়ে সূর্যকুমার যাদবের ২৮ বলে ৪৮ রানের ইনিংস ছাড়া তেমন ইমপ্যাক্ট ইনিংস মুম্বাইয়ের কোনো ব্যাটার খেলতে পারেননি। অধিনায়ক পান্ডিয়া করেছেন ১৭ বলে ১১ রান। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৬০ রানে থেমে যায় মুম্বাই।
এবারের আইপিএলে গতকালই প্রথম খেলতে নেমেছেন পান্ডিয়া। নিষেধাজ্ঞা থাকায় চেন্নাই সুপার কিংসে বিপক্ষে ২৩ মার্চ চিদাম্বরম ছিলেন না মুম্বাইয়ের একাদশে। মুম্বাই ইন্ডিয়ানসকে সেই ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন সূর্যকুমার যাদব। সেই ম্যাচে চেন্নাই জিতেছিল ৪ উইকেটে। আর গতকাল ৩৬ রানে হারের পর মুম্বাইয়ের নেট রানরেট -১.১৬৩। পয়েন্ট টেবিলে এখন তারা অবস্থান করছে ৯ নম্বরে।
২০২৪ আইপিএলে প্রথম দুই বার জরিমানায় পার পেলেও তৃতীয় দফায় কড়া শাস্তি পেয়েছিলেন পান্ডিয়া। জরিমানার সঙ্গে নিষেধাজ্ঞাও পেয়ে গিয়েছিলেন তিনি। গত বছরের ১৭ মে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচের পর পান্ডিয়া নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছিলেন। এ বছরের ২৩ মার্চ পান্ডিয়ার অনুপস্থিতিতে মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেন সূর্যকুমার যাদব।
আরও পড়ুন:

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। এই সংস্করণের বিশ্বকাপের পরবর্তী পর্বেও আফগানরা শেষ চারে জায়গা করে নেবে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
৪ ঘণ্টা আগে
ভাই হারালেন জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সিকান্দার রাজা। মাত্র ১৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই তারকা অলরাউন্ডারের ছোট ভাই মুহাম্মাদ মাহদি। এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
৬ ঘণ্টা আগে
তিন ভেন্যুতে ২০২৬ বিপিএল হওয়ার কথা থাকলেও এবার সেটা দুই ভেন্যুতে করা হচ্ছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের নাম বিপিএলের ভেন্যুর তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৮ ঘণ্টা আগে
দেশে ফেরার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবুজ সংকেত পেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু শেষ পর্যন্ত দেশে ফিরতে না পারায় বিসিবির পাশাপাশি সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেন এই অলরাউন্ডার। সম্প্রতি আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এস
৮ ঘণ্টা আগে