Ajker Patrika

ধর্ষকের প্রকাশ্য শাস্তির দাবিতে বায়তুল মোকাররমের সামনে খেলাফত মজলিসের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ মার্চ ২০২৫, ১৬: ০৯
ধর্ষকের প্রকাশ্য শাস্তির দাবিতে বায়তুল মোকাররমের সামনে খেলাফত মজলিসের বিক্ষোভ
শুক্রবার রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে খেলাফত মজলিশের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

সারা দেশে ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও এর সঙ্গে জড়িতদের প্রকাশ্যে শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। আজ শুক্রবার জুমার নামাজ শেষে রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ করেন সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের নেতা-কর্মীরা।

বিক্ষোভ মিছিলে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা-কর্মীরা সারা দেশে ধর্ষণরোধ, এর সঙ্গে জড়িতদের প্রকাশ্য শাস্তির দাবি জানান।

সেই সঙ্গে রাজধানীর শাহবাগে পুলিশের ওপর হামলার প্রতিবাদ জানান তাঁরা।

এর আগে মঙ্গলবার (১১ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে ধর্ষণবিরোধী পদযাত্রার সময় হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বামপন্থী ছাত্রসংগঠনগুলোর ১২ জনের নামে মামলা করেছে পুলিশ। অজ্ঞাতনামা আরও ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে।

তাঁদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া বেআইনি সমাবেশে অংশ হওয়া, দাঙ্গার চেষ্টা, সরকারি কাজে বাধা দান, সরকারি কর্মচারীকে গুরুতর আঘাত প্রয়োগের অপরাধেরও অভিযোগ আনা হয়।

তবে বিক্ষোভকারীরা বলছেন, পুলিশই তাদের ওপর হামলা চালিয়েছে। পদযাত্রায় গতিরোধ করে পুলিশ অতর্কিতে লাঠিপেটা শুরু করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত