Ajker Patrika

আজ টিকা নিতে পারেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজ টিকা নিতে পারেন খালেদা জিয়া

করোনার টিকা নেওয়ার জন্য মোবাইল ফোনে খুদেবার্তা (এসএমএস) পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এতে টিকা দেওয়ার তারিখ উল্লেখ করা হয়েছে ১৯ জুলাই। তবে নির্ধারিত তারিখে তিনি টিকা নিতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন বলেন, ৮ জুলাই খালেদা জিয়ার টিকার জন্য নিবন্ধন করা হয়। ফিরতি এসএমএস এসেছে। এখন যেকোনো দিন তাঁকে করোনার টিকা দেওয়া হবে। 

খালেদা জিয়া হাসপাতালে না গিয়ে বাসায় করোনার টিকা নিতে চান। তাঁর শারীরিক পরিস্থিতি বিবেচনায় তাতে সায় দিয়েছেন চিকিৎসকেরাও। কিন্তু বাসায় টিকা নেওয়ার বিষয়টা নির্ভর করছে সরকারের ওপর। যে কারণে কবে ও কোথায় টিকা নেবেন খালেদা জিয়া, সেটা এখনো ঠিক হয়নি।

খালেদা জিয়ার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, গত সপ্তাহেই ফিরতি এসএমএস এসেছে টিকা নেওয়ার বিষয়ে। সেখানে ১৯ জুলাই টিকা নেওয়ার কথা বলা আছে। একই সঙ্গে পছন্দের টিকা গ্রহণ কেন্দ্রের নাম রয়েছে মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল।

করোনা ও নানাবিধ জটিলতার চিকিৎসা নিয়ে গত ১৯ জুন হাসপাতাল থেকে বাসায় ফেরেন খালেদা জিয়া। গত ১০ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। করোনায় আক্রান্ত হওয়ার আগেও তাঁকে একবার টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত