Ajker Patrika

আজ টিকা নিতে পারেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজ টিকা নিতে পারেন খালেদা জিয়া

করোনার টিকা নেওয়ার জন্য মোবাইল ফোনে খুদেবার্তা (এসএমএস) পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এতে টিকা দেওয়ার তারিখ উল্লেখ করা হয়েছে ১৯ জুলাই। তবে নির্ধারিত তারিখে তিনি টিকা নিতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন বলেন, ৮ জুলাই খালেদা জিয়ার টিকার জন্য নিবন্ধন করা হয়। ফিরতি এসএমএস এসেছে। এখন যেকোনো দিন তাঁকে করোনার টিকা দেওয়া হবে। 

খালেদা জিয়া হাসপাতালে না গিয়ে বাসায় করোনার টিকা নিতে চান। তাঁর শারীরিক পরিস্থিতি বিবেচনায় তাতে সায় দিয়েছেন চিকিৎসকেরাও। কিন্তু বাসায় টিকা নেওয়ার বিষয়টা নির্ভর করছে সরকারের ওপর। যে কারণে কবে ও কোথায় টিকা নেবেন খালেদা জিয়া, সেটা এখনো ঠিক হয়নি।

খালেদা জিয়ার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, গত সপ্তাহেই ফিরতি এসএমএস এসেছে টিকা নেওয়ার বিষয়ে। সেখানে ১৯ জুলাই টিকা নেওয়ার কথা বলা আছে। একই সঙ্গে পছন্দের টিকা গ্রহণ কেন্দ্রের নাম রয়েছে মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল।

করোনা ও নানাবিধ জটিলতার চিকিৎসা নিয়ে গত ১৯ জুন হাসপাতাল থেকে বাসায় ফেরেন খালেদা জিয়া। গত ১০ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। করোনায় আক্রান্ত হওয়ার আগেও তাঁকে একবার টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত