নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি ক্ষমতায় গেলে এক রাতেই আওয়ামী লীগকে শেষ করে দেবে—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্য প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, ‘ছোট্ট একটা প্রশ্ন করতে চাই—আওয়ামী লীগ কি তবে নিজেরাই বুঝতে পেরেছে তারা এত খারাপ কাজ করেছে যে এক রাতের ব্যবধানে কিছু হয়ে যাবে। এক রাতের ব্যবধানে বাংলাদেশে কিছু হবে না।’
আজ মঙ্গলবার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসকে সামনে রেখে রাজধানীর বংশাল ও সূত্রাপুরে গুম হয়ে যাওয়া দলের নেতা-কর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান মঈন খান। এ সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মঈন খান বলেন, ‘মানুষকে খুন করলেও তার লাশ দেখে অন্তত কিছুটা স্বস্তি পাওয়া যায়। কেঁদে মনটা হালকা করতে পারে। কিন্তু গুম এমন একটি জিনিস, লাশটাও পাওয়া যায় না। এ যে কী নিদারুণ কষ্ট তা ভুক্তভোগীর পরিবার ছাড়া কেউ উপলব্ধি করতে পারে না। এর চেয়ে ঘৃণিত ও জঘন্যতম অপরাধ এই পৃথিবীতে আর কিছু নেই।’
মঈন খান আরও বলেন, ‘এ সরকারের আমলেই মানুষ গুম শব্দটি শুনেছে। এরা ক্ষমতাসীন হওয়ার পর থেকেই বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলমের মতো জনপ্রিয় নেতাদের গুম করার মাধ্যমে এ দেশে গুমের রাজনীতি শুরু করেছে। এ থেকে গণতন্ত্রকামী জনগণকে রক্ষা করতে হলে মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে। আর এ জন্য প্রয়োজন আন্দোলন। আজ সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে এ স্বৈরাচারকে বিদায় করতে। এদের বিতাড়িত করে জনগণকে গুম-খুনের হাত থেকে রক্ষা করতে হবে।’
চলমান আন্দোলন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, মানুষের অধিকারে বিশ্বাস করে, আইনকানুনে বিশ্বাস করে, বিচার ব্যবস্থায় বিশ্বাস করে এবং সুশাসনে বিশ্বাস করে। গণতন্ত্র দেশে ফিরে আসবে। মানুষের অধিকার ফিরে আসবে। গণতান্ত্রিক কর্মসূচি অনুসরণ করে বর্তমান সরকারকে বিদায় দেব। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকার এ দেশে ফিরিয়ে আনব।’
এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বিএনপি ক্ষমতায় গেলে এক রাতেই আওয়ামী লীগকে শেষ করে দেবে—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্য প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, ‘ছোট্ট একটা প্রশ্ন করতে চাই—আওয়ামী লীগ কি তবে নিজেরাই বুঝতে পেরেছে তারা এত খারাপ কাজ করেছে যে এক রাতের ব্যবধানে কিছু হয়ে যাবে। এক রাতের ব্যবধানে বাংলাদেশে কিছু হবে না।’
আজ মঙ্গলবার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসকে সামনে রেখে রাজধানীর বংশাল ও সূত্রাপুরে গুম হয়ে যাওয়া দলের নেতা-কর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান মঈন খান। এ সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মঈন খান বলেন, ‘মানুষকে খুন করলেও তার লাশ দেখে অন্তত কিছুটা স্বস্তি পাওয়া যায়। কেঁদে মনটা হালকা করতে পারে। কিন্তু গুম এমন একটি জিনিস, লাশটাও পাওয়া যায় না। এ যে কী নিদারুণ কষ্ট তা ভুক্তভোগীর পরিবার ছাড়া কেউ উপলব্ধি করতে পারে না। এর চেয়ে ঘৃণিত ও জঘন্যতম অপরাধ এই পৃথিবীতে আর কিছু নেই।’
মঈন খান আরও বলেন, ‘এ সরকারের আমলেই মানুষ গুম শব্দটি শুনেছে। এরা ক্ষমতাসীন হওয়ার পর থেকেই বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলমের মতো জনপ্রিয় নেতাদের গুম করার মাধ্যমে এ দেশে গুমের রাজনীতি শুরু করেছে। এ থেকে গণতন্ত্রকামী জনগণকে রক্ষা করতে হলে মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে। আর এ জন্য প্রয়োজন আন্দোলন। আজ সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে এ স্বৈরাচারকে বিদায় করতে। এদের বিতাড়িত করে জনগণকে গুম-খুনের হাত থেকে রক্ষা করতে হবে।’
চলমান আন্দোলন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, মানুষের অধিকারে বিশ্বাস করে, আইনকানুনে বিশ্বাস করে, বিচার ব্যবস্থায় বিশ্বাস করে এবং সুশাসনে বিশ্বাস করে। গণতন্ত্র দেশে ফিরে আসবে। মানুষের অধিকার ফিরে আসবে। গণতান্ত্রিক কর্মসূচি অনুসরণ করে বর্তমান সরকারকে বিদায় দেব। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকার এ দেশে ফিরিয়ে আনব।’
এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

যত দূর চোখ যায়, শুধু মানুষ আর মানুষ। দল-মত ও পথের ভেদাভেদ ভুলে সবাই এসে জড়ো হয়েছে এক জায়গায়। চোখের জল, শ্রদ্ধা আর ভালোবাসার ঢেউ বয়ে গেছে অগুনতি মানুষের সেই জনসমুদ্রে।
১ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে দলীয়ভাবে অংশ নিতে পারছে না আওয়ামী লীগ। তবে দলটি ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের অনেক নেতা ভিন্ন পরিচয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
১ ঘণ্টা আগে
খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘নববর্ষে আমাদের উচ্চারণ হোক ধ্বংস নয়, প্রতিশোধ নয়, আসুন, ভালোবাসা, পরমতসহিষ্ণুতা, শান্তি ও সৌহার্দ্যের সমাজ গড়ে তুলি।’
৩ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। দলের সকল পদ থেকে অব্যাহতি চেয়ে আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে