সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান ও শ্রীনগর) আসনে যাচাই-বাছাইয়ের পর মনোনয়নপত্র বাতিল হয় বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও বর্তমান সংসদ সদস্য মাহী বদরুদ্দোজা চৌধুরীর (মাহী বি চৌধুরী)। এর পরিপ্রেক্ষিতে প্রার্থিতা ফিরে পেতে আপিল আবেদন করেছেন তিনি।
আজ মঙ্গলবার বিকেলে ঢাকা আগারগাঁও নির্বাচন ভবনে মাহী বি চৌধুরীর পক্ষে বিকল্প যুবধারার কেন্দ্রীয় সভাপতি উপাধ্যক্ষ মো. আসাদুজ্জামান বাচ্চু এ আপিল আবেদন জমা দেন।
আসাদুজ্জামান বাচ্চু আজকের পত্রিকাকে বলেন, ‘প্রকৃতপক্ষে মাহী বি চৌধুরী ওই প্রতিষ্ঠানে যখন ছিলেন তখন দায়-দায়িত্ব থাকতে পারে, যেহেতু তিনি চলে এসেছেন, সেখানে তাঁর দায়-দায়িত্ব থাকার কথা না। যেহেতু তাঁর দাবিও নাই, সেখানে তাঁর দায়-দায়িত্ব থাকার কথা না।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ব্যাংক থেকে আমরা ক্লিয়ারেন্স কালকের (বুধবার) মধ্যে পেয়ে যাব। জামিনদারের দায় তাঁর নেই। মনোনয়নপত্র বৈধ হবে বলে আমরা আশাবাদী।’
গত রোববার মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আবু জাফর রিপন যাচাই-বাছাই করেন। সেখানে মাহী বদরুদ্দোজা চৌধুরী একটি প্রতিষ্ঠানের ঋণের জামিনদার ছিলেন এবং ওই প্রতিষ্ঠানটি ঋণখেলাপি হিসেবে বাংলাদেশ ব্যাংক থেকে তথ্য দেওয়া। এ কারণে মাহী বদরুদ্দোজা চৌধুরীর মনোনয়নপত্র বাতিল হয়।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সিরাজদিখান ও শ্রীনগর উপজেলা নিয়ে গঠিত মুন্সিগঞ্জ-১ আসন। মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৮ হাজার ৯৮৬ জন, এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬১ হাজার ৮৪৮ জন ও নারী ভোটার ২ লাখ ৪৭ হাজার ১৩৮ জন। দুই উপজেলায় ইউনিয়নের সংখ্যা ২৮টি। শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৫৩ হাজার ৭৫৮ জন ও সিরাজদিখান উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৫৫ হাজার ২১২ জন। এই আসনে ১৭০টি ভোটকেন্দ্রের ১ হাজার ৮৫টি ভোটকক্ষ রয়েছে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান ও শ্রীনগর) আসনে যাচাই-বাছাইয়ের পর মনোনয়নপত্র বাতিল হয় বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও বর্তমান সংসদ সদস্য মাহী বদরুদ্দোজা চৌধুরীর (মাহী বি চৌধুরী)। এর পরিপ্রেক্ষিতে প্রার্থিতা ফিরে পেতে আপিল আবেদন করেছেন তিনি।
আজ মঙ্গলবার বিকেলে ঢাকা আগারগাঁও নির্বাচন ভবনে মাহী বি চৌধুরীর পক্ষে বিকল্প যুবধারার কেন্দ্রীয় সভাপতি উপাধ্যক্ষ মো. আসাদুজ্জামান বাচ্চু এ আপিল আবেদন জমা দেন।
আসাদুজ্জামান বাচ্চু আজকের পত্রিকাকে বলেন, ‘প্রকৃতপক্ষে মাহী বি চৌধুরী ওই প্রতিষ্ঠানে যখন ছিলেন তখন দায়-দায়িত্ব থাকতে পারে, যেহেতু তিনি চলে এসেছেন, সেখানে তাঁর দায়-দায়িত্ব থাকার কথা না। যেহেতু তাঁর দাবিও নাই, সেখানে তাঁর দায়-দায়িত্ব থাকার কথা না।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ব্যাংক থেকে আমরা ক্লিয়ারেন্স কালকের (বুধবার) মধ্যে পেয়ে যাব। জামিনদারের দায় তাঁর নেই। মনোনয়নপত্র বৈধ হবে বলে আমরা আশাবাদী।’
গত রোববার মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আবু জাফর রিপন যাচাই-বাছাই করেন। সেখানে মাহী বদরুদ্দোজা চৌধুরী একটি প্রতিষ্ঠানের ঋণের জামিনদার ছিলেন এবং ওই প্রতিষ্ঠানটি ঋণখেলাপি হিসেবে বাংলাদেশ ব্যাংক থেকে তথ্য দেওয়া। এ কারণে মাহী বদরুদ্দোজা চৌধুরীর মনোনয়নপত্র বাতিল হয়।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সিরাজদিখান ও শ্রীনগর উপজেলা নিয়ে গঠিত মুন্সিগঞ্জ-১ আসন। মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৮ হাজার ৯৮৬ জন, এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬১ হাজার ৮৪৮ জন ও নারী ভোটার ২ লাখ ৪৭ হাজার ১৩৮ জন। দুই উপজেলায় ইউনিয়নের সংখ্যা ২৮টি। শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৫৩ হাজার ৭৫৮ জন ও সিরাজদিখান উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৫৫ হাজার ২১২ জন। এই আসনে ১৭০টি ভোটকেন্দ্রের ১ হাজার ৮৫টি ভোটকক্ষ রয়েছে।

একটি বাসায় কয়েকজন ব্যক্তি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন—এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। পোস্টাল ব্যালটের খামে ঠিকানা লেখা রয়েছে বাহরাইনের। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা দাবি করেছে বিএনপি।
৪ ঘণ্টা আগে
বিএনপি সংস্কারের পক্ষে ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি। সেই সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা ‘হ্যাঁ’ ভোট দেব।
৫ ঘণ্টা আগে
একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ কর
৫ ঘণ্টা আগে
জাতীয় পার্টি (জাপা), কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল এবং জাতীয় পার্টির একাধিক অংশের নেতৃত্বে গঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দিয়েছে ‘জুলাই ঐক্য’ নামের একটি সংগঠন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন
৫ ঘণ্টা আগে