
আওয়ামী লীগের সহযোগী হিসেবে জাতীয় পার্টির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টানাপোড়েন চলে আসছে বেশ কিছুদিন থেকেই। দুই পক্ষের এই টানাপোড়েনের মধ্যেই রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে আগামীকাল শুক্রবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় পার্টি।
আজ বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল শুক্রবার দুপুর ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসিব আজকের পত্রিকাকে বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টিএসসি থেকে মশাল মিছিল নিয়ে জাতীয় পার্টির অফিসের সামনে আসেন তাঁরা। জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ব্রিফিংয়ের পরিকল্পনা ছিল। যেন আগামী ২ তারিখ জাতীয় পার্টি তাঁদের মহাসমাবেশ করতে না পারে। কিন্তু শিক্ষার্থীদের মিছিলটি যখন পার্টি অফিসের সামনে চলে আসে, তখন দলটির নেতা-কর্মীরা আক্রমণ করে। সেই আক্রমণে ১০-১৫ জন আহত হন।
আহত হওয়ার খবরটি সমন্বয়কদের কাছে চলে গেলে, তাঁরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জাতীয় পার্টির কার্যালয়ে সামনে আসতে চায়। ততক্ষণে সাধারণ মানুষসহ শিক্ষার্থীরা জাতীয় পার্টির অফিসে আগুন লাগিয়ে দেয়, ভাঙচুর করে এবং এরশাদের ছবিসহ লোগো খুঁচিয়ে খুঁচিয়ে তুলে ফেলে।
জাতীয় পার্টির কার্যালয়ের সামনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, স্বাধীন এ দেশে স্বৈরাচার আওয়ামী লীগকে সহায়তা করা এই জাতীয় পার্টি কোনো রাজনৈতিক সমাবেশ করতে পারবে না। যেকোনো মূল্যে তাঁদের কার্যক্রম নিষিদ্ধ করা হবে।
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় আমরা এখনই কোনো প্রতিক্রিয়া দিতে চাই না। আমরা বসব, আলোচনা করে পরে প্রতিক্রিয়া জানাব।’
আগামী ২ নভেম্বরের সমাবেশ অব্যাহত থাকবে কি না, এ বিষয়ে তিনি বলেন, ‘সেটাও আমরা বসে সিদ্ধান্ত নেব। আজকে রাতের মধ্যেই সিদ্ধান্ত নেব।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে ২২ জানুয়ারি। সেদিন থেকেই প্রধান দলগুলোর প্রার্থী তথা নেতারা প্রতিপক্ষকে কথার যুদ্ধে ঘায়েল করতে ব্যস্ত হয়ে ওঠেন। তবে নির্বাচনী প্রচারণা একটি সপ্তাহ পেরোতেই মাঠের রাজনীতির কৌশলগত রূপান্তর চোখে পড়ছে।
৩৮ মিনিট আগে
তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে। তাঁদের হাতে কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে। অন্তত এক ফসলের বীজ ও কীটনাশক বিনা মূল্যে দেওয়া হবে। এ ছাড়া ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে নারীদের অর্থনৈতিক সক্ষমতা ও অধিকার নিশ্চিত করা হবে।
৪ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ধানের শীষের সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার রাত ৯টার দিকে রংপুর কালেক্টরেট মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রংপুর বিভাগীয় সমাবেশে তিনি এই আহ্বান জানান।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল শনিবার (৩১ জানুয়ারি) টাঙ্গাইল সফরে আসছেন। তাঁর আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
৭ ঘণ্টা আগে