চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী বছরের এপ্রিলে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। এই উপলক্ষে আগাম প্রচারে নেমে গেছে জামায়াতে ইসলামী।
দলের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের গতকাল সোমবার কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি ওই দিন ও আজ মঙ্গলবার চৌদ্দগ্রামের বিভিন্ন ইউনিয়নে বেশ কয়েকটি সভা করেন।
জামায়াত সূত্রে জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দায়িত্বশীলদের মধ্যে কর্মপরিকল্পনা ন্যস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে ভোটকেন্দ্র কমিটি। সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে প্রচার কার্যক্রম চালিয়ে যেতে।
তাহের আজ উপজেলার আলকরা, গুনবতী ও জগন্নাথ দীঘি ইউনিয়নের ভোটকেন্দ্র কমিটির সদস্যদের নিয়ে এক সভায় প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি বলেন, ‘একটি দলের রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হলে ১৫১টি আসনের প্রয়োজন। বাংলাদেশের রাজধানী ঢাকা আর ভোটের রাজধানী কুমিল্লার চৌদ্দগ্রাম। আগামী দিনে যদি আমাদের ক্ষমতায় যেতে হয়, তাহলে ১৫১টি আসনে জয়লাভ করতে হবে। আর সে কার্যক্রম শুরু করতে হবে এই চৌদ্দগ্রাম থেকে।’
জামায়াতের এই নেতা বলেন, ‘ভৌগোলিক ও রাজনৈতিক দিক থেকে চৌদ্দগ্রাম গুরুত্বপূর্ণ স্থান। এখানে রয়েছে ৪৪ কিলোমিটারের ভারতীয় সীমান্তবর্তী এলাকা। আমরা চাইলে চৌদ্দগ্রাম থেকেই দেশের রাজনীতি পরিবর্তন করতে পারি। সে জন্য সে লক্ষ্য নিয়ে আপনাদের এখন থেকে কাজ করে যেতে হবে। সরকার গঠনের জন্য ১৫১টি আসনের প্রয়োজন হলে চৌদ্দগ্রামের আসনটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৫১টি আসনের সঙ্গে এই আসনও আপনাদের যোগ করতে হবে। এই আসনে বিজয় লাভ করতে হলে আপনাদের এখনই ভোটারদের ঘরে ঘরে যেতে হবে।’
তাহের এর আগে গতকাল উজিরপুর ইউনিয়নের মিয়ার বাজারে দলীয় কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। পরে তিনি সংসদ নির্বাচনের আগাম প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তাহের বলেন, ‘যেহেতু প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন ২০২৬ সালের এপ্রিলের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সে ঘোষণা অনুযায়ী আমরা এই এলাকা থেকে জামায়াতে ইসলামের নির্বাচনী প্রচার কার্যক্রমের আগাম উদ্বোধন ঘোষণা করলাম।’
জামায়াতের নায়েবে আমির পরে মিয়ার বাজারের ব্যবসায়ীদের কাছে নির্বাচনী বার্তা পৌঁছে দেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এরপর তিনি কাশিনগরে দায়িত্বশীলদের নিয়ে সভা করেন। সন্ধ্যায় পৌর এলাকার দায়িত্বশীলদের নিয়ে আরেক সভায় অংশ নেন তিনি।

অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী বছরের এপ্রিলে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। এই উপলক্ষে আগাম প্রচারে নেমে গেছে জামায়াতে ইসলামী।
দলের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের গতকাল সোমবার কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি ওই দিন ও আজ মঙ্গলবার চৌদ্দগ্রামের বিভিন্ন ইউনিয়নে বেশ কয়েকটি সভা করেন।
জামায়াত সূত্রে জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দায়িত্বশীলদের মধ্যে কর্মপরিকল্পনা ন্যস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে ভোটকেন্দ্র কমিটি। সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে প্রচার কার্যক্রম চালিয়ে যেতে।
তাহের আজ উপজেলার আলকরা, গুনবতী ও জগন্নাথ দীঘি ইউনিয়নের ভোটকেন্দ্র কমিটির সদস্যদের নিয়ে এক সভায় প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি বলেন, ‘একটি দলের রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হলে ১৫১টি আসনের প্রয়োজন। বাংলাদেশের রাজধানী ঢাকা আর ভোটের রাজধানী কুমিল্লার চৌদ্দগ্রাম। আগামী দিনে যদি আমাদের ক্ষমতায় যেতে হয়, তাহলে ১৫১টি আসনে জয়লাভ করতে হবে। আর সে কার্যক্রম শুরু করতে হবে এই চৌদ্দগ্রাম থেকে।’
জামায়াতের এই নেতা বলেন, ‘ভৌগোলিক ও রাজনৈতিক দিক থেকে চৌদ্দগ্রাম গুরুত্বপূর্ণ স্থান। এখানে রয়েছে ৪৪ কিলোমিটারের ভারতীয় সীমান্তবর্তী এলাকা। আমরা চাইলে চৌদ্দগ্রাম থেকেই দেশের রাজনীতি পরিবর্তন করতে পারি। সে জন্য সে লক্ষ্য নিয়ে আপনাদের এখন থেকে কাজ করে যেতে হবে। সরকার গঠনের জন্য ১৫১টি আসনের প্রয়োজন হলে চৌদ্দগ্রামের আসনটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৫১টি আসনের সঙ্গে এই আসনও আপনাদের যোগ করতে হবে। এই আসনে বিজয় লাভ করতে হলে আপনাদের এখনই ভোটারদের ঘরে ঘরে যেতে হবে।’
তাহের এর আগে গতকাল উজিরপুর ইউনিয়নের মিয়ার বাজারে দলীয় কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। পরে তিনি সংসদ নির্বাচনের আগাম প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তাহের বলেন, ‘যেহেতু প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন ২০২৬ সালের এপ্রিলের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সে ঘোষণা অনুযায়ী আমরা এই এলাকা থেকে জামায়াতে ইসলামের নির্বাচনী প্রচার কার্যক্রমের আগাম উদ্বোধন ঘোষণা করলাম।’
জামায়াতের নায়েবে আমির পরে মিয়ার বাজারের ব্যবসায়ীদের কাছে নির্বাচনী বার্তা পৌঁছে দেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এরপর তিনি কাশিনগরে দায়িত্বশীলদের নিয়ে সভা করেন। সন্ধ্যায় পৌর এলাকার দায়িত্বশীলদের নিয়ে আরেক সভায় অংশ নেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে যে ভূমিকা পালন করা দরকার, বিএনপি তা-ই করবে। আজ রোববার সন্ধ্যায় গুলশানে বিএনপির নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নির্বাচন পরিচালনা...
১৪ ঘণ্টা আগে
‘যে জাতীয় পার্টি স্বৈরাচার তৈরি করেছে, তারা যেন কোনোভাবে নির্বাচনে অংশ নিতে না পারে, সে জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাই। জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া স্বৈরাচারকে পুনর্বাসন বা এজেন্সির খেলা’—এ মন্তব্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের। আজ রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায়...
১৫ ঘণ্টা আগে
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে দেশের অর্থনীতি, শিল্প-বাণিজ্যের বর্তমান পরিস্থিতি, বিনিয়োগবান্ধব পরিবেশ, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি খাতের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ অর্থনৈতিক রূপরেখা নিয়ে মতবিনিময় হয়।
১৬ ঘণ্টা আগে
সন্দেহজনক আচরণের কারণে রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবন এলাকা থেকে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ ও চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স (সিএসএফ)। আজ রোববার সকালে গুলশান থানাধীন ১৯৬ নম্বর বাসভবন এলাকা থেকে প্রথমে মো. রুহুল আমিন (৪৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
১৯ ঘণ্টা আগে