ঠাকুরগাঁও প্রতিনিধি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী আন্তর্জাতিক মানসম্পন্ন আলেম ছিলেন। তাঁর বিচার আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে হয়নি। আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ে মির্জা রুহুল আমিন মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘কুমিল্লার নাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে নির্বাচিত করার জন্য এক অনুষ্ঠানে সাধারণ মানুষের কাছে ভোট চেয়েছেন। ক্ষমতাসীন দল যেসব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে, এটাই তার প্রমাণ। এটি কি একজন ওসির দায়িত্ব?’
মির্জা ফখরুল আরও বলেন, ‘চাকরি বিধিতে বলা আছে, সরকারি কর্মচারীরা কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করতে পারবেন না। ন্যায়বিচারের ভিত্তিতে তাঁদের কাজ করতে হবে। চাকরিতে প্রবেশের আগে তাঁরা যে শপথ নিয়েছিলেন। কিন্তু সেই শপথ ভঙ্গ করে আমলাদের অনেকেই এখন আওয়ামী লীগের কর্মী।’
বিএনপির এই নেতা আরও বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলনকশার কাজ শুরু হয়েছে। এরই অংশ হিসেবে ডিসি, এসপি, ইউএনও, ওসিদের বদলি শুরু হয়েছে।
বিএনপির মহাসচিব আশঙ্কা করে বলেন, ‘এবারের নির্বাচনে যদি আওয়ামী লীগ নিয়ে যেতে পারে তাহলে আমাদের (বিএনপির) নেতা-কর্মীদের কচুকাটা করবে।’ তাই তিনি দলীয় নেতা-কর্মীদের জীবনবাজি রেখে প্রতিরোধের আহ্বান জানান।
খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলেন ফখরুল। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া একজন মহীয়সী নারী। ১৯৭১ সালে চট্টগ্রাম থেকে কোলের দুই শিশুসন্তানকে নিয়ে বোরকা পরে নিরাপত্তার জন্য ঢাকায় আসেন। তবে ঢাকায় এসে তিনি পাক হানাদার বাহিনীর হাতে আটক হয়ে ৯ মাস কারাবন্দী ছিলেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে নৃশংস হত্যাকাণ্ডের পর অনেকে ভেবেছিলেন বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে। তবে এই মহীয়সী নারীর হাত ধরে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি।
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন গৃহবধূ। স্বামীর মৃত্যুর পর তিনি রাজনীতিতে প্রবেশ করেন। খালেদা জিয়া হ্যামিলনের বাঁশিওয়ালা। তাঁকে মুক্তি দিতে আওয়ামী লীগ ভয় পাচ্ছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার ক্যাসিনো সম্রাট লুটেরা ও টাকা পাচারকারীদের জামিন দিয়ে বিদেশ যাওয়ার সুযোগ করে দিচ্ছে। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিচ্ছে না। তিনি এখন চিকিৎসার অভাবে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন।
মির্জা ফখরুল আরও বলেন, দেশে এতগুলো টিভি চ্যানেলের সংবাদকর্মী। কিন্তু তাঁরাও স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। কয়েকটি টিভি চ্যানেল বিএনপির বিষোদ্গার করতে এখন উঠেপড়ে লেগেছে। তারা সরকারের সাফাই গাচ্ছে।
অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহসভাপতি নুর করিম, আল মামুন আলম, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, আনসারুল হক, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, মো. জাফরুল্লাহ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী আন্তর্জাতিক মানসম্পন্ন আলেম ছিলেন। তাঁর বিচার আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে হয়নি। আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ে মির্জা রুহুল আমিন মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘কুমিল্লার নাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে নির্বাচিত করার জন্য এক অনুষ্ঠানে সাধারণ মানুষের কাছে ভোট চেয়েছেন। ক্ষমতাসীন দল যেসব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে, এটাই তার প্রমাণ। এটি কি একজন ওসির দায়িত্ব?’
মির্জা ফখরুল আরও বলেন, ‘চাকরি বিধিতে বলা আছে, সরকারি কর্মচারীরা কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করতে পারবেন না। ন্যায়বিচারের ভিত্তিতে তাঁদের কাজ করতে হবে। চাকরিতে প্রবেশের আগে তাঁরা যে শপথ নিয়েছিলেন। কিন্তু সেই শপথ ভঙ্গ করে আমলাদের অনেকেই এখন আওয়ামী লীগের কর্মী।’
বিএনপির এই নেতা আরও বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলনকশার কাজ শুরু হয়েছে। এরই অংশ হিসেবে ডিসি, এসপি, ইউএনও, ওসিদের বদলি শুরু হয়েছে।
বিএনপির মহাসচিব আশঙ্কা করে বলেন, ‘এবারের নির্বাচনে যদি আওয়ামী লীগ নিয়ে যেতে পারে তাহলে আমাদের (বিএনপির) নেতা-কর্মীদের কচুকাটা করবে।’ তাই তিনি দলীয় নেতা-কর্মীদের জীবনবাজি রেখে প্রতিরোধের আহ্বান জানান।
খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলেন ফখরুল। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া একজন মহীয়সী নারী। ১৯৭১ সালে চট্টগ্রাম থেকে কোলের দুই শিশুসন্তানকে নিয়ে বোরকা পরে নিরাপত্তার জন্য ঢাকায় আসেন। তবে ঢাকায় এসে তিনি পাক হানাদার বাহিনীর হাতে আটক হয়ে ৯ মাস কারাবন্দী ছিলেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে নৃশংস হত্যাকাণ্ডের পর অনেকে ভেবেছিলেন বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে। তবে এই মহীয়সী নারীর হাত ধরে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি।
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন গৃহবধূ। স্বামীর মৃত্যুর পর তিনি রাজনীতিতে প্রবেশ করেন। খালেদা জিয়া হ্যামিলনের বাঁশিওয়ালা। তাঁকে মুক্তি দিতে আওয়ামী লীগ ভয় পাচ্ছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার ক্যাসিনো সম্রাট লুটেরা ও টাকা পাচারকারীদের জামিন দিয়ে বিদেশ যাওয়ার সুযোগ করে দিচ্ছে। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিচ্ছে না। তিনি এখন চিকিৎসার অভাবে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন।
মির্জা ফখরুল আরও বলেন, দেশে এতগুলো টিভি চ্যানেলের সংবাদকর্মী। কিন্তু তাঁরাও স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। কয়েকটি টিভি চ্যানেল বিএনপির বিষোদ্গার করতে এখন উঠেপড়ে লেগেছে। তারা সরকারের সাফাই গাচ্ছে।
অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহসভাপতি নুর করিম, আল মামুন আলম, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, আনসারুল হক, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, মো. জাফরুল্লাহ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর নির্বাসন থেকে দেশে ফেরায় উজ্জীবিত হয়ে উঠেছিলেন বিএনপির নেতা-কর্মী-সমর্থকেরা। কিন্তু সপ্তাহ না ঘুরতেই দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মহাপ্রয়াণে শোকে মুহ্যমান হয়ে পড়েছেন তাঁরা।
৯ ঘণ্টা আগে
মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও দাফনে সহযোগিতার জন্য দায়িত্ব পালনকারী সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ও পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে সবার উদ্দেশে তিনি বলেছেন, ‘গভীর শোকের এই সময়ে আপনারা যে সহমর্মিতা, সম্মান ও দায়িত্ববোধ দেখিয়েছেন...
১২ ঘণ্টা আগে
সকাল থেকেই ভিড় জমিয়েছিলেন তাঁরা। উদ্দেশ্য জিয়া উদ্যানসংলগ্ন সদ্যপ্রয়াত খালেদা জিয়ার সমাধি প্রাঙ্গণে শ্রদ্ধা জানানো। সবার জন্য উন্মুক্ত করার পর দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক সাবেক প্রধানমন্ত্রীর সমাধিতে তাঁরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মোনাজাত করেন রুহের মাগফিরাত কামনা করে।
১২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে কমিটির চেয়ারম্যান ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্যসচিব করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে