রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

বর্তমানেও বাজারে আওয়ামী লীগের সিন্ডিকেট বহাল রয়েছে দাবি করে দ্রুত তাঁদের সরিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর রায়পুরার মরজাল বাসস্ট্যান্ড এলাকায় ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে রিজভী বলেন, ‘সবজিসহ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের বাইরে। এখনো বাজার আওয়ামী লীগ সিন্ডিকেটের দখলে কেন? দ্রুত সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেন। অন্তর্বর্তীকালীন সরকারের গুরুদায়িত্ব পালনে যদি কোনো শ্লথ গতি থাকে ও ঢিলেঢালা ভাব থাকে, তাহলে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা ও বিপ্লবের কথা বলছি—তার অন্তর্নিহিত চেতনা, মূলমন্ত্র সেটি ব্যাহত হবে। চেতনাকে অবমূল্যায়ন করা হবে।’
বিভিন্নভাবে নির্যাতন–নিপীড়নের শিকার বিএনপির ত্যাগী নেতা–কর্মীদের মূল্যায়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকার লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। হাসিনার আমলে বিরোধী দল যারাই ছিল, হামলা-মামলায়, দমন-পীড়নে সব সময় ব্যস্ত রাখত। আজ যেভাবে কথা বলতে পারছি, হাসিনা সরকার থাকলে তা–ও হতো না। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে উঠিয়ে নিত। বিগত ফ্যাসিস্ট শাসন আমলে বিএনপির হাজার হাজার নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলা, গায়েবি মামলা হয়েছে। সময়ে দলের ত্যাগী নেতা-কর্মীদের যথার্থ মূল্যায়ন করা হবে।’
রিজভী বলেন, ‘আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসলে বাংলাদেশ কসাইখানায় পরিণত হবে। রক্তের বিনিময়ে অর্জিত দেশে ফ্যাসিস্ট ও স্বৈরাচারের দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে। ফ্যাসিস্ট ও দোসরদের বিচার দেশের মাটিতেই হবে। কাউয়া কাদের বলেছিল—খেলা হবে, এখন খেলা ছেড়ে পালিয়েছে। তাদের এ দেশে স্থান হয়নি, আর হবেও না।’
অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খাইরুল কবির খোকন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী জেলা বিএনপির সদস্যসচিব মঞ্জুর এলাহি, জেলা যুবদলের সভাপতি শাহরিয়ার হুসেইন বিদ্যুৎ ও সম্পাদক হাসানুজ্জামান সরকারসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বর্তমানেও বাজারে আওয়ামী লীগের সিন্ডিকেট বহাল রয়েছে দাবি করে দ্রুত তাঁদের সরিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর রায়পুরার মরজাল বাসস্ট্যান্ড এলাকায় ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে রিজভী বলেন, ‘সবজিসহ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের বাইরে। এখনো বাজার আওয়ামী লীগ সিন্ডিকেটের দখলে কেন? দ্রুত সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেন। অন্তর্বর্তীকালীন সরকারের গুরুদায়িত্ব পালনে যদি কোনো শ্লথ গতি থাকে ও ঢিলেঢালা ভাব থাকে, তাহলে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা ও বিপ্লবের কথা বলছি—তার অন্তর্নিহিত চেতনা, মূলমন্ত্র সেটি ব্যাহত হবে। চেতনাকে অবমূল্যায়ন করা হবে।’
বিভিন্নভাবে নির্যাতন–নিপীড়নের শিকার বিএনপির ত্যাগী নেতা–কর্মীদের মূল্যায়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকার লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। হাসিনার আমলে বিরোধী দল যারাই ছিল, হামলা-মামলায়, দমন-পীড়নে সব সময় ব্যস্ত রাখত। আজ যেভাবে কথা বলতে পারছি, হাসিনা সরকার থাকলে তা–ও হতো না। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে উঠিয়ে নিত। বিগত ফ্যাসিস্ট শাসন আমলে বিএনপির হাজার হাজার নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলা, গায়েবি মামলা হয়েছে। সময়ে দলের ত্যাগী নেতা-কর্মীদের যথার্থ মূল্যায়ন করা হবে।’
রিজভী বলেন, ‘আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসলে বাংলাদেশ কসাইখানায় পরিণত হবে। রক্তের বিনিময়ে অর্জিত দেশে ফ্যাসিস্ট ও স্বৈরাচারের দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে। ফ্যাসিস্ট ও দোসরদের বিচার দেশের মাটিতেই হবে। কাউয়া কাদের বলেছিল—খেলা হবে, এখন খেলা ছেড়ে পালিয়েছে। তাদের এ দেশে স্থান হয়নি, আর হবেও না।’
অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খাইরুল কবির খোকন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী জেলা বিএনপির সদস্যসচিব মঞ্জুর এলাহি, জেলা যুবদলের সভাপতি শাহরিয়ার হুসেইন বিদ্যুৎ ও সম্পাদক হাসানুজ্জামান সরকারসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর শোক-সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যার দিকে সেখানে যান তিনি।
১ ঘণ্টা আগে
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদায় বেলায়’ শিরোনামের এই কবিতা দিয়ে ফেসবুকে দাদি বেগম খালেদা জিয়াকে স্মরণ করলেন জাইমা রহমান। কবিতার সঙ্গে তিনি একটি ছবিও শেয়ার করেছেন। এতে দেখা যায়, দাদির সঙ্গে মুখোমুখি বসে আছেন জাইমা।
৩ ঘণ্টা আগে
জামায়াতের সঙ্গে এনসিপির সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণার আগের দিন যে ৩০ জন নেতা এই সমঝোতা না করতে দলের আহ্বায়ককে স্মারকলিপি দিয়েছিলেন, তাঁদের মধ্যে প্রথম নামটি ছিল মুশফিকের। মুশফিক উস সালেহীনের পদত্যাগের মাধ্যমে জামায়াতের সঙ্গে সমঝোতাকে কেন্দ্র করে অন্তত ১০ জন কেন্দ্রীয় নেতা এনসিপি ছাড়লেন।
৪ ঘণ্টা আগে
আলোচিত মডেল মেঘনা আলমের কোনো নেই কোনো গয়না, গাড়ি বা আসবাবপত্র। পেশায় রাজনৈতিক প্রশিক্ষক হলেও আয় করেন ব্যবসা থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জমা দেওয়া মনোনয়নপত্রে এমনই তথ্য উল্লেখ করেছেন তিনি।
৫ ঘণ্টা আগে