নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশকে স্বাধীন করার মাধ্যমে পৃথিবীর ইতিহাসে অমর হয়ে থাকবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে তাঁর কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমর হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ।
আজ বুধবার জাতীয় সংসদে পদ্মা সেতু নির্মাণে ১৪৭ বিধির আওতায় আনীত এক সাধারণ আলোচনায় তিনি এসব কথা বলেন।
সর্বনাশা পদ্মায় সেতু পার হয়ে মানুষ দক্ষিণাঞ্চলে যাবেন এটা কেউ বিশ্বাস করেনি। শেখ হাসিনার কারণে সেটা জয় হয়েছে বলে জানান কাজী ফিরোজ রশীদ। তিনি বলেন, ‘এই পৃথিবীতে কেউ বেশি দিন বেঁচে থাকবে না। আমরাও থাকব না, কিন্তু একটি কথা বলতে পারি, যত দিন এই পদ্মা সেতু থাকবে, তত দিন এই দেশের ইতিহাস থেকে শেখ হাসিনার নাম কেউ মুছে ফেলতে পারবে না। এ সেতুর মাধ্যমে তিনি অমর হয়ে থাকবেন। যত দিন এই বাংলাদেশ থাকবে, ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম কেউ মুছে ফেলতে পারবে না।’
জাপার এই সংসদ সদস্য বলেন, ‘আজকে বাদশাহ শাহজাহান নেই। কিন্তু তাঁর অমর সৃষ্টি তাজমহল আছে। সারা বিশ্ববাসী যখন তাজমহল দেখতে যায়, তখন বলা হয় এটা বাদশাহ শাহজাহানের অমর সৃষ্টি। মুঘল সাম্রাজ্যে অনেক বাদশাহ ছিল, কিন্তু তাজমহল তাঁকে বাঁচিয়ে রেখেছে।’
কাজী ফিরোজ রশীদ বলেন, ছোটবেলায় শুনেছি পদ্মা নদী পাড়ি দেওয়া অসম্ভব। মানুষ এ নদী পাড়ি দিতে দিনের পর নদীর পাড়ে বসে থাকত। পুরো দিন লেগে যেত এ নদী পাড়ি দিতে।
পদ্মার বুকে অনেক মানুষের ধনসম্পদ হারিয়ে গেছে বলে জানান ফিরোজ রশীদ। সেই পদ্মা নদীর ওপর সেতু হবে, এর ওপর গাড়ি চালিয়ে পাড়ি দিতে পারব, এটা আমাদের জীবনের দুঃস্বপ্ন ছিল।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
ফিরোজ রশীদ স্পিকারের মাধ্যমে সব সংসদ সদস্যকে দক্ষিণাঞ্চল সফরে যাওয়ার আমন্ত্রণ জানান। তিনি বলেন, ‘আপনাকে (স্পিকার) নিমন্ত্রণ জানাচ্ছি, এই সংসদের সব সদস্যকে নিয়ে আমাদের নীলাঞ্চল, শাপলা-শালুক ও লাল শাপলার দেশে যাবেন। আপনি সবাইকে নিয়ে যাবেন। দেখবেন সেই নীলাঞ্চল কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা বাড়ি অপরূপ সৌন্দর্যে সাজিয়েছে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে।’
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

বাংলাদেশকে স্বাধীন করার মাধ্যমে পৃথিবীর ইতিহাসে অমর হয়ে থাকবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে তাঁর কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমর হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ।
আজ বুধবার জাতীয় সংসদে পদ্মা সেতু নির্মাণে ১৪৭ বিধির আওতায় আনীত এক সাধারণ আলোচনায় তিনি এসব কথা বলেন।
সর্বনাশা পদ্মায় সেতু পার হয়ে মানুষ দক্ষিণাঞ্চলে যাবেন এটা কেউ বিশ্বাস করেনি। শেখ হাসিনার কারণে সেটা জয় হয়েছে বলে জানান কাজী ফিরোজ রশীদ। তিনি বলেন, ‘এই পৃথিবীতে কেউ বেশি দিন বেঁচে থাকবে না। আমরাও থাকব না, কিন্তু একটি কথা বলতে পারি, যত দিন এই পদ্মা সেতু থাকবে, তত দিন এই দেশের ইতিহাস থেকে শেখ হাসিনার নাম কেউ মুছে ফেলতে পারবে না। এ সেতুর মাধ্যমে তিনি অমর হয়ে থাকবেন। যত দিন এই বাংলাদেশ থাকবে, ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম কেউ মুছে ফেলতে পারবে না।’
জাপার এই সংসদ সদস্য বলেন, ‘আজকে বাদশাহ শাহজাহান নেই। কিন্তু তাঁর অমর সৃষ্টি তাজমহল আছে। সারা বিশ্ববাসী যখন তাজমহল দেখতে যায়, তখন বলা হয় এটা বাদশাহ শাহজাহানের অমর সৃষ্টি। মুঘল সাম্রাজ্যে অনেক বাদশাহ ছিল, কিন্তু তাজমহল তাঁকে বাঁচিয়ে রেখেছে।’
কাজী ফিরোজ রশীদ বলেন, ছোটবেলায় শুনেছি পদ্মা নদী পাড়ি দেওয়া অসম্ভব। মানুষ এ নদী পাড়ি দিতে দিনের পর নদীর পাড়ে বসে থাকত। পুরো দিন লেগে যেত এ নদী পাড়ি দিতে।
পদ্মার বুকে অনেক মানুষের ধনসম্পদ হারিয়ে গেছে বলে জানান ফিরোজ রশীদ। সেই পদ্মা নদীর ওপর সেতু হবে, এর ওপর গাড়ি চালিয়ে পাড়ি দিতে পারব, এটা আমাদের জীবনের দুঃস্বপ্ন ছিল।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
ফিরোজ রশীদ স্পিকারের মাধ্যমে সব সংসদ সদস্যকে দক্ষিণাঞ্চল সফরে যাওয়ার আমন্ত্রণ জানান। তিনি বলেন, ‘আপনাকে (স্পিকার) নিমন্ত্রণ জানাচ্ছি, এই সংসদের সব সদস্যকে নিয়ে আমাদের নীলাঞ্চল, শাপলা-শালুক ও লাল শাপলার দেশে যাবেন। আপনি সবাইকে নিয়ে যাবেন। দেখবেন সেই নীলাঞ্চল কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা বাড়ি অপরূপ সৌন্দর্যে সাজিয়েছে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে।’
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে দলীয় ও মিত্র দলের প্রার্থীদের পক্ষে ভোটের মাঠে সর্বশক্তি নিয়োগ করতে চায় বিএনপি। কিন্তু কোথাও কোথাও এই পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন দলের মনোনয়নবঞ্চিত নেতারা। দলের সমর্থন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে থেকে যাওয়ার বিষয়ে অনড় অবস্থান নিয়েছেন তাঁরা।
১১ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি অ্যালবার্ট টি. গম্বিস। আজ রোববার (১১ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেন তাঁরা।
১৫ ঘণ্টা আগে
‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের জন্য ‘সব রাজনৈতিক দলের অংশগ্রহণ’ আর শর্ত হিসেবে দেখছে না ইউরোপ। বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে বহুল প্রচলিত শব্দ দুটির নতুন ব্যাখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান ইভার্স ইয়াবস।
১৭ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ রোববার (১১ জানুয়ারি) দুপুরে তাঁর আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। এতে তাঁর মনোনয়নপত্র বৈধ হয়।
১৮ ঘণ্টা আগে