মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইর থানার একটি হত্যা মামলায় চার দিনের রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে আদালতে হাজির করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে কড়া পুলিশি পাহারায় তাঁকে মানিকগঞ্জ জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দোলন বিশ্বাসের আদালতে তোলা হয়।
এর আগে প্রিজন ভ্যানে করে তাঁকে আদালত চত্বরে আনা হয়। আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালে সিঙ্গাইরের গোবিন্দল এলাকায় হরতালের মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। এ ঘটনায় নিহত ব্যক্তিদের একজনের স্বজন মো. মজনু মোল্লা বাদী হয়ে গত বছরের ২৫ অক্টোবর মমতাজকে প্রধান আসামি করে সিঙ্গাইর থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় ২২ মে শুনানি শেষে আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিন রিমান্ড শেষে তাঁকে আদালতে উপস্থাপন করা হয়। পাশাপাশি হরিরামপুর থানায় আরেকটি মামলায় তাঁকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ওই মামলায় ৩০ অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে মামলা করেন। এই মামলার শুনানিতে ২২ মে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ বিষয়ে মানিকগঞ্জের আদালত পরিদর্শক মো. আবুল খায়ের মিয়া বলেন, দুপুরে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে মানিকগঞ্জ সিঙ্গাইর থানার হত্যা মামলার চার দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় এবং হরিরামপুর থানার মামলায় দুই দিনের রিমান্ডের জন্য তাঁকে হরিরামপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।

মানিকগঞ্জের সিঙ্গাইর থানার একটি হত্যা মামলায় চার দিনের রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে আদালতে হাজির করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে কড়া পুলিশি পাহারায় তাঁকে মানিকগঞ্জ জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দোলন বিশ্বাসের আদালতে তোলা হয়।
এর আগে প্রিজন ভ্যানে করে তাঁকে আদালত চত্বরে আনা হয়। আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালে সিঙ্গাইরের গোবিন্দল এলাকায় হরতালের মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। এ ঘটনায় নিহত ব্যক্তিদের একজনের স্বজন মো. মজনু মোল্লা বাদী হয়ে গত বছরের ২৫ অক্টোবর মমতাজকে প্রধান আসামি করে সিঙ্গাইর থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় ২২ মে শুনানি শেষে আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিন রিমান্ড শেষে তাঁকে আদালতে উপস্থাপন করা হয়। পাশাপাশি হরিরামপুর থানায় আরেকটি মামলায় তাঁকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ওই মামলায় ৩০ অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে মামলা করেন। এই মামলার শুনানিতে ২২ মে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ বিষয়ে মানিকগঞ্জের আদালত পরিদর্শক মো. আবুল খায়ের মিয়া বলেন, দুপুরে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে মানিকগঞ্জ সিঙ্গাইর থানার হত্যা মামলার চার দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় এবং হরিরামপুর থানার মামলায় দুই দিনের রিমান্ডের জন্য তাঁকে হরিরামপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এই ঘোষণা দেন। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানিয়েছেন তাসনিম জারা।
১ ঘণ্টা আগে
সাধারণ মানুষের কাছে কার্যত অজানা থাকলেও সড়ক দুর্ঘটনায় হতাহত হলে সড়ক পরিবহন আইনে ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে। আইনে দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের জন্য ৫ লাখ টাকা এবং আহত ব্যক্তির জন্য ৩ লাখ টাকা দেওয়ার বিধান রয়েছে।
১০ ঘণ্টা আগে
‘বিটিআরসির এনইআইআর সিস্টেমে আমার এনআইডির বিপরীতে ৫২টা ফোন নিবন্ধিত দেখাচ্ছে। এতগুলো ফোন কীভাবে আমার নামে নিবন্ধিত হয়! আমার ও পরিবারের সদস্যদের ধরলে মোট ৫-৭টা হতে পারে। তাই বলে ৫২টা?
১১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৪টি আসনে ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তাঁদের মধ্যে জামায়াতের এইচ এম হামিদুর রহমান আযাদ ও নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার মতো নেতারাও রয়েছেন।
১১ ঘণ্টা আগে