অনলাইন ডেস্ক
মৃত্তিকার গবেষণা কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের গবেষণা চার দেয়ালে আটকে রাখলে হবে না।
আজ রোববার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর খামারবাড়ির মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে কৃষি উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, ‘সব সময় বিল্ডিংয়ের ভেতরে না থেকে জমি ও কৃষকের মাঝে কীভাবে যাওয়া যায়, সেটা খেয়াল রাখতে হবে। সব সময় আমরা প্রজেক্ট বানাতে চাই, ভবন বানাতে চাই। আমার মনে হয়, কৃষি মন্ত্রণালয় থেকে সব সময় বিল্ডিং তৈরির বিরোধিতা করা উচিত। ভবন বানানো হয় কৃষিজমি নষ্ট করে। এই জন্য কৃষিজমি কমছে।’
কৃষি উপদেষ্টা বলেন, কৃষিজমি সুরক্ষা আইন কার্যকর করার বিষয়ে সরকারের একটা চেষ্টা আছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গাজীপুরে যারা ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটিয়েছে তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে। বাকিদেরও দ্রুত আনা হবে। যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে অপারেশন ডেভিল হান্ট চলবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষিসচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. বেগম সামিয়া সুলতানা প্রমুখ।
মৃত্তিকার গবেষণা কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের গবেষণা চার দেয়ালে আটকে রাখলে হবে না।
আজ রোববার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর খামারবাড়ির মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে কৃষি উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, ‘সব সময় বিল্ডিংয়ের ভেতরে না থেকে জমি ও কৃষকের মাঝে কীভাবে যাওয়া যায়, সেটা খেয়াল রাখতে হবে। সব সময় আমরা প্রজেক্ট বানাতে চাই, ভবন বানাতে চাই। আমার মনে হয়, কৃষি মন্ত্রণালয় থেকে সব সময় বিল্ডিং তৈরির বিরোধিতা করা উচিত। ভবন বানানো হয় কৃষিজমি নষ্ট করে। এই জন্য কৃষিজমি কমছে।’
কৃষি উপদেষ্টা বলেন, কৃষিজমি সুরক্ষা আইন কার্যকর করার বিষয়ে সরকারের একটা চেষ্টা আছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গাজীপুরে যারা ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটিয়েছে তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে। বাকিদেরও দ্রুত আনা হবে। যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে অপারেশন ডেভিল হান্ট চলবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষিসচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. বেগম সামিয়া সুলতানা প্রমুখ।
বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন কনস্যুলার সেবার ফি নির্ধারণ করেছে সরকার, যেখানে সর্বোচ্চ ফি ৮৫ ডলার এবং সর্বনিম্ন ১০ ডলার। বিশ্বের ৮০টি মিশনকে সাতটি অঞ্চলে ভাগ করে এই ফি নির্ধারণ করা হয়েছে। ফি ভিন্ন ভিন্ন সেবার ধরন ও জরুরি চাহিদা অনুযায়ী নির্ধারিত হয়েছে, যা মার্কিন ডলারে বা প্রযোজ্য
১৭ মিনিট আগেআইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে নিয়ে ভারতীয় অনলাইন পোর্টাল নিউজ অ্যারেনা ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদনকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে অভিহিত করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। গতকাল শুক্রবার রাতে গণমাধ্যমে এই বিবৃতি পাঠায় মন্ত্রণালয়।
১৯ মিনিট আগেভ্যাটিকানে ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য বিশ্বনেতা ও রাজপরিবারের সদস্যরা রোমে সমবেত হয়েছিলেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
৩২ মিনিট আগেবেতনবৈষম্য দূর করে এন্ট্রি লেভেলে গ্রেড উন্নত করা, পদোন্নতিসহ ছয় দফা দাবি বাস্তবায়নে আগামী ৫ মে থেকে আবারও কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। প্রাথমিকের সহকারী শিক্ষকদের বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের’ ব্য
১ ঘণ্টা আগে