নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিরপুর ১০ নম্বর গোল চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর-১১ নম্বর ওয়ার্ডের যুবদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ কবির খান গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করার ঘটনায় শেখ হাসিনাসহ ৬৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে মামলা দায়ের করেন নিহতের স্ত্রী আফসানা আক্তার ওরফে আফসানা ইসলাম।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।
অন্যান্য উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, সংসদ সদস্য ইলিয়াস হোসেন মোল্লা, সংসদ সদস্য মাইনুল হোসেন খান (নিখিল), সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন-অর-রশীদ, ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার, ঢাকা উত্তর আওয়ামী লীগের সদস্যসচিব এস এম মান্নান (কচি), স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হক সাচ্চু, উপপুলিশ কমিশনার (মিরপুর জোন) জসিম উদ্দিন, একই জনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ইমতিয়াজ। মিরপুর এলাকার আওয়ামী লীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে গত ৪ আগস্ট রাত ১টা থেকে ৩টা পর্যন্ত মিরপুর ১০ নম্বর গোল চত্বরে আইডিয়াল স্কুলের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশের ওপর নির্বিচারে পুলিশ ও আওয়ামী লীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা গুলিবর্ষণ করতে থাকে।
এ সময় সমাবেশে থাকা অনেকেই আহত হন। আহতদের উদ্ধার করার জন্য বাদীর স্বামী আব্দুল্লাহ কবীর খান কাজ করছিলেন। এ সময় তিনিও গুলি বিদ্ধ হন। গুরুতরও আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাদী অভিযোগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার অধীনস্থ মন্ত্রী, সংসদ সদস্য, আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং পুলিশ কর্মকর্তারা ও সদস্যরা নির্বিচারে গুলি করে হত্যাকান্ড সংঘটিত করেছে।

মিরপুর ১০ নম্বর গোল চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর-১১ নম্বর ওয়ার্ডের যুবদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ কবির খান গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করার ঘটনায় শেখ হাসিনাসহ ৬৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে মামলা দায়ের করেন নিহতের স্ত্রী আফসানা আক্তার ওরফে আফসানা ইসলাম।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।
অন্যান্য উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, সংসদ সদস্য ইলিয়াস হোসেন মোল্লা, সংসদ সদস্য মাইনুল হোসেন খান (নিখিল), সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন-অর-রশীদ, ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার, ঢাকা উত্তর আওয়ামী লীগের সদস্যসচিব এস এম মান্নান (কচি), স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হক সাচ্চু, উপপুলিশ কমিশনার (মিরপুর জোন) জসিম উদ্দিন, একই জনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ইমতিয়াজ। মিরপুর এলাকার আওয়ামী লীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে গত ৪ আগস্ট রাত ১টা থেকে ৩টা পর্যন্ত মিরপুর ১০ নম্বর গোল চত্বরে আইডিয়াল স্কুলের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশের ওপর নির্বিচারে পুলিশ ও আওয়ামী লীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা গুলিবর্ষণ করতে থাকে।
এ সময় সমাবেশে থাকা অনেকেই আহত হন। আহতদের উদ্ধার করার জন্য বাদীর স্বামী আব্দুল্লাহ কবীর খান কাজ করছিলেন। এ সময় তিনিও গুলি বিদ্ধ হন। গুরুতরও আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাদী অভিযোগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার অধীনস্থ মন্ত্রী, সংসদ সদস্য, আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং পুলিশ কর্মকর্তারা ও সদস্যরা নির্বিচারে গুলি করে হত্যাকান্ড সংঘটিত করেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে শেষ দিনের আপিল শুনানি চলছে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ রোববার সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে আপিল শুনানি শুরু হয়।
২ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আজ রোববার। পাশাপাশি এদিন দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়েও সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
১২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান সুযোগ নষ্ট করার অভিযোগ তুলেছে রাজনৈতিক দলগুলো। দলগুলোর এই অভিযোগের কাঠগড়ায় নির্বাচন কমিশন (ইসি)। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন দল ইসির বিরুদ্ধে অভিযোগ এনেছে।
১২ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আগামীকাল রোববার। পাশাপাশি এদিন দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়েও সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
১৫ ঘণ্টা আগে