কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

জাতিসংঘ ও বিভিন্ন দাতা দেশগুলোকে রোহিঙ্গাদের কোভিড টিকা দেওয়ার দায়িত্ব নিতে বলেছিল বাংলাদেশ সরকার। পাশাপাশি কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীকেও এর আওতায় নেওয়ার কথা বলা হয়েছিল। তবে এখন বলা হচ্ছে, রোহিঙ্গাদের টিকা দেওয়ার দায়িত্ব বাংলাদেশ নিয়েছে। দেশে যে টিকা আসছে সেখান থেকেই রোহিঙ্গাদের টিকা দেওয়া হবে।
আজ মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
সচিব বলেন, এটি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ হয়েছে। রোহিঙ্গাদের যাদের বয়স ৫৫ বছরের ওপর তাঁদের দিয়ে টিকা কার্যক্রম শুরু হবে। আস্তে আস্তে বয়সের সীমা নামিয়ে আনা হবে।
রোহিঙ্গাদের কোভিড টিকা দেওয়ার ক্ষেত্রে দাতাদের জন্য অপেক্ষা না করে বাংলাদেশেরই দায়িত্ব নেওয়ার কারণ ব্যাখ্যা করে পররাষ্ট্রসচিব বলেন, কোনো একটা জনগোষ্ঠীকে যদি বাদ রাখি, তাহলে আমাদের স্থানীয় জনগোষ্ঠী আক্রান্ত হওয়ার সুযোগ রয়েছে। কারণ সারাক্ষণই রোহিঙ্গাদের সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর যাতায়াত হয়ে থাকে। ফলে স্থানীয় জনগোষ্ঠীকে সুরক্ষা করতে হলেও আমাদের রোহিঙ্গাদের সুরক্ষিত করতে হবে।
তাহলে এই অতিরিক্ত টিকার সংস্থান কোথা থেকে হবে? সাংবাদিকদের এ প্রশ্নে সচিব বলেন, আমাদের যেগুলো রয়েছে, সেখান থেকেই দেওয়া হবে। এখন আমরা বৈষম্য করছি না। কোভ্যাক্সের টিকা সংরক্ষণে ঠান্ডা রাখার বিষয় রয়েছে। আমাদের সিনোফার্মের টিকা এ ক্ষেত্রে সহজ। স্থানীয় জনগোষ্ঠীকে যে টিকা দেব, সেটিই রোহিঙ্গাদের দেব। বাস্তব পরিস্থিতি চিন্তা করে এখানে বৈষম্য করা ঠিক হবে না।

উল্লেখ্য, গতকাল সোমবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে লাগবে ২১ কোটি ডোজ। ২১ মাসেরও কম সময়ে সেই টিকা দিতে চায় সরকার। ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে ৩ কোটি ডোজ অ্যাস্ট্রোজেনেকার টিকা পাওয়ার চুক্তি রয়েছে। এরই মধ্যে ৭০ লাখ এসেছি। বাকিগুলো শিগগিরই আসবে। চীনের কাছ থেকে সিনোফার্ম ভ্যাকসিন নিতে সঙ্গে চুক্তি হয়েছে। ১ কোটি টিকা আসবে রাশিয়া থেকে। কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে আসবে ৬ কোটি ৮০ লাখ ডোজ। জনসন অ্যান্ড জনসনের সঙ্গে ৭ কোটি টিকার জন্য চুক্তি হয়েছে। আগামী বছরের এপ্রিল-জুন নাগাদ সেগুলো আসতে পারে। সব মিলিয়ে মোট ২১ কোটি ডোজ টিকা পাওয়া যাবে।

জাতিসংঘ ও বিভিন্ন দাতা দেশগুলোকে রোহিঙ্গাদের কোভিড টিকা দেওয়ার দায়িত্ব নিতে বলেছিল বাংলাদেশ সরকার। পাশাপাশি কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীকেও এর আওতায় নেওয়ার কথা বলা হয়েছিল। তবে এখন বলা হচ্ছে, রোহিঙ্গাদের টিকা দেওয়ার দায়িত্ব বাংলাদেশ নিয়েছে। দেশে যে টিকা আসছে সেখান থেকেই রোহিঙ্গাদের টিকা দেওয়া হবে।
আজ মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
সচিব বলেন, এটি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ হয়েছে। রোহিঙ্গাদের যাদের বয়স ৫৫ বছরের ওপর তাঁদের দিয়ে টিকা কার্যক্রম শুরু হবে। আস্তে আস্তে বয়সের সীমা নামিয়ে আনা হবে।
রোহিঙ্গাদের কোভিড টিকা দেওয়ার ক্ষেত্রে দাতাদের জন্য অপেক্ষা না করে বাংলাদেশেরই দায়িত্ব নেওয়ার কারণ ব্যাখ্যা করে পররাষ্ট্রসচিব বলেন, কোনো একটা জনগোষ্ঠীকে যদি বাদ রাখি, তাহলে আমাদের স্থানীয় জনগোষ্ঠী আক্রান্ত হওয়ার সুযোগ রয়েছে। কারণ সারাক্ষণই রোহিঙ্গাদের সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর যাতায়াত হয়ে থাকে। ফলে স্থানীয় জনগোষ্ঠীকে সুরক্ষা করতে হলেও আমাদের রোহিঙ্গাদের সুরক্ষিত করতে হবে।
তাহলে এই অতিরিক্ত টিকার সংস্থান কোথা থেকে হবে? সাংবাদিকদের এ প্রশ্নে সচিব বলেন, আমাদের যেগুলো রয়েছে, সেখান থেকেই দেওয়া হবে। এখন আমরা বৈষম্য করছি না। কোভ্যাক্সের টিকা সংরক্ষণে ঠান্ডা রাখার বিষয় রয়েছে। আমাদের সিনোফার্মের টিকা এ ক্ষেত্রে সহজ। স্থানীয় জনগোষ্ঠীকে যে টিকা দেব, সেটিই রোহিঙ্গাদের দেব। বাস্তব পরিস্থিতি চিন্তা করে এখানে বৈষম্য করা ঠিক হবে না।

উল্লেখ্য, গতকাল সোমবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে লাগবে ২১ কোটি ডোজ। ২১ মাসেরও কম সময়ে সেই টিকা দিতে চায় সরকার। ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে ৩ কোটি ডোজ অ্যাস্ট্রোজেনেকার টিকা পাওয়ার চুক্তি রয়েছে। এরই মধ্যে ৭০ লাখ এসেছি। বাকিগুলো শিগগিরই আসবে। চীনের কাছ থেকে সিনোফার্ম ভ্যাকসিন নিতে সঙ্গে চুক্তি হয়েছে। ১ কোটি টিকা আসবে রাশিয়া থেকে। কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে আসবে ৬ কোটি ৮০ লাখ ডোজ। জনসন অ্যান্ড জনসনের সঙ্গে ৭ কোটি টিকার জন্য চুক্তি হয়েছে। আগামী বছরের এপ্রিল-জুন নাগাদ সেগুলো আসতে পারে। সব মিলিয়ে মোট ২১ কোটি ডোজ টিকা পাওয়া যাবে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ফুটবল প্রতীক পেয়েছেন। আজ বুধবার দুপুরে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে তিনি প্রতীক সংগ্রহ করেন।
১২ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে সরকার। সারা দেশের ৪২ হাজার ভোটকেন্দ্রের মধ্যে প্রায় অর্ধেকই ‘অতি গুরুত্বপূর্ণ’ ও ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
৩৩ মিনিট আগে
১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইবুনাল আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন ২০১৩ সালে। মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকেই প্রথম সাজা দিয়েছিলেন ট্রাইব্যুনাল।
৪০ মিনিট আগে
ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে বি১ ও বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি ২০২৬) থেকে বাংলাদেশের নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। তবে এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে শিক্ষার্থীদের জন্য এই বন্ড প্রযোজ্য নয়।
১৫ ঘণ্টা আগে