নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশে থেকে হজ ফ্লাইট শুরু হবে নির্ধারিত সময়ে, কিন্তু সৌদি কর্তৃপক্ষের বিষয়গুলো পরিষ্কার না বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। আজ সোমবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বিমান প্রতিমন্ত্রী বলেন, ‘নির্ধারিত সময়ে হজ ফ্লাইট শুরু করার জন্য সব ধরনের প্রস্তুতি আছে। কিন্তু হজে যাঁরা যাবেন, বাড়িভাড়া এবং মোয়াল্লেম নির্ধারণসহ আনুষঙ্গিক কাজগুলো করতে পারেনি সৌদি কর্তৃপক্ষ। এই বিষয়গুলো এখনো ক্লিয়ার হয়নি। তবে আমাদের বিশ্বাস নির্দিষ্ট সময়ে কাজগুলো সম্পন্ন করবে সৌদি কর্তৃপক্ষ।’ তিনি বলেন, ‘ধর্ম মন্ত্রণালয় এ বিষয়গুলো দেখছে। আমাদের বিশ্বাস এই সময়ের মধ্যে সব হয়ে যাবে। আনুষ্ঠানিকভাবে ৩১ মে হজ ফ্লাইট উদ্বোধন করা হবে।’
হজ ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে শিডিউল ফ্লাইট বিঘ্ন হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, বিমানের বহরে ২১টির মধ্যে ৪টি বোয়িং-৭৭৭। ২০১৯ সালে এই ৪টি দিয়ে হজ ফ্লাইট পরিচালনা করা হয়েছিল। এ বছরও সেটি করা হবে। এতে বিমানের অন্যান্য গন্তব্যের শিডিউল ফ্লাইটের ফ্রিকোয়েন্সি আমরা কমিয়ে দেব। কম গুরুত্বপূর্ণ ও কম লাভজনক রুটের ফ্রিকোয়েন্সি কমানো হবে। এটা দুই মাসের বিষয়। শিডিউল ফ্লাইটে কোনো ব্যাঘাত সৃষ্টি হবে না। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ফ্লাইটের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কমানো হবে না।
হজ-সম্পর্কিত সবশেষ সংবাদ পেতে - এখানে ক্লিক করুন
প্রয়োজন ছাড়া ইমিগ্রেশনে যাত্রীদের জিজ্ঞাসাবাদ না করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়ে বিমান প্রতিমন্ত্রী আরও বলেন, এয়ারপোর্টে যাকে সন্দেহ হবে, তাকেই চেক করুন। প্রতিদিন যদি সব যাত্রীকে চেকের সম্মুখীন হতে হয়, তবে এটা যাত্রীসেবার অনুকূল হবে না। যাদের ইমিগ্রেশন কর্তৃপক্ষ প্রয়োজন মনে করবে তাদের জিজ্ঞাসাবাদ করবে। প্রয়োজনে তাদের আলাদা করে জিজ্ঞাসা করবে। এই কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্যই আজকে আসা। প্রয়োজন ছাড়া ইমিগ্রেশনে কাউকে জিজ্ঞাসাবাদ করা যাবে না।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোস্তফা কামাল প্রমুখ।
এ-সম্পর্কিত পড়ুন:

বাংলাদেশে থেকে হজ ফ্লাইট শুরু হবে নির্ধারিত সময়ে, কিন্তু সৌদি কর্তৃপক্ষের বিষয়গুলো পরিষ্কার না বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। আজ সোমবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বিমান প্রতিমন্ত্রী বলেন, ‘নির্ধারিত সময়ে হজ ফ্লাইট শুরু করার জন্য সব ধরনের প্রস্তুতি আছে। কিন্তু হজে যাঁরা যাবেন, বাড়িভাড়া এবং মোয়াল্লেম নির্ধারণসহ আনুষঙ্গিক কাজগুলো করতে পারেনি সৌদি কর্তৃপক্ষ। এই বিষয়গুলো এখনো ক্লিয়ার হয়নি। তবে আমাদের বিশ্বাস নির্দিষ্ট সময়ে কাজগুলো সম্পন্ন করবে সৌদি কর্তৃপক্ষ।’ তিনি বলেন, ‘ধর্ম মন্ত্রণালয় এ বিষয়গুলো দেখছে। আমাদের বিশ্বাস এই সময়ের মধ্যে সব হয়ে যাবে। আনুষ্ঠানিকভাবে ৩১ মে হজ ফ্লাইট উদ্বোধন করা হবে।’
হজ ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে শিডিউল ফ্লাইট বিঘ্ন হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, বিমানের বহরে ২১টির মধ্যে ৪টি বোয়িং-৭৭৭। ২০১৯ সালে এই ৪টি দিয়ে হজ ফ্লাইট পরিচালনা করা হয়েছিল। এ বছরও সেটি করা হবে। এতে বিমানের অন্যান্য গন্তব্যের শিডিউল ফ্লাইটের ফ্রিকোয়েন্সি আমরা কমিয়ে দেব। কম গুরুত্বপূর্ণ ও কম লাভজনক রুটের ফ্রিকোয়েন্সি কমানো হবে। এটা দুই মাসের বিষয়। শিডিউল ফ্লাইটে কোনো ব্যাঘাত সৃষ্টি হবে না। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ফ্লাইটের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কমানো হবে না।
হজ-সম্পর্কিত সবশেষ সংবাদ পেতে - এখানে ক্লিক করুন
প্রয়োজন ছাড়া ইমিগ্রেশনে যাত্রীদের জিজ্ঞাসাবাদ না করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়ে বিমান প্রতিমন্ত্রী আরও বলেন, এয়ারপোর্টে যাকে সন্দেহ হবে, তাকেই চেক করুন। প্রতিদিন যদি সব যাত্রীকে চেকের সম্মুখীন হতে হয়, তবে এটা যাত্রীসেবার অনুকূল হবে না। যাদের ইমিগ্রেশন কর্তৃপক্ষ প্রয়োজন মনে করবে তাদের জিজ্ঞাসাবাদ করবে। প্রয়োজনে তাদের আলাদা করে জিজ্ঞাসা করবে। এই কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্যই আজকে আসা। প্রয়োজন ছাড়া ইমিগ্রেশনে কাউকে জিজ্ঞাসাবাদ করা যাবে না।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোস্তফা কামাল প্রমুখ।
এ-সম্পর্কিত পড়ুন:

আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে এবং হুট করে বিদেশিদের আগমন নিয়ন্ত্রণে রাখতে সাময়িকভাবে অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র
২৬ মিনিট আগে
দুদক সূত্রে জানা গেছে, ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে বিভিন্ন সময়ে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ১২টি ভুয়া ও কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ অনুমোদন করিয়ে ৪৩৩ কোটি ৯৬ লাখ ১৮ হাজার ৯ টাকা আত্মসাৎ করা হয়।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আজ বুধবার বিকেলে রাজধানীর বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
বিদেশে পালিয়ে থাকা ব্যক্তিদের দেওয়া হুমকির কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, যাদের সাহস আছে, তারা দেশে এসে আইনের আশ্রয় নিক। অন্য দেশে পালিয়ে থেকে কথা বললে তার কোনো ভ্যালু নেই।
২ ঘণ্টা আগে