
বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক সমাবেশগুলোর খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন অন্তত ২৭ জন সাংবাদিক। অবিলম্বে এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষা বিষয়ক বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।
নিউইয়র্কভিত্তিক সংগঠনটি বুধবার (১ নভেম্বর) এক বিবৃতিতে বলেছে, গত ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় সমাবেশের খবর সংগ্রহ করার সময় অন্তত ২৭ জন সাংবাদিক প্রধান বিরোধী দল বিএনপি, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সমর্থক ও পুলিশের হামলার শিকার হন।
গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা স্থানীয় সংগঠন বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়ার বিবৃতি, বেশ কয়েকজন সাংবাদিকের বক্তব্য এবং বিভিন্ন সংবাদ প্রতিবেদন থেকে এই তথ্য পেয়েছে সিপিজে।
সিপিজের প্রোগ্রাম ডিরেক্টর কার্লোস মার্টিনেজ ডে লা সার্না বলেছেন, ঢাকায় সাম্প্রতিক রাজনৈতিক সমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে অন্তত ২৭ জন বাংলাদেশি সাংবাদিকের ওপর হামলা হয়েছে। এসব ঘটনার দ্রুত ও স্বচ্ছ জবাবদিহি অবশ্যই করতে হবে।
ডে লা সার্না আরও বলেন, আগামী জানুয়ারির নির্বাচন সামনে রেখে সাংবাদিকদের স্বাধীন ও নিরাপদে প্রতিবেদন করার অধিকারের প্রতি বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাশাপাশি পুলিশকে অবশ্যই শ্রদ্ধাশীল হতে হবে।
সিপিজে বিবৃতিতে হামলার শিকার সাংবাদিকদের নাম ও তাঁদের বক্তব্য সংযুক্ত করেছে। তাঁরা হলেন, দৈনিক কালবেলার ক্রাইম রিপোর্টার মো. রাফসান জনি, রিপোর্টার রবিউল ইসলাম রুবেল ও রিপোর্টার জনি রায়হান, কালের কণ্ঠের প্রধান ফটোসাংবাদিক শেখ হাসান আলী ও আলোকচিত্রী লুৎফর রহমান, একুশে টিভির ফটোগ্রাফার মো. হানিফ রহমান ও রিপোর্টার তৌহিদুর রহমান, বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক সালমান তারেক সাকিল ও রিপোর্টার জুবায়ের আহমেদ, দৈনিক ইনকিলাবের ফটোগ্রাফার এস এ মাসুম, ঢাকা টাইমসের ক্রাইম রিপোর্টার মো. সিরাজুম সালেকিন, ফরাসি সংবাদ সংস্থা এজেন্সি ফ্রঁসে-প্রেসের ভিডিও রিপোর্টার মোহাম্মদ আলী মাজেদ, বাংলা ট্রিবিউন ও ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানসহ আন্তর্জাতিক আউটলেটগুলোর সঙ্গে কাজ করা ফ্রিল্যান্স ফটোগ্রাফার সাজ্জাদ হোসেন, সংবাদ সংস্থা ফেয়ার নিউজ সার্ভিসের রিপোর্টার ও ফ্রিল্যান্স ফটোগ্রাফার সালাহউদ্দিন আহমেদ শামীম, নিউ এইজের জ্যেষ্ঠ প্রতিবেদক আহমেদ ফয়েজ, নিউজ ওয়েবসাইট দ্য রিপোর্টের রিপোর্টার তাহির জামানসহ বিজেআইএম এবং স্থানীয় অন্যান্য মিডিয়া হামলার শিকার ১০ সাংবাদিক।

বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক সমাবেশগুলোর খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন অন্তত ২৭ জন সাংবাদিক। অবিলম্বে এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষা বিষয়ক বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।
নিউইয়র্কভিত্তিক সংগঠনটি বুধবার (১ নভেম্বর) এক বিবৃতিতে বলেছে, গত ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় সমাবেশের খবর সংগ্রহ করার সময় অন্তত ২৭ জন সাংবাদিক প্রধান বিরোধী দল বিএনপি, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সমর্থক ও পুলিশের হামলার শিকার হন।
গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা স্থানীয় সংগঠন বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়ার বিবৃতি, বেশ কয়েকজন সাংবাদিকের বক্তব্য এবং বিভিন্ন সংবাদ প্রতিবেদন থেকে এই তথ্য পেয়েছে সিপিজে।
সিপিজের প্রোগ্রাম ডিরেক্টর কার্লোস মার্টিনেজ ডে লা সার্না বলেছেন, ঢাকায় সাম্প্রতিক রাজনৈতিক সমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে অন্তত ২৭ জন বাংলাদেশি সাংবাদিকের ওপর হামলা হয়েছে। এসব ঘটনার দ্রুত ও স্বচ্ছ জবাবদিহি অবশ্যই করতে হবে।
ডে লা সার্না আরও বলেন, আগামী জানুয়ারির নির্বাচন সামনে রেখে সাংবাদিকদের স্বাধীন ও নিরাপদে প্রতিবেদন করার অধিকারের প্রতি বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাশাপাশি পুলিশকে অবশ্যই শ্রদ্ধাশীল হতে হবে।
সিপিজে বিবৃতিতে হামলার শিকার সাংবাদিকদের নাম ও তাঁদের বক্তব্য সংযুক্ত করেছে। তাঁরা হলেন, দৈনিক কালবেলার ক্রাইম রিপোর্টার মো. রাফসান জনি, রিপোর্টার রবিউল ইসলাম রুবেল ও রিপোর্টার জনি রায়হান, কালের কণ্ঠের প্রধান ফটোসাংবাদিক শেখ হাসান আলী ও আলোকচিত্রী লুৎফর রহমান, একুশে টিভির ফটোগ্রাফার মো. হানিফ রহমান ও রিপোর্টার তৌহিদুর রহমান, বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক সালমান তারেক সাকিল ও রিপোর্টার জুবায়ের আহমেদ, দৈনিক ইনকিলাবের ফটোগ্রাফার এস এ মাসুম, ঢাকা টাইমসের ক্রাইম রিপোর্টার মো. সিরাজুম সালেকিন, ফরাসি সংবাদ সংস্থা এজেন্সি ফ্রঁসে-প্রেসের ভিডিও রিপোর্টার মোহাম্মদ আলী মাজেদ, বাংলা ট্রিবিউন ও ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানসহ আন্তর্জাতিক আউটলেটগুলোর সঙ্গে কাজ করা ফ্রিল্যান্স ফটোগ্রাফার সাজ্জাদ হোসেন, সংবাদ সংস্থা ফেয়ার নিউজ সার্ভিসের রিপোর্টার ও ফ্রিল্যান্স ফটোগ্রাফার সালাহউদ্দিন আহমেদ শামীম, নিউ এইজের জ্যেষ্ঠ প্রতিবেদক আহমেদ ফয়েজ, নিউজ ওয়েবসাইট দ্য রিপোর্টের রিপোর্টার তাহির জামানসহ বিজেআইএম এবং স্থানীয় অন্যান্য মিডিয়া হামলার শিকার ১০ সাংবাদিক।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্র ও কক্ষ আগেই মোটামুটি চূড়ান্ত করেছিল নির্বাচন কমিশন (ইসি)। পরে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত হওয়ায় ইসিও এ বিষয়ে উদ্যোগ নেয়।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। তাতে যশোর-২ আসনে জামায়াত ইসলামী মনোনীত একজন প্রার্থী এবং নরসিংদী-২, রংপুর-১ ও কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টি (জাপা)...
৬ ঘণ্টা আগে
রাজধানীতে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধানে যন্ত্রাংশটিতে গুরুতর ত্রুটি চিহ্নিত হয়েছে। একই সঙ্গে অবকাঠামোর নকশাগত ত্রুটির কথাও বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এসব বিষয়ে অধিকতর তদন্ত করার কথা বলেছে কমিটি।
৬ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নগদ ও ব্যাংকে জমা আছে ৩১ লাখ ৫৮ হাজার ৪২৮ টাকা। আয়কর রিটার্নে ১ কোটি ৯৬ লাখ ৮০ হাজার ১৮৫ টাকার সম্পদের হিসাব দিয়েছেন তিনি। পেশায় রাজনীতিবিদ তারেক রহমানের নিজের কোনো বাড়ি, অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক স্থাপনা নেই।
৬ ঘণ্টা আগে