নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কাতারে আয়োজিত আন্তর্জাতিক সমুদ্র মহড়ায় অংশ নিতে চট্টগ্রাম ত্যাগ করেছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ প্রত্যাশা। আগামী ২১-২৩ মার্চ পর্যন্ত এই মহড়া অনুষ্ঠিত হবে। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। যুদ্ধজাহাজ প্রত্যাশা গতকাল শনিবার চট্টগ্রাম নৌ জেটি ত্যাগ করেছে। নৌবাহিনীর রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদল বাদ্য পরিবেশন করে জাহাজটিকে বিদায় জানায়। এ সময় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন।
আইএসপিআরের বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ প্রত্যাশা’র অধিনায়ক কমান্ডার মোহাম্মদ গোলাম কিবরিয়ার নেতৃত্বে ২৫ জন কর্মকর্তাসহ মোট ১৩৫ জন নৌসদস্য এ মহড়ায় অংশগ্রহণ করবেন।
বিদায়ের আগে কমান্ডার বিএন ফ্লিট রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী জাহাজের কর্মকর্তা ও নাবিকদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এ সময় অন্যান্যদের মধ্যে নৌবাহিনীর উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাগণ, জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক এ সমুদ্র মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনী জাহাজ, উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদগণ এবং সামরিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন। মহড়া শেষে ‘প্রত্যাশা’ দেশে ফেরার পথে ভারতের গোয়ায় আইওএনএস মেরিটাইম এক্সারসাইজ-২০২২ (আইএমইএক্স-২০২২) এ অংশগ্রহণ করবে। মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করছে নৌবাহিনী।
মহড়ায় অংশগ্রহণ শেষে জাহাজটি আগামী ৭ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে।

কাতারে আয়োজিত আন্তর্জাতিক সমুদ্র মহড়ায় অংশ নিতে চট্টগ্রাম ত্যাগ করেছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ প্রত্যাশা। আগামী ২১-২৩ মার্চ পর্যন্ত এই মহড়া অনুষ্ঠিত হবে। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। যুদ্ধজাহাজ প্রত্যাশা গতকাল শনিবার চট্টগ্রাম নৌ জেটি ত্যাগ করেছে। নৌবাহিনীর রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদল বাদ্য পরিবেশন করে জাহাজটিকে বিদায় জানায়। এ সময় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন।
আইএসপিআরের বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ প্রত্যাশা’র অধিনায়ক কমান্ডার মোহাম্মদ গোলাম কিবরিয়ার নেতৃত্বে ২৫ জন কর্মকর্তাসহ মোট ১৩৫ জন নৌসদস্য এ মহড়ায় অংশগ্রহণ করবেন।
বিদায়ের আগে কমান্ডার বিএন ফ্লিট রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী জাহাজের কর্মকর্তা ও নাবিকদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এ সময় অন্যান্যদের মধ্যে নৌবাহিনীর উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাগণ, জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক এ সমুদ্র মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনী জাহাজ, উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদগণ এবং সামরিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন। মহড়া শেষে ‘প্রত্যাশা’ দেশে ফেরার পথে ভারতের গোয়ায় আইওএনএস মেরিটাইম এক্সারসাইজ-২০২২ (আইএমইএক্স-২০২২) এ অংশগ্রহণ করবে। মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করছে নৌবাহিনী।
মহড়ায় অংশগ্রহণ শেষে জাহাজটি আগামী ৭ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে প্রার্থীতা ফিরে পেয়েছেন আরও ৫৩ জন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) শুনানির চতুর্থ দিন শেষে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। তাঁদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা
৪ মিনিট আগে
সাত দেশে থাকা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবের ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের মোট ৩২৮টি অ্যাপার্টমেন্ট, বাড়ি ও দোকান ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
২৫ মিনিট আগে
২০২৫ সালের মহান বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) এক অনন্য আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশ। সেদিন ঢাকায় অনুষ্ঠিত একটি বিশেষ প্যারাস্যুট জাম্প অভিযানের মাধ্যমে একসঙ্গে সর্বাধিক ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের বিশ্ব রেকর্ড গড়েছে বাংলাদেশ।
৩৫ মিনিট আগে
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের বিদেশে থাকা অ্যাপার্টমেন্ট, বাড়ি, দোকানসহ মোট ১৮২৪ কোটি ৯ লাখ ৯৯ হাজার ৯০৫ টাকার সম্পদ ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে