আজকের পত্রিকা ডেস্ক

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘গত ১৫ বছরে গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আমাদের উচিত প্রতিটি ঘটনাকে নথিভুক্ত করে আন্তর্জাতিক মানের তদন্ত করা। ইন্টারন্যাশনাল জার্নালিস্ট রাইট গ্রুপগুলোকে আমন্ত্রণ জানিয়ে আমরা চাইব, তাঁরা এসে বাংলাদেশে গণমাধ্যমের বাস্তব অবস্থা পর্যালোচনা করুক। কীভাবে সাংবাদিকতা হয়েছে, কোথায় কোথায় ফ্যাসিবাদী বয়ান তৈরি হয়েছে—তা যাচাই হোক।
আজ বুধবার (২০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম চাই’ আয়োজিত ‘জুলাই গণহত্যায় গণমাধ্যমের ভূমিকা: জবাবদিহিতা ও সংস্কার প্রস্তাব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গণমাধ্যমে ফ্যাসিবাদী মানসিকতা পরিহার করার আহ্বান জানিয়েছেন প্রেস সচিব বলেন, ‘আমরা যেন আমাদের আচরণে ফ্যাসিবাদী হয়ে না যাই। সকলের মতামতের জন্য সমান সুযোগ তৈরি করতে হবে এবং কোনো ভিন্নমতকে দমন করা উচিত নয়।’
প্রেস সচিব আরও বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের দায় রয়েছে। তাদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। গণমাধ্যমের যে ভূমিকা, তা স্বচ্ছভাবে উপস্থাপন করা উচিত।’
গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ও আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ বলেন, শেখ হাসিনা এমন গণমাধ্যম তৈরি করতে চেয়েছিল যারা শুধু তার জয়গান গাইবে। সে সময়ে প্রধানমন্ত্রীর যেসব সংবাদ সম্মেলন হয়েছে সেখানে শুধু আওয়ামীপন্থী সাংবাদিকদেরই প্রবেশাধিকার ছিল। গণমাধ্যমের একটা শ্রেণি ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে সহায়তা করেছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিচার করতে হবে এবং ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম গড়ে তুলতে হবে।
আলোচনা সভার সভাপতিত্ব করেন ‘ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম চাই’-এর আহ্বায়ক সাংবাদিক জয়নাল আবেদীন শিশির এবং সঞ্চালনা করেন প্লাবন তারিক।
এ ছাড়া বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি ও জ্যেষ্ঠ সাংবাদিকবৃন্দ সভায় বক্তব্য রাখেন। বক্তারা বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা, জবাবদিহিতা এবং নিরপেক্ষতা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘গত ১৫ বছরে গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আমাদের উচিত প্রতিটি ঘটনাকে নথিভুক্ত করে আন্তর্জাতিক মানের তদন্ত করা। ইন্টারন্যাশনাল জার্নালিস্ট রাইট গ্রুপগুলোকে আমন্ত্রণ জানিয়ে আমরা চাইব, তাঁরা এসে বাংলাদেশে গণমাধ্যমের বাস্তব অবস্থা পর্যালোচনা করুক। কীভাবে সাংবাদিকতা হয়েছে, কোথায় কোথায় ফ্যাসিবাদী বয়ান তৈরি হয়েছে—তা যাচাই হোক।
আজ বুধবার (২০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম চাই’ আয়োজিত ‘জুলাই গণহত্যায় গণমাধ্যমের ভূমিকা: জবাবদিহিতা ও সংস্কার প্রস্তাব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গণমাধ্যমে ফ্যাসিবাদী মানসিকতা পরিহার করার আহ্বান জানিয়েছেন প্রেস সচিব বলেন, ‘আমরা যেন আমাদের আচরণে ফ্যাসিবাদী হয়ে না যাই। সকলের মতামতের জন্য সমান সুযোগ তৈরি করতে হবে এবং কোনো ভিন্নমতকে দমন করা উচিত নয়।’
প্রেস সচিব আরও বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের দায় রয়েছে। তাদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। গণমাধ্যমের যে ভূমিকা, তা স্বচ্ছভাবে উপস্থাপন করা উচিত।’
গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ও আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ বলেন, শেখ হাসিনা এমন গণমাধ্যম তৈরি করতে চেয়েছিল যারা শুধু তার জয়গান গাইবে। সে সময়ে প্রধানমন্ত্রীর যেসব সংবাদ সম্মেলন হয়েছে সেখানে শুধু আওয়ামীপন্থী সাংবাদিকদেরই প্রবেশাধিকার ছিল। গণমাধ্যমের একটা শ্রেণি ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে সহায়তা করেছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিচার করতে হবে এবং ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম গড়ে তুলতে হবে।
আলোচনা সভার সভাপতিত্ব করেন ‘ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম চাই’-এর আহ্বায়ক সাংবাদিক জয়নাল আবেদীন শিশির এবং সঞ্চালনা করেন প্লাবন তারিক।
এ ছাড়া বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি ও জ্যেষ্ঠ সাংবাদিকবৃন্দ সভায় বক্তব্য রাখেন। বক্তারা বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা, জবাবদিহিতা এবং নিরপেক্ষতা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ফুটবল প্রতীক পেয়েছেন। আজ বুধবার দুপুরে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে তিনি প্রতীক সংগ্রহ করেন।
১৩ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করছে সরকার। সারা দেশের ৪২ হাজার ভোটকেন্দ্রের মধ্যে প্রায় অর্ধেকই ‘অতি গুরুত্বপূর্ণ’ ও ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
৩৫ মিনিট আগে
১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইবুনাল আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন ২০১৩ সালে। মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকেই প্রথম সাজা দিয়েছিলেন ট্রাইব্যুনাল।
৪২ মিনিট আগে
ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে বি১ ও বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি ২০২৬) থেকে বাংলাদেশের নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। তবে এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে শিক্ষার্থীদের জন্য এই বন্ড প্রযোজ্য নয়।
১৫ ঘণ্টা আগে