
বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের যেকোনো কূটনীতিবিদের ওপর যেকোনো ধরনের সহিংসতার হুমকি অগ্রহণযোগ্য। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই আহ্বান জানান পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।
ম্যাথিউ মিলারকে প্রশ্ন করা হয়, বাংলাদেশ সরকার বিরোধী দলগুলোর প্রতিবাদ উপেক্ষা করে ৭ জানুয়ারি পরবর্তী সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্র যেহেতু নির্বাচনের বিষয়ে রাজনৈতিক ঐকমত্যের জন্য আহ্বান জানিয়েছে এবং সব রাজনৈতিক দল এই তফসিল প্রত্যাখ্যান করেছে, তাহলে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠান এবং সরকারকে জবাবদিহি করতে আপনাদের অবস্থান কী?
জবাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমরা (বাংলাদেশের) আসন্ন নির্বাচনের বিষয়ে বার্তার বিষয়ে আগের অবস্থানেই আছি। ভোটের দিন-তারিখ ঘোষণার পরও আমরা একই বার্তা দেব। আমরা তাই চাই, যা বাংলাদেশি জনগণ চায়—একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন, যা শান্তিপূর্ণভাবে পরিচালিত হবে।’
পুরোনো অবস্থান ব্যক্ত করে ম্যাথিউ মিলার আরও বলেন, ‘আমরা বাংলাদেশে নির্দিষ্ট কোনো একটি রাজনৈতিক দলকে সমর্থন করি না। আমরা একটি রাজনৈতিক দলকে অন্য রাজনৈতিক দলের চেয়ে বেশি প্রাধান্য দেই না। আমরা সব পক্ষকে সংযম অবলম্বন করতে, সহিংসতা এড়াতে এবং শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি।’
অপর এক প্রশ্নে বলা হয়, ক্ষমতাসীন দলের সদস্যদের পক্ষ থেকে রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় থেকে তৃণমূল পর্যায়ের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতারা একই সুরে কথা বলছেন, রাষ্ট্রদূতকে হত্যা করতে চাইছেন এবং রাষ্ট্রদূত নিজেই গতকাল (বৃহস্পতিবার) তাঁর নিরাপত্তা ও দূতাবাসের কর্মীদের নিরাপত্তার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সেক্রেটারি জেনারেল কী এই হুমকিকে গুরুত্বসহকারে নিচ্ছেন?
জবাবে মিলার বলেন, ‘বিদেশে আমাদের কূটনীতিকদের নিরাপত্তা এবং সুরক্ষা অবশ্যই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা তাদের বিরুদ্ধে যেকোনো হুমকি খুব গুরুত্বসহকারে গ্রহণ করি। আমাদের কূটনৈতিকদের ওপর সহিংসতা বা সহিংসতার হুমকি অগ্রহণযোগ্য।’
মিলার আরও বলেন, ‘আমরা বারবার বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রদূত হাসের নির্দেশিত হিংসাত্মক বক্তব্যের বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করেছি। তাদের মনে করিয়ে দিতে চাই যে, কূটনৈতিক সম্পর্কের ভিয়েনা কনভেনশনের অধীনে মার্কিন কূটনৈতিক মিশন ও কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য তাদের বাধ্যবাধকতা রয়েছে এবং আমরা আশা করি তারা সেই দায়িত্ব পালন করবে।’

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের যেকোনো কূটনীতিবিদের ওপর যেকোনো ধরনের সহিংসতার হুমকি অগ্রহণযোগ্য। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই আহ্বান জানান পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।
ম্যাথিউ মিলারকে প্রশ্ন করা হয়, বাংলাদেশ সরকার বিরোধী দলগুলোর প্রতিবাদ উপেক্ষা করে ৭ জানুয়ারি পরবর্তী সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্র যেহেতু নির্বাচনের বিষয়ে রাজনৈতিক ঐকমত্যের জন্য আহ্বান জানিয়েছে এবং সব রাজনৈতিক দল এই তফসিল প্রত্যাখ্যান করেছে, তাহলে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠান এবং সরকারকে জবাবদিহি করতে আপনাদের অবস্থান কী?
জবাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমরা (বাংলাদেশের) আসন্ন নির্বাচনের বিষয়ে বার্তার বিষয়ে আগের অবস্থানেই আছি। ভোটের দিন-তারিখ ঘোষণার পরও আমরা একই বার্তা দেব। আমরা তাই চাই, যা বাংলাদেশি জনগণ চায়—একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন, যা শান্তিপূর্ণভাবে পরিচালিত হবে।’
পুরোনো অবস্থান ব্যক্ত করে ম্যাথিউ মিলার আরও বলেন, ‘আমরা বাংলাদেশে নির্দিষ্ট কোনো একটি রাজনৈতিক দলকে সমর্থন করি না। আমরা একটি রাজনৈতিক দলকে অন্য রাজনৈতিক দলের চেয়ে বেশি প্রাধান্য দেই না। আমরা সব পক্ষকে সংযম অবলম্বন করতে, সহিংসতা এড়াতে এবং শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি।’
অপর এক প্রশ্নে বলা হয়, ক্ষমতাসীন দলের সদস্যদের পক্ষ থেকে রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় থেকে তৃণমূল পর্যায়ের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতারা একই সুরে কথা বলছেন, রাষ্ট্রদূতকে হত্যা করতে চাইছেন এবং রাষ্ট্রদূত নিজেই গতকাল (বৃহস্পতিবার) তাঁর নিরাপত্তা ও দূতাবাসের কর্মীদের নিরাপত্তার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সেক্রেটারি জেনারেল কী এই হুমকিকে গুরুত্বসহকারে নিচ্ছেন?
জবাবে মিলার বলেন, ‘বিদেশে আমাদের কূটনীতিকদের নিরাপত্তা এবং সুরক্ষা অবশ্যই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা তাদের বিরুদ্ধে যেকোনো হুমকি খুব গুরুত্বসহকারে গ্রহণ করি। আমাদের কূটনৈতিকদের ওপর সহিংসতা বা সহিংসতার হুমকি অগ্রহণযোগ্য।’
মিলার আরও বলেন, ‘আমরা বারবার বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রদূত হাসের নির্দেশিত হিংসাত্মক বক্তব্যের বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করেছি। তাদের মনে করিয়ে দিতে চাই যে, কূটনৈতিক সম্পর্কের ভিয়েনা কনভেনশনের অধীনে মার্কিন কূটনৈতিক মিশন ও কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য তাদের বাধ্যবাধকতা রয়েছে এবং আমরা আশা করি তারা সেই দায়িত্ব পালন করবে।’

দীর্ঘদিন ধরে জমে থাকা অনুসন্ধান ও তদন্ত কার্যক্রমের জট কমাতে এবং গুরুত্বপূর্ণ অনুসন্ধান দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ১৫টি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব টাস্কফোর্সের মাধ্যমে কমিশনের চলমান অনুসন্ধান কার্যক্রমে গতি আসবে বলে আশা করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অপপ্রচার ও ভুয়া তথ্য ঠেকাতে বাংলাদেশকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করবে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। আজ মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ফোনালাপে এ বিষয়ে আলোচনা হয়।
৫ ঘণ্টা আগে
ব্যক্তিগত নিরাপত্তার জন্য সরকারের পক্ষ থেকে গানম্যান (অস্ত্রধারী দেহরক্ষী) পাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। একই সঙ্গে তাঁর বাসভবনের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হবে।
৬ ঘণ্টা আগে
২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনায় ১ মাস থেকে ১৭ বছর বয়সী মোট ১০০৮ জন শিশু নিহত হয়েছে। সড়ক ও সড়ক পরিবহন ব্যবস্থার দুর্বলতা এবং ট্রাফিক আইন বিষয়ে সচেতনতার অভাবকে এই মৃত্যুর প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।
৬ ঘণ্টা আগে