ডিজেলের দাম বাড়ানোয় সারা দেশে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছিল। সাধারণ মানুষের কয়েক দিন ভোগান্তির পর ভাড়া বাড়ানোর সিদ্ধান্তে গণপরিবহন রাস্তায় নেমেছে। তবে অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে বাস কন্ডাক্টর-চালক বাগ্বিতণ্ডা চলছে দৈনিকই। ডিজেল বা সিএনজি চালিত বাসে স্টিকার লাগানোর নির্দেশনার পরও ঝামেলা মেটেনি। এর মধ্যে অর্ধেক ভাড়ার দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। বাস মালিকদের দাবি, বেশির ভাগ গণপরিবহনই ডিজেলে চলে।
এই পরিস্থিতিতে ডিজেল ও সিএনজি চালিত গণপরিবহনের তথ্য সংসদীয় কমিটি। প্রকৃত তথ্য উপাত্ত জানতে জরিপ করার জন্য মন্ত্রণালয়কে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে কমিটি।
সোমবার জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, এর আগে গ্যাসের দাম বাড়ায় সারা দেশে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছিল। এবার ডিজেলের দাম বাড়ায় পরিবহন ধর্মঘট হয়েছে। এতে মানুষের ভোগান্তি হয়েছে। ডিজেলে বেশির ভাগ গণপরিবহন চলে এই দাবির প্রতি আস্থা নেই। এ জন্য কোন গণপরিবহন কী জ্বালানিতে চলছে-এটার একটি হিসাব বের করার দাবি উঠেছে সংসদীয় কমিটিতে।
কমিটি মনে করে, সরকারের কাছে সঠিক তথ্য থাকলে গ্যাস ও জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে গণপরিবহনে কেমন প্রভাব পড়তে পারে সেই সম্পর্কে আগাম ধারণা থাকবে। আর গণপরিবহন মালিকেরাও মানুষকে জিম্মি করতে পারবে না। জ্বালানি ব্যবহার কোথায় কোথায় হচ্ছে সেটার ধারণাও মন্ত্রণালয় পাবে এতে।
এ ব্যাপারে জানতে চাইলে কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান আজকের পত্রিকাকে বলেন, পরিবহনের বিভিন্ন প্রকার জ্বালানি ব্যবহার সংক্রান্ত তথ্য সরকারের কাছে থাকা জরুরি বলে মনে করি।
সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি ২০২৩ সালের মধ্যে সংস্থাগুলোর নিজস্ব অর্থায়নে মানসম্মত প্রিপেইড মিটার স্থাপনের কার্যক্রম দৃশ্যমান পর্যায়ে নিয়ে আসারও সুপারিশ করে। প্রকৃত তথ্য জানার জন্য বিপিসি কর্তৃক অনুসৃত উৎসে কর প্রদান পদ্ধতি এবং গত দশ বছরের লাভ ক্ষতি, প্রযোজ্য কর উপাত্ত সমন্বয় করার যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খানের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন-কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, নুরুল ইসলাম তালুকদার, আসলাম হোসেন সওদাগর, খালেদা খানম এবং নার্গিস রহমান।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও ধৈর্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন। পাশাপাশি নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন।
৩৫ মিনিট আগে
হুমায়ুন কবীর বলেন, গণভোট ও সংসদ নির্বাচনের ভোটার তালিকা চুড়ান্ত করতে এনআইডি সংশোধন (কিছু সংশোধন ব্যতীত) কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। আগামী ২৫ জানুয়ারি তা আবার পুরোদমে চালু করা হবে।
১ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুষ্কৃতকারীদের ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, অতীতের জাতীয় নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে মাত্র একজন অস্ত্রধারী পুলিশ নিয়োজিত ছিল, এবার পাঁচজন থাকবে।
২ ঘণ্টা আগে
দ্বৈত নাগরিকত্বের কারণে নির্বাচনে কমিশনে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে কুমিল্লা–১০ আসনের বিএনপির প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
৩ ঘণ্টা আগে