
প্রতি বছর প্রচুর বিদেশি পর্যটক আসেন ইন্দোনেশিয়ার বালিতে। এখানকার সাগর সৈকত, মন্দির, প্রাকৃতিক সৌন্দর্যময় বিভিন্ন জায়গা এবং সাংস্কৃতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান টানে তাঁদের। পৃথিবীর অন্যতম জনপ্রিয় এই পর্যটন এলাকাটিতে ভ্রমণে এলে বিদেশি পর্যটকদের এখন থেকে ১৫ হাজার রুপি বা ৯.৬০ ডলার কর দিতে হবে। আর এটি কার্যকর হয়েছে আজকের এই ভালোবাসার দিন বা ভ্যালেন্টাইনস ডে থেকেই।
এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে।
ইন্দোনেশীয় কর্তৃপক্ষ জানিয়েছে দ্বীপটির পরিবেশ ও সংস্কৃতি রক্ষার জন্যই এই উদ্যোগ। বালি অসাধারণ সৈকত ও সুন্দর প্রাকৃতিক দৃশ্যের জন্য পর্যটকদের কাছে অতি পরিচিত এক জায়গা। সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে গত বছর জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যেই দ্বীপটি ভ্রমণে এসেছেন ৪৮ লাখ পর্যটক।
গত বছর প্রথম ঘোষণা করা পর্যটন কর আজ বুধবার অর্থাৎ ভালোবাসা দিবস বা ভ্যালেনটাইন’স ডে থেকে কার্যকর হয়েছে।
এটি বিদেশ থেকে বা দেশের অন্যান্য অংশ থেকে প্রদেশে প্রবেশকারী বিদেশি পর্যটকদের ক্ষেত্রে প্রযোজ্য। তবে ইন্দোনেশিয়ার পর্যটকদের এটি দিতে হবে না। লাভ বালি ওয়েবসাইটের মাধ্যমে ভ্রমণকারীদের বালিতে আসার আগেই কর পরিশোধে উৎসাহ দেওয়া হয়েছে।
করোনা মহামারির আগে বালির বার্ষিক জিডিপির ৬০ শতাংশই আসত পর্যটন থেকে।
প্রদেশের পরিসংখ্যান ব্যুরোর দেওয়া তথ্য অনুসারে ২০২৩ সালের নভেম্বরে বালিতে সবচেয়ে বেশি পর্যটক আসে অস্ট্রেলিয়া থেকে। সংখ্যাটি এক লাখের বেশি। তারপরের স্থানগুলি যথাক্রমে ভারত, চীন এবং সিঙ্গাপুরের।
তবে সাম্প্রতিক বছরগুলোতে বালিতে পর্যটকদের কর্মকাণ্ড স্থানীয়দের বিরক্তি উৎপাদন করেছে।
গত মার্চে একজন রাশিয়ান ব্যক্তিকে বালি থেকে বিতাড়িত করা হয়েছিল। কারণ হিন্দুরা দেবতাদের বাড়ি বলে বিশ্বাস করা মাউন্ট আগেংয়ে তিনি শরীরের পোশাক খুলে ফেলেন।
একই মাসে, কর্তৃপক্ষ বলেছিল যে তারা বিদেশি পর্যটকদের মোটরবাইক ব্যবহার নিষিদ্ধ করার পরিকল্পনা করেছে। কারণ কিছু পর্যটকের বিরুদ্ধে ট্রাফিক আইন ভঙ্গ করার অভিযোগ উঠেছে।
২০২১ সালে অন্য একটি পবিত্র স্থান মাউন্ট বাতুরে রাশিয়ান দম্পতির এক যৌন মিলনের তিন মিনিটের ভিডিও ছড়িয়ে পড়লে শোরগোল ওঠে।

প্রতি বছর প্রচুর বিদেশি পর্যটক আসেন ইন্দোনেশিয়ার বালিতে। এখানকার সাগর সৈকত, মন্দির, প্রাকৃতিক সৌন্দর্যময় বিভিন্ন জায়গা এবং সাংস্কৃতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান টানে তাঁদের। পৃথিবীর অন্যতম জনপ্রিয় এই পর্যটন এলাকাটিতে ভ্রমণে এলে বিদেশি পর্যটকদের এখন থেকে ১৫ হাজার রুপি বা ৯.৬০ ডলার কর দিতে হবে। আর এটি কার্যকর হয়েছে আজকের এই ভালোবাসার দিন বা ভ্যালেন্টাইনস ডে থেকেই।
এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে।
ইন্দোনেশীয় কর্তৃপক্ষ জানিয়েছে দ্বীপটির পরিবেশ ও সংস্কৃতি রক্ষার জন্যই এই উদ্যোগ। বালি অসাধারণ সৈকত ও সুন্দর প্রাকৃতিক দৃশ্যের জন্য পর্যটকদের কাছে অতি পরিচিত এক জায়গা। সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে গত বছর জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যেই দ্বীপটি ভ্রমণে এসেছেন ৪৮ লাখ পর্যটক।
গত বছর প্রথম ঘোষণা করা পর্যটন কর আজ বুধবার অর্থাৎ ভালোবাসা দিবস বা ভ্যালেনটাইন’স ডে থেকে কার্যকর হয়েছে।
এটি বিদেশ থেকে বা দেশের অন্যান্য অংশ থেকে প্রদেশে প্রবেশকারী বিদেশি পর্যটকদের ক্ষেত্রে প্রযোজ্য। তবে ইন্দোনেশিয়ার পর্যটকদের এটি দিতে হবে না। লাভ বালি ওয়েবসাইটের মাধ্যমে ভ্রমণকারীদের বালিতে আসার আগেই কর পরিশোধে উৎসাহ দেওয়া হয়েছে।
করোনা মহামারির আগে বালির বার্ষিক জিডিপির ৬০ শতাংশই আসত পর্যটন থেকে।
প্রদেশের পরিসংখ্যান ব্যুরোর দেওয়া তথ্য অনুসারে ২০২৩ সালের নভেম্বরে বালিতে সবচেয়ে বেশি পর্যটক আসে অস্ট্রেলিয়া থেকে। সংখ্যাটি এক লাখের বেশি। তারপরের স্থানগুলি যথাক্রমে ভারত, চীন এবং সিঙ্গাপুরের।
তবে সাম্প্রতিক বছরগুলোতে বালিতে পর্যটকদের কর্মকাণ্ড স্থানীয়দের বিরক্তি উৎপাদন করেছে।
গত মার্চে একজন রাশিয়ান ব্যক্তিকে বালি থেকে বিতাড়িত করা হয়েছিল। কারণ হিন্দুরা দেবতাদের বাড়ি বলে বিশ্বাস করা মাউন্ট আগেংয়ে তিনি শরীরের পোশাক খুলে ফেলেন।
একই মাসে, কর্তৃপক্ষ বলেছিল যে তারা বিদেশি পর্যটকদের মোটরবাইক ব্যবহার নিষিদ্ধ করার পরিকল্পনা করেছে। কারণ কিছু পর্যটকের বিরুদ্ধে ট্রাফিক আইন ভঙ্গ করার অভিযোগ উঠেছে।
২০২১ সালে অন্য একটি পবিত্র স্থান মাউন্ট বাতুরে রাশিয়ান দম্পতির এক যৌন মিলনের তিন মিনিটের ভিডিও ছড়িয়ে পড়লে শোরগোল ওঠে।

২০২৫ সালের শেষে ‘ভোগ’ জানিয়েছিল, বয়ফ্রেন্ডরা আর ট্রেন্ডি নয়। তাহলে ২০২৬ সালে ট্রেন্ড কী? অতীতের দিকে তাকালে যেমন নির্দিষ্ট কিছু ফ্যাশন বা খাবার দেখে সেই সময়কালকে চেনা যেত। ২০২৬ সালও তার ব্যতিক্রম হবে না। তবে এই বছরের মূলমন্ত্র হলো—সবকিছুকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলা। বড় ইভেন্ট বা উচ্চ...
৪ ঘণ্টা আগে
১৯৯৮ সালে ইংল্যান্ডের ইস্ট ইয়র্কশায়ারের হাল শহর থেকে যাত্রা শুরু করেছিলেন বুশবি। তখন বয়স ছিল ২৯। আজ বয়স ৫৬। প্রায় ২৭ বছর তিনি হেঁটে চলেছেন। পাড়ি দিয়েছেন ২৫টি দেশের প্রায় ৫৮ হাজার কিলোমিটার পথ। এই অভিযানের নাম তিনি দিয়েছিলেন গোলিয়াথ অভিযান। যেখানে একমাত্র শর্ত ছিল, কোনো মোটরচালিত যান ব্যবহার করা...
৬ ঘণ্টা আগে
কোনো এক হিজলের বনে মুগ্ধ হয়েছিলেন জীবনানন্দ দাশ। লিখেছিলেন কবিতার এই লাইন। এমনই এক ঘুঘু-ডাকা হিজলের বন দাঁড়িয়ে আছে হাকালুকি হাওরের বুকে। ভাই-বন্ধুরা মিলে শীতের রাতে আড্ডা দিতে দিতে ঠিক হলো, সবাই মিলে হিজল বন দেখতে যাব। এর নৈসর্গিক রূপ উপভোগ করতে হলে যেতে হবে ভোরেই।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশের রূপ দেখে মুগ্ধ হলেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি অনুষদের ২১ ব্যাচের সি সেকশনের নেপালি শিক্ষার্থীরা। অনুষদ আয়োজিত এই দেশ ভ্রমণের সুযোগ পেয়ে তাঁরা অনেক খুশি। শিক্ষার্থীরা জানিয়েছেন, বাংলাদেশ নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর!
১২ ঘণ্টা আগে