
অ্যাপলের নতুন ফোন আইফোন ১৫ প্রো মডেলের দাম ১০০ থেকে ২০০ ডলার পর্যন্ত বাড়তে পারে। টাইটানিয়াম চ্যাসিস ও উন্নত ক্যামেরার জন্য এই দাম বৃদ্ধি হচ্ছে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এক প্রতিবেদনে জানিয়েছে।
আগামী ১২ সেপ্টেম্বর ‘ওয়ান্ডারলাস্ট’ ইভেন্টে অ্যাপলের আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেল বাজারে আসবে।
ডিজিটাইম সংবাদপত্রের বিশ্লেষক লুক ইন বলেন, স্টেইনলেস স্টিলের পরিবর্তে টাইটানিয়াম চ্যাসিস ও পেরিস্কোপ ক্যামেরা সিস্টেম ব্যবহারের জন্য আইফোন ১৫ প্রোর দাম বাড়বে। পেরিস্কোপ ক্যামেরা সিস্টেমটি ৫–৬ গুণ বেশি অপটিক্যাল জুম করতে পারবে।
তবে আইফোন ১৫ ও আইফোন ১৫ প্লাসের দাম আগের মডেলগুলোর মতই থাকবে বলে লুক ইন দাবি করছে।
২০২৩ সালের দ্বিতীয়ার্ধে বিগত কয়েক বছরের একই সময়ের তুলনায় স্মার্টফোনের বিক্রি কম হবে ধারণা করা হচ্ছে। বৈশ্বিক অর্থনীতির সংকটের মধ্যে উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষ ইলেকট্রনিক পণ্যে কম ব্যয় করছে। এজন্যই বিক্রি কমবে বলে ধারণা করা হচ্ছে।
গত বছর বাজারে আসা আইফোন ১৪ প্রো ও আইফোন ১৪ প্রো ম্যাক্সের প্রাথমিক দাম ছিল যথাক্রমে ৯৯৯ ডলার এবং ১ হাজার ৯৯ ডলার।
আগের এক তথ্যসূত্র বলেছে, আইফোন ১৫ প্রো ফোনটির দাম প্রায় ১০০ ডলার বেড়ে ১ হাজার ৯৯ ডলার এবং আইফোন ১৫ প্রো ম্যাক্সের দাম ২০০ ডলার বেড়ে ১ হাজার ২৯৯ ডলার হতে পারে।
এভাবে দাম বাড়লে আইফোন ১৫ প্রো ম্যাক্স হবে সবচেয়ে দামি ফোন। আইফোন ১৪ ও আইফোন ১৪ প্লাস মডেলের দাম ছিল যথাক্রমে ৭৯৯ ডলার ও ৮৯৯ ডলার।

অ্যাপলের নতুন ফোন আইফোন ১৫ প্রো মডেলের দাম ১০০ থেকে ২০০ ডলার পর্যন্ত বাড়তে পারে। টাইটানিয়াম চ্যাসিস ও উন্নত ক্যামেরার জন্য এই দাম বৃদ্ধি হচ্ছে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এক প্রতিবেদনে জানিয়েছে।
আগামী ১২ সেপ্টেম্বর ‘ওয়ান্ডারলাস্ট’ ইভেন্টে অ্যাপলের আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেল বাজারে আসবে।
ডিজিটাইম সংবাদপত্রের বিশ্লেষক লুক ইন বলেন, স্টেইনলেস স্টিলের পরিবর্তে টাইটানিয়াম চ্যাসিস ও পেরিস্কোপ ক্যামেরা সিস্টেম ব্যবহারের জন্য আইফোন ১৫ প্রোর দাম বাড়বে। পেরিস্কোপ ক্যামেরা সিস্টেমটি ৫–৬ গুণ বেশি অপটিক্যাল জুম করতে পারবে।
তবে আইফোন ১৫ ও আইফোন ১৫ প্লাসের দাম আগের মডেলগুলোর মতই থাকবে বলে লুক ইন দাবি করছে।
২০২৩ সালের দ্বিতীয়ার্ধে বিগত কয়েক বছরের একই সময়ের তুলনায় স্মার্টফোনের বিক্রি কম হবে ধারণা করা হচ্ছে। বৈশ্বিক অর্থনীতির সংকটের মধ্যে উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষ ইলেকট্রনিক পণ্যে কম ব্যয় করছে। এজন্যই বিক্রি কমবে বলে ধারণা করা হচ্ছে।
গত বছর বাজারে আসা আইফোন ১৪ প্রো ও আইফোন ১৪ প্রো ম্যাক্সের প্রাথমিক দাম ছিল যথাক্রমে ৯৯৯ ডলার এবং ১ হাজার ৯৯ ডলার।
আগের এক তথ্যসূত্র বলেছে, আইফোন ১৫ প্রো ফোনটির দাম প্রায় ১০০ ডলার বেড়ে ১ হাজার ৯৯ ডলার এবং আইফোন ১৫ প্রো ম্যাক্সের দাম ২০০ ডলার বেড়ে ১ হাজার ২৯৯ ডলার হতে পারে।
এভাবে দাম বাড়লে আইফোন ১৫ প্রো ম্যাক্স হবে সবচেয়ে দামি ফোন। আইফোন ১৪ ও আইফোন ১৪ প্লাস মডেলের দাম ছিল যথাক্রমে ৭৯৯ ডলার ও ৮৯৯ ডলার।

দীপিকা পাড়ুকোনের এয়ারপোর্ট লুক দেখলে বোঝা যায়, তিনি ব্যক্তিজীবনে কতটা সাদামাটা থাকতে ভালোবাসেন। মুখে তেমন মেকআপ নেই বললেই চলে। চুলে মেসি বান, চোখে সানগ্লাস। ঠোঁটে ন্য়ুডরঙা কোনো লিপস্টিক; ব্যস—এই হলো তাঁর ফাইনাল লুক। স্ক্রিনেও কি তাঁকে জমকালো সাজে দেখা যায়? মোটেও না। চরিত্রের প্রয়োজনে ভারী গয়না...
৯ ঘণ্টা আগে
বেশির ভাগ বিমানের আসন নীল রঙের হয়। কখনো মনে প্রশ্ন জেগেছে, কেন নীল রঙের আসনই বানানো হলো? এদিকে আমরা জানি, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিমানে ধূমপান নিষিদ্ধ। কিন্তু কিছু অত্যাধুনিক মডেলের বিমানে এখন অ্যাশট্রে বা ছাইদানি রাখা হয়। এর কারণ কী?...
১৩ ঘণ্টা আগে
শীতের সন্ধ্যায় চায়ের সঙ্গে মুচমুচে কোনো ভাজা খেতে কার না ইচ্ছা হয়? আলু তো সব সময় রান্নাঘরে থাকে। সঙ্গে সহজলভ্য আরও কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলুন আলুর ঝাল ঝাল মচমচে পাকোড়া। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৫ ঘণ্টা আগে
সফলদের সাফল্যের রহস্যের অনেকটাই লুকিয়ে রয়েছে তাঁদের দিন শুরু করার অভ্যাসে। সকালে পুরো পৃথিবী জেগে ওঠার আগে যদি আপনি নিজের জন্য কিছুটা সময় বের করতে পারেন, তাহলেই বাজিমাত! সকালের একটি পরিকল্পিত রুটিন শুধু যে কাজের গতি বাড়ায় তা-ই নয়, এটি দিনভর আসা নানা ঝামেলার মাঝেও আপনাকে স্থির থাকতে সাহায্য করে।
১৭ ঘণ্টা আগে