
আইফোন ব্যবহারকারীদের স্প্যাম কলের বিড়ম্বনা থেকে মুক্তি দিতে নতুন ‘অটো–ব্লক স্প্যাম’ ফিচার নিয়ে এল ট্রুকলার। নতুন ফিচারটি ট্রুকলারের বিদ্যমান স্প্যাম ব্লক ফিচারে নতুন মাত্রা যোগ করে। কারণ ফিচারটি স্প্যামার, প্রতারক বা টেলিমার্কেটারদের কাছ থেকে কল স্বয়ংক্রিয়ভাবে ব্লক করার সুযোগ দেয়। নতুন অটো-ব্লক স্প্যাম ফিচারটি এই ধরনের কল আপনার ফোনে রিং হওয়ার আগেই ব্লক করতে সক্ষম। ফলে কাজের মধ্যে বিঘ্ন সৃষ্টি হবে না এবং আইফোন ব্যবহারকারীরা নিজেদের কাজে মনোযোগ দিতে পারবেন।
ট্রুকলার সব সময়ই অপরিচিত নম্বর চিহ্নিত করতে সাহায্য করে এসেছে। কিন্তু নতুন ফিচারটি আরও কার্যকরভাবে স্প্যাম কলগুলোকে ব্লক করে, যাতে সেগুলো আপনার কাছে পৌঁছাতে না পারে। ব্যবহারকারীরা দুটি স্তরের সুরক্ষা বেছে নিতে পারেন—
শীর্ষ স্প্যামার ব্লক: এই সেটিংস চালু কররে ট্রলার আগে থেকে চিহ্নিত করা সবচেয়ে খারাপ প্রতারক বা ঠকবাজদের কল ব্লক করে।
সব স্প্যামার ব্লক: যারা সম্পূর্ণ স্প্যাম-মুক্ত অভিজ্ঞতা চান, তাদের জন্য এই অপশনটি প্রয়োজন। স্প্যাম হিসেবে চিহ্নিত সব নম্বর ব্লক এই ফিচার করে। তবে এর মাধ্যমে বৈধ কলগুলোও ব্লক হতে পারে।
ব্লক হওয়া কলগুলো রিং করবে না, ফলে বিরক্তির সৃষ্টি হবে না। বরং, সেগুলো মিসড কল হিসেবে কল লগে দেখাবে, যেখানে স্পষ্টভাবে লেখা থাকবে ‘স্প্যামার’ বা ‘প্রতারক’।
প্রাথমিকভাবে ট্রুকলারের প্রিমিয়াম ব্যবহারকারীরা আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে চলা আইফোনে এ সুবিধা ব্যবহার করতে পারবেন। ট্রুকলার অ্যাপের প্রটেক্ট ট্যাব থেকে সহজেই সুবিধাটি চালু করা যাবে।
সম্প্রতি আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে চলা আইফোনের জন্য সরাসরি লাইভ কলার আইডি সুবিধা চালু করেছে ট্রুকলার। এ সুবিধা চালুর ফলে আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে চলা আইফোনে সরাসরি ট্রুকলারের লাইভ কলার আইডি সুবিধা ব্যবহার করার সুযোগ মিলে থাকে।
স্প্যাম কল একটি সাধারণ বিড়ম্বনা এবং এগুলো মোকাবিলা করা অত্যন্ত হতাশাজনক হতে পারে। অটো-ব্লক স্প্যাম ফিচারটি আইফোন ব্যবহারকারীদের জন্য একটি সহজ সমাধান প্রদান করে।

আইফোন ব্যবহারকারীদের স্প্যাম কলের বিড়ম্বনা থেকে মুক্তি দিতে নতুন ‘অটো–ব্লক স্প্যাম’ ফিচার নিয়ে এল ট্রুকলার। নতুন ফিচারটি ট্রুকলারের বিদ্যমান স্প্যাম ব্লক ফিচারে নতুন মাত্রা যোগ করে। কারণ ফিচারটি স্প্যামার, প্রতারক বা টেলিমার্কেটারদের কাছ থেকে কল স্বয়ংক্রিয়ভাবে ব্লক করার সুযোগ দেয়। নতুন অটো-ব্লক স্প্যাম ফিচারটি এই ধরনের কল আপনার ফোনে রিং হওয়ার আগেই ব্লক করতে সক্ষম। ফলে কাজের মধ্যে বিঘ্ন সৃষ্টি হবে না এবং আইফোন ব্যবহারকারীরা নিজেদের কাজে মনোযোগ দিতে পারবেন।
ট্রুকলার সব সময়ই অপরিচিত নম্বর চিহ্নিত করতে সাহায্য করে এসেছে। কিন্তু নতুন ফিচারটি আরও কার্যকরভাবে স্প্যাম কলগুলোকে ব্লক করে, যাতে সেগুলো আপনার কাছে পৌঁছাতে না পারে। ব্যবহারকারীরা দুটি স্তরের সুরক্ষা বেছে নিতে পারেন—
শীর্ষ স্প্যামার ব্লক: এই সেটিংস চালু কররে ট্রলার আগে থেকে চিহ্নিত করা সবচেয়ে খারাপ প্রতারক বা ঠকবাজদের কল ব্লক করে।
সব স্প্যামার ব্লক: যারা সম্পূর্ণ স্প্যাম-মুক্ত অভিজ্ঞতা চান, তাদের জন্য এই অপশনটি প্রয়োজন। স্প্যাম হিসেবে চিহ্নিত সব নম্বর ব্লক এই ফিচার করে। তবে এর মাধ্যমে বৈধ কলগুলোও ব্লক হতে পারে।
ব্লক হওয়া কলগুলো রিং করবে না, ফলে বিরক্তির সৃষ্টি হবে না। বরং, সেগুলো মিসড কল হিসেবে কল লগে দেখাবে, যেখানে স্পষ্টভাবে লেখা থাকবে ‘স্প্যামার’ বা ‘প্রতারক’।
প্রাথমিকভাবে ট্রুকলারের প্রিমিয়াম ব্যবহারকারীরা আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে চলা আইফোনে এ সুবিধা ব্যবহার করতে পারবেন। ট্রুকলার অ্যাপের প্রটেক্ট ট্যাব থেকে সহজেই সুবিধাটি চালু করা যাবে।
সম্প্রতি আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে চলা আইফোনের জন্য সরাসরি লাইভ কলার আইডি সুবিধা চালু করেছে ট্রুকলার। এ সুবিধা চালুর ফলে আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে চলা আইফোনে সরাসরি ট্রুকলারের লাইভ কলার আইডি সুবিধা ব্যবহার করার সুযোগ মিলে থাকে।
স্প্যাম কল একটি সাধারণ বিড়ম্বনা এবং এগুলো মোকাবিলা করা অত্যন্ত হতাশাজনক হতে পারে। অটো-ব্লক স্প্যাম ফিচারটি আইফোন ব্যবহারকারীদের জন্য একটি সহজ সমাধান প্রদান করে।

২০২৫ সালের শেষে ‘ভোগ’ জানিয়েছিল, বয়ফ্রেন্ডরা আর ট্রেন্ডি নয়। তাহলে ২০২৬ সালে ট্রেন্ড কী? অতীতের দিকে তাকালে যেমন নির্দিষ্ট কিছু ফ্যাশন বা খাবার দেখে সেই সময়কালকে চেনা যেত। ২০২৬ সালও তার ব্যতিক্রম হবে না। তবে এই বছরের মূলমন্ত্র হলো—সবকিছুকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলা। বড় ইভেন্ট বা উচ্চ...
৩ ঘণ্টা আগে
১৯৯৮ সালে ইংল্যান্ডের ইস্ট ইয়র্কশায়ারের হাল শহর থেকে যাত্রা শুরু করেছিলেন বুশবি। তখন বয়স ছিল ২৯। আজ বয়স ৫৬। প্রায় ২৭ বছর তিনি হেঁটে চলেছেন। পাড়ি দিয়েছেন ২৫টি দেশের প্রায় ৫৮ হাজার কিলোমিটার পথ। এই অভিযানের নাম তিনি দিয়েছিলেন গোলিয়াথ অভিযান। যেখানে একমাত্র শর্ত ছিল, কোনো মোটরচালিত যান ব্যবহার করা...
৫ ঘণ্টা আগে
কোনো এক হিজলের বনে মুগ্ধ হয়েছিলেন জীবনানন্দ দাশ। লিখেছিলেন কবিতার এই লাইন। এমনই এক ঘুঘু-ডাকা হিজলের বন দাঁড়িয়ে আছে হাকালুকি হাওরের বুকে। ভাই-বন্ধুরা মিলে শীতের রাতে আড্ডা দিতে দিতে ঠিক হলো, সবাই মিলে হিজল বন দেখতে যাব। এর নৈসর্গিক রূপ উপভোগ করতে হলে যেতে হবে ভোরেই।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশের রূপ দেখে মুগ্ধ হলেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি অনুষদের ২১ ব্যাচের সি সেকশনের নেপালি শিক্ষার্থীরা। অনুষদ আয়োজিত এই দেশ ভ্রমণের সুযোগ পেয়ে তাঁরা অনেক খুশি। শিক্ষার্থীরা জানিয়েছেন, বাংলাদেশ নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর!
১০ ঘণ্টা আগে