
গাজা যুদ্ধের আট মাসের মাথায় পদত্যাগ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের শীর্ষ কর্মকর্তা এবং ইসরায়েল-ফিলিস্তিন বিষয়ক বিশেষজ্ঞ অ্যান্ড্রু মিলার। পদত্যাগের পেছনে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন ইসরায়েল-ফিলিস্তিনি বিষয়ক এই ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। এ সপ্তাহে তিনি পদত্যাগ করেছেন বলে জানায় মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট।
গত অক্টোবরে শুরু হওয়া গাজা যুদ্ধের কারণে ব্যক্তিগত কোনো সময়ই পাচ্ছেন না বলে সহকর্মীদের বলেছিলেন অ্যান্ড্রু মিলার। এখন তিনি পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চান।
গণহত্যা চালানোর পরও ইসরায়েল সরকারের প্রতি জো বাইডেনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সমালোচিত হচ্ছে যুক্তরাষ্ট্রের ভেতরে-বাইরে। দ্য ওয়াশিংটন পোস্টের দাবি, বাইডেনের এমন নীতির প্রতি আর আস্থা নেই মিলারের। ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের অব্যাহত সমর্থনের মধ্যে বাইডেন প্রশাসনের একাধিক কর্মকর্তার পদত্যাগের ধারাবাহিকতায় মিলার হচ্ছেন সর্বশেষ ব্যক্তি।
আল জাজিরার সংবাদদাতা কিম্বার্লি হ্যালকেট এক ঘটনাটিকে দেখছেন গাজা যুদ্ধে ইসরায়েলের প্রতি বাইডেন প্রশাসনের অব্যাহত সমর্থনের ফলে সৃষ্ট ক্রমবর্ধমান হতাশার বহিঃপ্রকাশ হিসেবে।
তিনি বলেন, ‘ইতিমধ্যে বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা পদত্যাগ করেছেন। তাদের অনেকেই কারণ হিসেবে বলেছেন যে, প্রেসিডেন্ট বাইডেন সত্যকে এড়িয়ে যাচ্ছেন এবং একচোখা আচরণ করে যাচ্ছেন।’
গত ফেব্রুয়ারিতে জারি করা মার্কিন এক নির্বাহী আদেশে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি সম্প্রদায়ের ওপর হামলার জন্য বেশ কয়েকজন ইসরায়েলি বসতি স্থাপনকারীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। সিএনএনের তথ্য মতে, সেই আদেশ জারিতে মুখ্য ভূমিকা পালন করেছিলেন অ্যান্ড্রু মিলার।
গত মে মাসে পদত্যাগ করেছিলেন প্রাক্তন মার্কিন সেনা কর্মকর্তা মেজর হ্যারিসন মান। পদত্যাগের পেছনে গাজায় ইসরায়েলের যুদ্ধে তার দেশের ‘অযোগ্য সমর্থনকে’ কারণ হিসেবে উল্লেখ করেছিলে তিনি। গত নভেম্বরে ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (ডিআইএ) থেকে পদত্যাগ করেন মেজর হ্যারিসন মান।
গত ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলের দূতাবাসের বাইরে গাজায় ইসরায়েলের গণহত্যায় যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিবাদ জানিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন মার্কিন বিমানবাহিনীর কর্মী অ্যারন বুশনেল।
গাজা যুদ্ধে মার্কিন নীতির বিরোধিতা করে হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। নভেম্বরে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্তই এসব বিক্ষোভের ঘটনা চলমান থাকার সম্ভাবনা রয়েছে।
আগামী মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন কংগ্রেসে ভাষণ দেবেন তখন এই বিক্ষোভ আরও বাড়তে পারে বলে ধারণা করছেন কিম্বার্লি হ্যালকেট। তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যেই জানি যে, কংগ্রেসের বিপুলসংখ্যক সদস্য সেই ভাষণ বয়কট করার পরিকল্পনা করবে।’

গাজা যুদ্ধের আট মাসের মাথায় পদত্যাগ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের শীর্ষ কর্মকর্তা এবং ইসরায়েল-ফিলিস্তিন বিষয়ক বিশেষজ্ঞ অ্যান্ড্রু মিলার। পদত্যাগের পেছনে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন ইসরায়েল-ফিলিস্তিনি বিষয়ক এই ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। এ সপ্তাহে তিনি পদত্যাগ করেছেন বলে জানায় মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট।
গত অক্টোবরে শুরু হওয়া গাজা যুদ্ধের কারণে ব্যক্তিগত কোনো সময়ই পাচ্ছেন না বলে সহকর্মীদের বলেছিলেন অ্যান্ড্রু মিলার। এখন তিনি পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চান।
গণহত্যা চালানোর পরও ইসরায়েল সরকারের প্রতি জো বাইডেনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সমালোচিত হচ্ছে যুক্তরাষ্ট্রের ভেতরে-বাইরে। দ্য ওয়াশিংটন পোস্টের দাবি, বাইডেনের এমন নীতির প্রতি আর আস্থা নেই মিলারের। ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের অব্যাহত সমর্থনের মধ্যে বাইডেন প্রশাসনের একাধিক কর্মকর্তার পদত্যাগের ধারাবাহিকতায় মিলার হচ্ছেন সর্বশেষ ব্যক্তি।
আল জাজিরার সংবাদদাতা কিম্বার্লি হ্যালকেট এক ঘটনাটিকে দেখছেন গাজা যুদ্ধে ইসরায়েলের প্রতি বাইডেন প্রশাসনের অব্যাহত সমর্থনের ফলে সৃষ্ট ক্রমবর্ধমান হতাশার বহিঃপ্রকাশ হিসেবে।
তিনি বলেন, ‘ইতিমধ্যে বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা পদত্যাগ করেছেন। তাদের অনেকেই কারণ হিসেবে বলেছেন যে, প্রেসিডেন্ট বাইডেন সত্যকে এড়িয়ে যাচ্ছেন এবং একচোখা আচরণ করে যাচ্ছেন।’
গত ফেব্রুয়ারিতে জারি করা মার্কিন এক নির্বাহী আদেশে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি সম্প্রদায়ের ওপর হামলার জন্য বেশ কয়েকজন ইসরায়েলি বসতি স্থাপনকারীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। সিএনএনের তথ্য মতে, সেই আদেশ জারিতে মুখ্য ভূমিকা পালন করেছিলেন অ্যান্ড্রু মিলার।
গত মে মাসে পদত্যাগ করেছিলেন প্রাক্তন মার্কিন সেনা কর্মকর্তা মেজর হ্যারিসন মান। পদত্যাগের পেছনে গাজায় ইসরায়েলের যুদ্ধে তার দেশের ‘অযোগ্য সমর্থনকে’ কারণ হিসেবে উল্লেখ করেছিলে তিনি। গত নভেম্বরে ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (ডিআইএ) থেকে পদত্যাগ করেন মেজর হ্যারিসন মান।
গত ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলের দূতাবাসের বাইরে গাজায় ইসরায়েলের গণহত্যায় যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিবাদ জানিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন মার্কিন বিমানবাহিনীর কর্মী অ্যারন বুশনেল।
গাজা যুদ্ধে মার্কিন নীতির বিরোধিতা করে হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। নভেম্বরে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্তই এসব বিক্ষোভের ঘটনা চলমান থাকার সম্ভাবনা রয়েছে।
আগামী মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন কংগ্রেসে ভাষণ দেবেন তখন এই বিক্ষোভ আরও বাড়তে পারে বলে ধারণা করছেন কিম্বার্লি হ্যালকেট। তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যেই জানি যে, কংগ্রেসের বিপুলসংখ্যক সদস্য সেই ভাষণ বয়কট করার পরিকল্পনা করবে।’

জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সোমবার (১২ জানুয়ারি) গাম্বিয়া অভিযোগ করেছে, মিয়ানমার পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদের জীবনকে এক ভয়াবহ দুঃস্বপ্নে রূপ দিয়েছে।
২ ঘণ্টা আগে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে এক ছাত্রীকে খুব কাছ থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন। নিহত ওই শিক্ষার্থীর নাম রুবিনা আমিনিয়ান। বয়স ২৩ বছর। তিনি তেহরানের শারিয়াতি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং টেক্সটাইল ও ফ্যাশন ডিজাইন বিষয়ে পড়াশোনা করছিলেন।
৩ ঘণ্টা আগে
সার্জিও গোর ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সারা বিশ্ব ভ্রমণ করেছি এবং আমি হলফ করে বলতে পারি যে, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর বন্ধুত্ব অত্যন্ত গভীর ও অকৃত্রিম। আমাদের দুই দেশ শুধু অভিন্ন স্বার্থেই নয়, বরং সর্বোচ্চ পর্যায়ের এক দৃঢ় সম্পর্কের...
৩ ঘণ্টা আগে
যাত্রীর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে রাইড শেয়ার কোম্পানি উবার। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে চলতি সপ্তাহে শুরু হচ্ছে একটি যৌন নিপীড়ন মামলার শুনানি, যেখানে উবারের মাধ্যমে বুক করা গাড়ির চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী।
৫ ঘণ্টা আগে