
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অভিনেতা জনি ওয়াক্টরকে গুলি করে হত্যা করেছে এক চোর। ঘটনার সময় মার্কিন অভিনেতার গাড়ির একটি যন্ত্রাংশ চুরির চেষ্টা করছিল চোরটি।
সোমবার বিবিসি জানিয়েছে, গত শনিবার ৩৭ বছর বয়সী অভিনেতার পার্ক করে রাখা গাড়ির ক্যাটালিক কনভারটার চুরি করছিল তিন চোর। এ সময় অভিনেতা তাঁদের বাধা দিতে গেলে গুরুতর জখম হন তিনি। পরে হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
ভ্যারাইটি ম্যাগাজিনের কাছে ওয়াক্টরকে একজন ‘অসামান্য মানুষ’ হিসেবে আখ্যা দিয়েছেন তাঁর এজেন্ট ডেভিড শাউল। অভিনেতার প্রসঙ্গে বলতে গিয়ে শাউল বলেন, ‘সত্যি বললে, তিনি আপনাকে নিজের গা থেকে জামা খুলে দিয়ে দেবেন। এক দশকেরও বেশি সময় একসঙ্গে থাকার পর তিনি আমাদের হৃদয়ে একটি ছিদ্র রেখে চিরতরে চলে গেলেন।’
ওয়াক্টরের মা স্কারলেট এনবিসি-ফোরকে জানিয়েছেন, তাঁর ছেলে কাজ শেষ করে গাড়ির কাছে ফিরছিলেন। এ সময় তিনি দেখতে পান, একজন তাঁর গাড়িতে কিছু একটা করছে। বিষয়টিকে খুব হালকাভাবেই নিয়েছিলেন অভিনেতা। তাই বিপদের কোনো আশঙ্কা না করেই তিনি এগিয়ে যান এবং জিজ্ঞেস করেন—এখানে কী হচ্ছে?
মা জানান, এ ঘটনার পরই আচমকা গুলি করা হয় তাঁর ছেলেকে। পরে কথিত ওই চোর তাঁর দুই সঙ্গীকে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ছেলের হত্যাকাণ্ডকে ‘নির্বোধের কাজ’ হিসেবে আখ্যা দিয়েছেন স্কারলেট। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ওয়াক্টরের ভাই গ্র্যান্ট লস অঞ্জেলেস টাইমসকে জানিয়েছেন, গত শনিবার বারটেন্ডার হিসাবে কাজ করছিলেন অভিনেতা। সেখানকার এক সহকর্মীকে নিয়েই তিনি গাড়ির দিকে যাচ্ছিলেন। ভাইয়ের সম্পর্কে বলতে গিয়ে গ্র্যান্ট বলেন, ‘সে ছিল আমার দেখা সবচেয়ে ক্যারিশমাটিক লোক। সে তাঁর নিজের মতো করেই জীবন কাটিয়েছে। যা চেয়েছে, ঠিক তাই করেছে। এমনকি তাঁর শেষ দিন পর্যন্ত। সে হেঁটে হেঁটে চলে গেল!’
মার্কিন সোপ অপেরা ‘জেনারেল হাসপাতালে’ ব্র্যান্ডো করবিনের ভূমিকায় দুই বছরের বেশি সময় কাজ করেছেন ওয়াক্টর। পাশাপাশি ২০১৩ সালের এনবিসি সিরিজ সাইবেরিয়াতেও অভিনয় করেছিলেন তিনি। এইচবিওর ওয়েস্ট ওয়ার্ল্ডের দুটি পর্বেও তাঁকে দেখা গেছে।
গাড়িতে থাকা ক্যাটালিটিক কনভারটার চোরদের জন্য মূল্যবান বস্তু। কারণ এটিতে বিক্রি করার মতো মূল্যবান ধাতু রয়েছে।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অভিনেতা জনি ওয়াক্টরকে গুলি করে হত্যা করেছে এক চোর। ঘটনার সময় মার্কিন অভিনেতার গাড়ির একটি যন্ত্রাংশ চুরির চেষ্টা করছিল চোরটি।
সোমবার বিবিসি জানিয়েছে, গত শনিবার ৩৭ বছর বয়সী অভিনেতার পার্ক করে রাখা গাড়ির ক্যাটালিক কনভারটার চুরি করছিল তিন চোর। এ সময় অভিনেতা তাঁদের বাধা দিতে গেলে গুরুতর জখম হন তিনি। পরে হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
ভ্যারাইটি ম্যাগাজিনের কাছে ওয়াক্টরকে একজন ‘অসামান্য মানুষ’ হিসেবে আখ্যা দিয়েছেন তাঁর এজেন্ট ডেভিড শাউল। অভিনেতার প্রসঙ্গে বলতে গিয়ে শাউল বলেন, ‘সত্যি বললে, তিনি আপনাকে নিজের গা থেকে জামা খুলে দিয়ে দেবেন। এক দশকেরও বেশি সময় একসঙ্গে থাকার পর তিনি আমাদের হৃদয়ে একটি ছিদ্র রেখে চিরতরে চলে গেলেন।’
ওয়াক্টরের মা স্কারলেট এনবিসি-ফোরকে জানিয়েছেন, তাঁর ছেলে কাজ শেষ করে গাড়ির কাছে ফিরছিলেন। এ সময় তিনি দেখতে পান, একজন তাঁর গাড়িতে কিছু একটা করছে। বিষয়টিকে খুব হালকাভাবেই নিয়েছিলেন অভিনেতা। তাই বিপদের কোনো আশঙ্কা না করেই তিনি এগিয়ে যান এবং জিজ্ঞেস করেন—এখানে কী হচ্ছে?
মা জানান, এ ঘটনার পরই আচমকা গুলি করা হয় তাঁর ছেলেকে। পরে কথিত ওই চোর তাঁর দুই সঙ্গীকে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ছেলের হত্যাকাণ্ডকে ‘নির্বোধের কাজ’ হিসেবে আখ্যা দিয়েছেন স্কারলেট। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ওয়াক্টরের ভাই গ্র্যান্ট লস অঞ্জেলেস টাইমসকে জানিয়েছেন, গত শনিবার বারটেন্ডার হিসাবে কাজ করছিলেন অভিনেতা। সেখানকার এক সহকর্মীকে নিয়েই তিনি গাড়ির দিকে যাচ্ছিলেন। ভাইয়ের সম্পর্কে বলতে গিয়ে গ্র্যান্ট বলেন, ‘সে ছিল আমার দেখা সবচেয়ে ক্যারিশমাটিক লোক। সে তাঁর নিজের মতো করেই জীবন কাটিয়েছে। যা চেয়েছে, ঠিক তাই করেছে। এমনকি তাঁর শেষ দিন পর্যন্ত। সে হেঁটে হেঁটে চলে গেল!’
মার্কিন সোপ অপেরা ‘জেনারেল হাসপাতালে’ ব্র্যান্ডো করবিনের ভূমিকায় দুই বছরের বেশি সময় কাজ করেছেন ওয়াক্টর। পাশাপাশি ২০১৩ সালের এনবিসি সিরিজ সাইবেরিয়াতেও অভিনয় করেছিলেন তিনি। এইচবিওর ওয়েস্ট ওয়ার্ল্ডের দুটি পর্বেও তাঁকে দেখা গেছে।
গাড়িতে থাকা ক্যাটালিটিক কনভারটার চোরদের জন্য মূল্যবান বস্তু। কারণ এটিতে বিক্রি করার মতো মূল্যবান ধাতু রয়েছে।

ইংল্যান্ডের ব্র্যাডফোর্ডের হিটন রোডে অবস্থিত জামিয়া উসমানিয়া মসজিদ সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত হচ্ছে। এখানে শুধু নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের জামাতই অনুষ্ঠিত হয় না, পাশাপাশি আধুনিক স্বাস্থ্য সচেতনতার এক বৈশ্বিক কেন্দ্র হিসেবে আলোচনায় উঠে এসেছে এই মসজিদ।
৮ মিনিট আগে
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের গাজিয়াবাদে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সন্দেহভাজন তথাকথিত ‘অবৈধ বাংলাদেশি’ শনাক্ত করতে তাদের পিঠে একটি যন্ত্র রাখার দৃশ্য সামনে এসেছে। পুলিশ সদস্যরাই যন্ত্রটি ব্যবহার করছেন। সেই যন্ত্রের তথ্যের ওপর ভিত্তি করে পুলিশ দাবি করছে যে, ওই ব্যক্তি ভারতীয় নন, বরং বাংলাদেশি।
২৪ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার জানিয়েছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গ্রেপ্তার হওয়ার পর দেশটির প্রশাসনের বাকি সদস্যরা যদি পরিস্থিতি ‘ঠিকঠাক’ করার কাজে সহযোগিতা না করেন, তবে যুক্তরাষ্ট্র সেখানে আবারও সামরিক হামলা চালাতে পারে।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, নয়াদিল্লি যদি রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখে, তবে ওয়াশিংটন ভারতের ওপর শুল্ক বাড়িয়ে দেবে। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানতেন যে ‘তিনি (ট্রাম্প) খুশি নন’ এবং নয়াদিল্লি তাঁকে ‘খুশি করতে’ চেয়েছিল।
১ ঘণ্টা আগে